SSC আত্মকর্মসংস্থানের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (ফ্রি পিডিএফ)

SSC আত্মকর্মসংস্থানের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (ফ্রি পিডিএফ)

সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ আদমশুমারি ও গৃহ গণনা ২০১১-এর হিসাব অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা কত?
উত্তর : আদমশুমারি ও গৃহ গণনা ২০১১-এর হিসাব অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা ১৫ কোটি ২৫ লক্ষ ১৮ হাজার ১৫ জন।

প্রশ্ন ॥ ২ ॥ দেশের মোট শ্রম শক্তির পরিমাণ কত?
উত্তর : দেশের মোট শ্রমশক্তির পরিমাণ ৫ কোটি ৬৭ লক্ষ।

প্রশ্ন ॥ ৩ ॥ মোট শ্রম শক্তির কত অংশ যুবক-যুবতী?
উত্তর : মোট শ্রম শক্তির এক-তৃতীয়াংশ যুবক-যুবতী।

প্রশ্ন ॥ ৪ ॥ আত্মকর্মসংস্থান কী?
উত্তর : নিজের দক্ষতা ও গুণাবলি দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে।

প্রশ্ন ॥ ৫ ॥ কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : কর্মসংস্থানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।

প্রশ্ন ॥ ৬ ॥ কর্মসংস্থানের প্রধান উৎস কোনটি?
উত্তর : কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে আত্মকর্মসংস্থান।

প্রশ্ন ॥ ৭ ॥ আয়ের সম্ভাবনা কোন পেশায় সীমিত?
উত্তর : আয়ের সম্ভাবনা চাকরির পেশায় সীমিত।

প্রশ্ন ॥ ৮ ॥ আত্মকর্মসংস্থান কোন ধরনের পেশা?
উত্তর : আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা।

প্রশ্ন ॥ ৯ ॥ শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায় কোনটি দ্বারা?
উত্তর : শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায় আত্মকর্মসংস্থান দ্বারা।

প্রশ্ন ॥ ১০ ॥ কোনটি বেশি হওয়ায় বাংলাদেশে মজুরি অনেক কম?
উত্তর : জনসংখ্যা বেশি হওয়ায় বাংলাদেশে মজুরি অনেক কম।

প্রশ্ন ॥ ১১ ॥ আত্মকর্মসংস্থানের মানসিকতা যুবসমাজকে কী করে?
উত্তর : আত্মকর্মসংস্থানের মানসিকতা যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

প্রশ্ন ॥ ১২ ॥ ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?
উত্তর : ব্যবসার জন্য সঠিক পণ্য নির্বাচন ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত।

প্রশ্ন ॥ ১৩ ॥ আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় মূলধন কী?
উত্তর : আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা।

প্রশ্ন ॥ ১৪ ॥ ব্যবসায় সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
উত্তর : ব্যবসায় সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ব্যবসা পরিকল্পনা প্রণয়ন।

প্রশ্ন ॥ ১৫ ॥ যুবসমাজ জীবিকা বলতে কাকে বুঝে থাকে?
উত্তর : যুবসমাজ জীবিকা বলতে চাকরিকে বুঝে থাকে।

প্রশ্ন ॥ ১৬ ॥ কর্মীর দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
উত্তর : কর্মীর দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রয়োজন।

প্রশ্ন ॥ ১৭ ॥ কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি পায় কোনটি দ্বারা?
উত্তর : কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি পায় প্রশিক্ষণের দ্বারা।

প্রশ্ন ॥ ১৮ ॥ প্রশিক্ষণ কাদের মনোভাবের উন্নতি সাধন করে?
উত্তর : প্রশিক্ষণ উদ্যোক্তা বা কর্মচারীদের মনোভাবের উন্নতি সাধন করে।

প্রশ্ন ॥ ১৯ ॥ বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

প্রশ্ন ॥ ২০ ॥ মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য কী?
উত্তর : বিশেষ করে গ্রামের দুস্থ শিক্ষিত, অর্ধশিক্ষিত মহিলাদেরকে স্বকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য।

প্রশ্ন ॥ ২০ ॥ নট্রামস কী?
উত্তর : নট্রামস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান।

প্রশ্ন ॥ ২২ ॥ ব্র্যাক কী?
উত্তর : ব্র্যাক একটি এনজিও প্রতিষ্ঠান।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *