SSC আত্মকর্মসংস্থানের সৃজনশীল প্রশ্নের উত্তর (ফ্রি পিডিএফ)
ঐশী, সাদী ও সামী তিন বন্ধু সম্প্রতি বি কম পাস করেছে। তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। ঐশী ও সাদী এম কম-এ ভর্তির চিন্তা করছে। সামী এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। কারণ তার বাবার ইচ্ছা সে মধ্যপ্রাচ্যের কোন দেশে চলে যাক।
কিন্তু মেধাবী সামী চায় দেশেই কিছু করতে। এজন্য সে হাঁস-মুরগি পালনের উপর দু’মাসের প্রশিক্ষণ গ্রহণ করে। এতে তার মনোবল বেড়ে যায়। বিদেশ যাবার টাকা দিয়ে সে বাড়িতে হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে নিজের চেষ্টায় আজ সে স্বাবলম্বী।
ক. জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা কতভাগ?
খ. বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন? ব্যাখ্যা কর।
গ. সামীর হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. স্বাবলম্বী হবার পেছনে কোন গুণটি সামীকে বেশি প্রভাবিত করেছে বলে তুমি মনে কর। বিশ্লেষণ কর।
- উত্তর ডাউনলোড করুন> MCQ SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর (ফ্রি পিডিএফ)
- উত্তর ডাউনলোড করুন> MCQ SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর MCQ (PDF)
- উত্তর ডাউনলোড করুন> (Download PDF ফ্রি) পদার্থবিজ্ঞান: সৃজনশীল প্রশ্নের উত্তরসহ
- উত্তর ডাউনলোড করুন> (Download PDF ফ্রি) পদার্থবিজ্ঞান:MCQ উত্তরসহ
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা ২০ ভাগ।
খ. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের জনসংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অর্থনৈতিক অনগ্রসরতার কারণে নতুন নতুন শিল্পকারখানা স্থাপন করে তাদের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ চাহিদার তুলনায় কর্মসংস্থানের সুযোগ খুবই কম। আর এসব সমস্যার কারণেই বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়ে চলেছে।
গ. সামীর হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত।
নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। অর্থাৎ আত্মকর্মসংস্থান নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্ম প্রচেষ্টায় জীবিকা অর্জনের এক প্রকার ব্যবস্থা।
উদ্দীপকে মেধাবী সামী নিজস্ব চিন্তার মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থানের জন্য উদ্যোগী হয়ে হাঁস-মুরগি পালনের ওপর দু মাসের প্রশিক্ষণ গ্রহণ করে।
এতে তার মনোবল বেড়ে যায়। সে তার বিদেশ যাবার টাকা দিয়ে নিজ বাড়িতে হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের প্রচেষ্টায় সে আজ স্বাবলম্বী হয়েছে। যেহেতু হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠার মাধ্যমে সামী নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সেহেতু তার এ কাজটি আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত।
ঘ. আমি মনে করি, সামীর প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগানোর দক্ষতাই তাকে স্বাবলম্বী হতে বেশি প্রভাবিত করেছে।
যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় উপকরণের পাশাপাশি জ্ঞান ও দক্ষতা প্রয়োজন।
আর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ করা একান্ত আবশ্যক। প্রশিক্ষণ কার্য সম্পাদনের ক্ষেত্রে উদ্যোক্তাদের কর্মদক্ষতা ও যোগ্যতাকে বহুগণে বাড়িয়ে দেয়। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা নিজেকে অভিজ্ঞ ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য শিক্ষা লাভ করে।
অর্জিত প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সে নির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যায় এবং সফল হয়। উদ্দীপকের সীমার ইচ্ছা ছিল আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়া। এজন্য সে হাঁস-মুরগি পালনের উপর দু’মাসের প্রশিক্ষণ গ্রহণ করে।
এতে তার মনোবল ও আত্মবিশ্বাস বেড়ে যায়, ফলে সে প্রশিক্ষণ জ্ঞান প্রয়োগ করে বিদেশ যাবার টাকা দিয়ে বাড়িতে হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করে এবং নিজ চেষ্টায় আজ সে স্বাবলম্বী হতে পেরেছে।
সুতরাং বলা যায়, সামী প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে নিজের চেষ্টায় আজ স্বাবলম্বী হতে পেরেছে।
সৃজনশীল প্রশ্ন
রাঙ্গামাটির স্কুল শিক্ষক মামাপ্রু মারমা স্থানীয় তাঁতী মেরিনা মারমাকে তাঁতে বোনা পণ্য-সামগ্রীর ব্যাপক চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা দেন।
ব্যাপক চাহিদার কথা চিন্তা করে মেরিনা পাহাড়ি মেয়েদের পোশাক ‘থামি’ তৈরি করে বিক্রি করা শুরু করে এবং দ্রুত উন্নতি লাভ করে। মেরিনার কারণে বেশ কয়েকটি মেয়ের কর্মসংস্থান হয়েছে। তার জেলায় বিগত তিন বছর যাবত তিনি সেরা নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হয়েছেন।
ক. দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক-যুবতী?
