SSC আত্মকর্মসংস্থানের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (ফ্রি পিডিএফ)
সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ আদমশুমারি ও গৃহ গণনা ২০১১-এর হিসাব অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা কত?
উত্তর : আদমশুমারি ও গৃহ গণনা ২০১১-এর হিসাব অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা ১৫ কোটি ২৫ লক্ষ ১৮ হাজার ১৫ জন।
প্রশ্ন ॥ ২ ॥ দেশের মোট শ্রম শক্তির পরিমাণ কত?
উত্তর : দেশের মোট শ্রমশক্তির পরিমাণ ৫ কোটি ৬৭ লক্ষ।
প্রশ্ন ॥ ৩ ॥ মোট শ্রম শক্তির কত অংশ যুবক-যুবতী?
উত্তর : মোট শ্রম শক্তির এক-তৃতীয়াংশ যুবক-যুবতী।
প্রশ্ন ॥ ৪ ॥ আত্মকর্মসংস্থান কী?
উত্তর : নিজের দক্ষতা ও গুণাবলি দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে।
- উত্তর ডাউনলোড করুন> (ফ্রি পিডিএফ) SSC আত্মকর্মসংস্থানের সৃজনশীল প্রশ্নের উত্তর
- উত্তর ডাউনলোড করুন> (ফ্রি পিডিএফ) SSC আত্মকর্মসংস্থানের সৃজনশীল প্রশ্নের উত্তরসহ
- উত্তর ডাউনলোড করুন> SSC আত্মকর্মসংস্থানের সৃজনশীল প্রশ্নের উত্তর (ফ্রি পিডিএফ)
- উত্তর ডাউনলোড করুন> MCQ SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর (ফ্রি পিডিএফ)
- উত্তর ডাউনলোড করুন> MCQ SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর MCQ (PDF)
- উত্তর ডাউনলোড করুন> (Download PDF ফ্রি) পদার্থবিজ্ঞান: সৃজনশীল প্রশ্নের উত্তরসহ
- উত্তর ডাউনলোড করুন> (Download PDF ফ্রি) পদার্থবিজ্ঞান:MCQ উত্তরসহ
প্রশ্ন ॥ ৫ ॥ কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : কর্মসংস্থানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।
প্রশ্ন ॥ ৬ ॥ কর্মসংস্থানের প্রধান উৎস কোনটি?
উত্তর : কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে আত্মকর্মসংস্থান।
প্রশ্ন ॥ ৭ ॥ আয়ের সম্ভাবনা কোন পেশায় সীমিত?
উত্তর : আয়ের সম্ভাবনা চাকরির পেশায় সীমিত।
প্রশ্ন ॥ ৮ ॥ আত্মকর্মসংস্থান কোন ধরনের পেশা?
উত্তর : আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা।
প্রশ্ন ॥ ৯ ॥ শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায় কোনটি দ্বারা?
উত্তর : শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায় আত্মকর্মসংস্থান দ্বারা।
প্রশ্ন ॥ ১০ ॥ কোনটি বেশি হওয়ায় বাংলাদেশে মজুরি অনেক কম?
উত্তর : জনসংখ্যা বেশি হওয়ায় বাংলাদেশে মজুরি অনেক কম।
প্রশ্ন ॥ ১১ ॥ আত্মকর্মসংস্থানের মানসিকতা যুবসমাজকে কী করে?
উত্তর : আত্মকর্মসংস্থানের মানসিকতা যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
প্রশ্ন ॥ ১২ ॥ ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?
উত্তর : ব্যবসার জন্য সঠিক পণ্য নির্বাচন ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত।
প্রশ্ন ॥ ১৩ ॥ আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় মূলধন কী?
উত্তর : আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা।
প্রশ্ন ॥ ১৪ ॥ ব্যবসায় সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
উত্তর : ব্যবসায় সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ব্যবসা পরিকল্পনা প্রণয়ন।
প্রশ্ন ॥ ১৫ ॥ যুবসমাজ জীবিকা বলতে কাকে বুঝে থাকে?
উত্তর : যুবসমাজ জীবিকা বলতে চাকরিকে বুঝে থাকে।
প্রশ্ন ॥ ১৬ ॥ কর্মীর দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
উত্তর : কর্মীর দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রয়োজন।
প্রশ্ন ॥ ১৭ ॥ কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি পায় কোনটি দ্বারা?
উত্তর : কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি পায় প্রশিক্ষণের দ্বারা।
প্রশ্ন ॥ ১৮ ॥ প্রশিক্ষণ কাদের মনোভাবের উন্নতি সাধন করে?
উত্তর : প্রশিক্ষণ উদ্যোক্তা বা কর্মচারীদের মনোভাবের উন্নতি সাধন করে।
প্রশ্ন ॥ ১৯ ॥ বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:MCQ উত্তরসহ ( Download PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:অনুধাবনমূলক প্রশ্নের উত্তরসহ (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:তৃতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:তৃতীয় অধ্যায় কোষ বিভাজন সম্পর্কিত (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> SSC পদার্থবিজ্ঞান:সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্নের উত্তর (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> SSC পদার্থবিজ্ঞান:সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর (PDF ফ্রি)
প্রশ্ন ॥ ২০ ॥ মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য কী?
উত্তর : বিশেষ করে গ্রামের দুস্থ শিক্ষিত, অর্ধশিক্ষিত মহিলাদেরকে স্বকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য।
প্রশ্ন ॥ ২০ ॥ নট্রামস কী?
উত্তর : নট্রামস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান।
প্রশ্ন ॥ ২২ ॥ ব্র্যাক কী?
উত্তর : ব্র্যাক একটি এনজিও প্রতিষ্ঠান।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।