খ. আত্মকর্মসংস্থানের একটি বৈশিষ্ট্য বর্ণনা কর।
গ. মেরিনার দ্রুত উন্নতিতে কোন বিষয়টি ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘মামাপ্রু মারমার পরামর্শ প্রতিপালনই মেরিনা চাকমার জীবনে এত স্বীকৃতি এনে দিয়েছে’ উক্তিটি ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. দেশের মোট শ্রমশক্তির এক-তৃতীয়াংশ হচ্ছে যুবক-যুবতী।
খ. আত্মকর্মসংস্থানের একটি প্রধান বৈশিষ্ট্য হলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। যার মাধ্যমে দেশ থেকে বেকারত্ব হ্রাস করা যায়।
কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পায় না। এর ফলে বেকার সমস্যার সৃষ্টি হয়। আর এসব সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
গ. মেরিনার দ্রুত উন্নতিতে সঠিক পণ্য নির্বাচনের বিষয়টি ভূমিকা রেখেছে।
ব্যবসার সঠিক পণ্য নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয়। এর ওপরই নির্ভর করে কোনো ব্যবসায় বা প্রকল্পের বাস্তবায়ন। সফলতার জন্য পণ্য নির্বাচনের পূর্বে বাজারে পণ্যটির চাহিদা ও গ্রহণযোগ্যতা নিরূপণ করতে হয়। উদ্দীপকে তাঁতি মেরিনা স্কুল শিক্ষক মামাপ্রু মারমা থেকে তাঁতে বোনা পণ্য সামগ্রীর ব্যাপক চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা পান।
তাই তাঁতি মেরিনা তাঁতে বোনা পণ্যের ব্যাপক চাহিদার কথা চিন্তা করে পাহাড়ি মেয়েদের পোশাক ‘থামি’ তৈরি করে বিক্রি করা শুরু করেন। চাহিদা আছে এবং ভবিষ্যতে চাহিদা বৃদ্ধি পাবে এমন পণ্য বা সেবা চিহ্নিত করে বাস্তবসম্মত একটি ব্যবসায় বা প্রকল্প
গ্রহণ করতে পারলে ব্যবসায়ের সাফল্য অনেকটা নিশ্চিত। ব্যবসায়ে সফলতা লাভে সঠিক পণ্য নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে ব্যবসায় পরিচালনা করায় মেরিনা দ্রুত উন্নতি লাভ করেন। তাই বলা যায়, মেরিনার সঠিক পণ্য নির্বাচনই তার দ্রুত উন্নতিতে ভূমিকা রেখেছে।
ঘ. ‘মামাপ্রু মারমার পরামর্শ প্রতিপালনই মেরিনা চাকমার জীবনে এত স্বীকৃতি এনে দিয়েছে’ উক্তিটি অত্যন্ত যুক্তিসংগত।
যেকোনো ব্যক্তিই যেকোনো সময় আত্মকর্মসংস্থানমূলক পেশায় নিয়োজিত হতে পারে।
তবে এ পেশায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও জরুরি। উদ্দীপকের তাঁতি মেরিনা মারমা রাঙামাটির স্কুল শিক্ষক মামাপ্রু মারমার নিকট থেকে তাঁতে বোনা পণ্য-সামগ্রীর ব্যাপক চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা পান।
মামাপ্রু মারমার পরামর্শ প্রতিপালন এবং ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে মেরিনা পাহাড়ি মেয়েদের পোশাক ‘থামি’ তৈরি ও বিক্রি করে উন্নতি লাভ করেন। তার এ সাফল্যের পেছনে যার অসাধারণ অবদান রয়েছে তিনি হলেন মামাপ্র“ মারমা।
কারণ সঠিক সময়ে উপযুক্ত পরামর্শ একজন ব্যক্তির জীবনে সফল উদ্যোক্তার স্বীকৃতি আনতে ব্যাপকভাবে সহায়তা করে। মেরিনার ক্ষেত্রে সে কাজটি করেছে মামাপ্রু মারমা।
সুতরাং উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, ‘মামাপ্রু মারমার পরামর্শ প্রতিপালনই মেরিনা চাকমার জীবনে এত স্বীকৃতি এনে দিয়েছে।
সৃজনশীল প্রশ্ন
শিক্ষিত যুবক নিপ্পন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। বার ঘণ্টা ডিউটি ও স্বল্প বেতন হওয়ায় চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। তিনি এখন বেকার। তাই তার বাবা তাকে বিদেশ পাঠাতে চাইলেও সে গ্রামেই একটা কিছু করতে চায়।
তিনি স্থানীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৎস্য চাষ ও হাঁস-মুরগির ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপ্ত করে নিজের সঞ্চিত টাকা দিয়ে মৎস্য ও হাঁস-মুরগির খামার গড়ে তুললেন। নিজস্ব মেধা, কঠোর পরিশ্রম আর সুযোগের সঠিক ব্যবহারের কারণে সাফল্য লাভ করেন এবং পরবর্তীতে জেলার সেরা উদ্যোক্তার সনদ পান।
ক. মোট জনসংখ্যার কত ভাগ মানুষ গ্রামে বাস করে?
খ. আত্মকর্মসংস্থান বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. নিপ্পন আত্মকর্মসংস্থান হিসেবে মৎস্য ও হাঁস-মুরগি খামারকে কেন পছন্দ করেছেন তা বর্ণনা কর।
ঘ. নিপ্পনের মতো আমাদের দেশের যুবসমাজের নিকট আত্মকর্মসংস্থানের গুরুত্ব কতটুকু তা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. মোট জনসংখ্যার প্রায় ৮০ ভাগ মানুষ গ্রামে বাস করে।
খ. নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকে আত্মকর্মসংস্থান বলে।
ব্যাপকভাবে বলা যায়, নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা নির্বাহের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলা হয়। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা।
গ. নিপ্পন আত্মকর্মসংস্থান হিসেবে মৎস্য ও হাঁস-মুরগি খামারের সুবিধাসমূহ বিবেচনা করেই মূলত মৎস্য ও হাঁস-মুরগি খামারকে পছন্দ করেছেন। একজন শিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত বেকার যুবক নিজস্ব স্বল্প পুঁজি কিংবা স্বল্প পরিমাণ ঋণ মূলধন নিয়ে সহজেই খামারের উদ্যোগ গ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। মৎস্য ও হাঁস-মুরগি খামারের মাধ্যমে অধিক উপার্জন করা সম্ভব।
এছাড়াও এটি একটি স্বাধীন পেশা যা নিজের ইচ্ছা, বুদ্ধি, পরিশ্রম দ্বারা সফল হওয়া যায়। উদ্দীপকে নিপ্পন চাকরি ছেড়ে দিয়ে আত্মকর্মসংস্থানের পেশা হিসেবে মৎস্য খামার ও হাঁস-মুরগির খামারকে বেছে নিলেন।
তিনি দেখলেন এটি একটি স্বাধীন পেশা যা নিজের ইচ্ছা, বুদ্ধি, পরিশ্রম দ্বারা সফল হওয়া যায়। এতে অল্প পুঁজি বিনিয়োগ করে সফলতা অর্জন করা যায়। তাছাড়া হাঁস-মুরগি ও মৎস্য সমন্বিত খামার গড়ে তোলা যায়। মূলত এসব সুবিধা বিবেচনা করেই নিপ্পন আত্মকর্মসংস্থান হিসেবে মৎস্য ও হাঁস-মুরগি খামারকে পছন্দ করেছেন।
ঘ. নিপ্পনের মতো আমাদের দেশের যুবসমাজের নিকট বেকারত্ব লাঘবের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার জন্য আত্মকর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। এসব শিক্ষিত বেকার যুবকদের বেকারত্ব লাঘবে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। একজন বেকার যুবক নিজস্ব স্বল্প মূলধন নিয়ে উদ্যোগ গ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:MCQ উত্তরসহ ( Download PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:অনুধাবনমূলক প্রশ্নের উত্তরসহ (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:তৃতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:তৃতীয় অধ্যায় কোষ বিভাজন সম্পর্কিত (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> SSC পদার্থবিজ্ঞান:সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্নের উত্তর (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> SSC পদার্থবিজ্ঞান:সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর (PDF ফ্রি)
উদ্দীপকে শিক্ষিত যুবক নিপ্পন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। বেতনভিত্তিক চাকরিতে উপার্জন হয় একটি নির্দিষ্ট পরিমাণ যা তার চাহিদার তুলনায় অপ্রতুল। এছাড়াও পরিশ্রম ও সময় অনেক বেশি ব্যয় করতে হয় এবং নিজস্ব মেধা বিকাশ করতে পারে না। তাই তিনি আত্মকর্মসংস্থানমূলক কাজ বেছে নেন।
নিজের সঞ্চিত অর্থ, মেধা, পরিশ্রম আর সুযোগের সঠিক ব্যবহারের কারণে সফলতা লাভ করেন। আত্মকর্মসংস্থানমূলক কাজে অধিক উপার্জনের সম্ভাবনা অনিশ্চিত হলেও তা চাহিদা পূরণে পর্যাপ্ত। তাছাড়া আত্মকর্মসংস্থানের পেশায় একদিকে যেমন উদ্যোক্তার জীবিকা নির্বাহের পথ সুগম হয় তেমনি অন্য লোকের চাকরির সংস্থান হয়।
ফলে জীবনযাত্রার মান উন্নত হয়। এতে সম্পদের সঠিক ও বহুমুখী ব্যবহার নিশ্চিত হয়। কারণ আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প উদ্যোক্তার নিজস্ব সিদ্ধান্ত ও তত্ত্বাবধানে পরিচালিত হয়। তাই নিপ্পনের মতো আমাদের দেশের যুব সমাজের নিকট আত্মকর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।