SSC জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর (ফ্রি PDF)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে?
উত্তর : ১৯৪৭ সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় ।
প্রশ্ন ॥ ২ ॥ কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিস’ গঠিত হয়?
উত্তর : আবুল কাশেমের নেতৃত্বে ‘তমদ্দুন মজলিস’ গঠিত হয় ।
প্রশ্ন ॥ ৩ ॥ তমদ্দুন মজলিস কবে গঠিত হয়?
উত্তর : ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর তমদ্দুন মজলিস গঠিত হয় ।
প্রশ্ন ॥ ৪ ॥ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৮ সালের ২ মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ।
প্রশ্ন ॥ ৫ ॥ কত তারিখে পূর্ববাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়?
উত্তর : ১৯৪৮ সালের ১১ মার্চ পূর্ববাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়।
প্রশ্ন ॥ ৬ ॥ কত সালে বাংলা ভাষা পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত হয়?
উত্তর : ১৯৫৬ সালে বাংলা ভাষা পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত হয় ।
- উত্তর ডাউনলোড করুন> (ফ্রি PDF) SSC অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> (ফ্রি PDF) SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC পূর্ব বাংলার আন্দোলন:গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>SSC পূর্ব বাংলার আন্দোলন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন>SSC:পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান
প্রশ্ন ॥ ৭ ॥ ইউনেস্কো কত সালে ২১ ফেব্র“য়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা দেয়?
উত্তর : ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্র“য়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা দেয় ।
প্রশ্ন ॥ ৮ ॥ প্রথম শহিদ মিনার উদ্বোধন করেন কে?
উত্তর : ॥ প্রথম শহিদ মিনার উদ্বোধন করেন শফিউরের পিতা ।
প্রশ্ন ॥ ৯ ॥ আগরতলা ষড়যন্ত্র মামলার এক নম্বর আসামি কে ছিলেন?
উত্তর : আগরতলা ষড়যন্ত্র মামলার এক নম্বর আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন ॥ ১০ ॥ ভারত-পাকিস্তানের যুদ্ধ কত দিন অব্যাহত ছিল?
উত্তর : ভারত-পাকিস্তানের যুদ্ধ ১৭ দিন অব্যাহত ছিল ।
প্রশ্ন ॥ ১১ ॥ পৃথিবীতে কত হাজার ভাষা রয়েছে?
উত্তর : পৃথিবীতে ৬০০০ -এর বেশি ভাষা রয়েছে।
প্রশ্ন ॥ ১২ ॥ ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের ফলে কয়টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর : ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের ফলে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
প্রশ্ন ॥ ১৩ ॥ ভারতবর্ষ বিভক্তিতে কোন তত্ত্বের ব্যাপক প্রভাব ছিল?
উত্তর : ভারতবর্ষের বিভক্তিতে দ্বিজাতিতত্ত্বের ব্যাপক প্রভাব ছিল।
প্রশ্ন ॥ ১৪॥ কোন আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
উত্তর : ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভাবাদর্শ ছড়িয়ে দেয়।
প্রশ্ন ॥ ১৫॥ পাকিস্তান সৃষ্টির আগেই কী নিয়ে বিতর্ক শুরু হয়?
উত্তর : পাকিস্তান সৃষ্টির আগেই এর রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়।
প্রশ্ন ॥ ১৬ ॥ কে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন।
প্রশ্ন ॥ ১৭ ॥ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধিতা করেন কে?
উত্তর : মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধিতা করেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
প্রশ্ন ॥ ১৮ ॥ চৌধুরী খলীকুজ্জামান কত তারিখে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন?
উত্তর : চৌধুরী খলীকুজ্জামান ১৯৪৭ সালের ১৭ মে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন।
প্রশ্ন ॥ ১৯ ॥ ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকাটি কোন সংগঠন প্রকাশ করে?
উত্তর : ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকাটি তমদ্দুন মজলিস প্রকাশ করে।
প্রশ্ন ॥ ২০ ॥ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত কোথায় গৃহীত হয়?
উত্তর : করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রশ্ন ॥ ২১ ॥ ‘রাষ্ট্রভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ’ কবে নতুনভাবে গঠিত হয়?
উত্তর : ‘রাষ্ট্রভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ’ ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে নতুনভাবে গঠিত হয়।
প্রশ্ন ॥ ২২ ॥ কখন ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান?
উত্তর : ১৯৪৮ সালের ২৩ ফেব্র“য়ারি ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান।
প্রশ্ন ॥ ২৩ ॥ কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয়?
উত্তর : ১৯৪৮ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয়।
প্রশ্ন ॥ ২৪ ॥ ১৯৪৮ সালের কত তারিখে পূর্ববাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়?
উত্তর : ১৯৪৮ সালের ১১ মার্চ পূর্ববাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়।
প্রশ্ন ॥ ২৫ ॥ পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দীন খান কবে সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তি স্বাক্ষর করেন?
উত্তর : পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দীন খান ১৯৪৮ সালে ১৫ মার্চ সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তি স্বাক্ষর করেন।
প্রশ্ন ॥ ২৬ ॥ কবে মুহম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন?
উত্তর : ১৯৪৮ সালের ২১ মার্চ মুহম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন।
প্রশ্ন ॥ ২৭ ॥ কখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা করেন?
উত্তর : ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা করেন।
প্রশ্ন ॥ ২৮ ॥ কাকে আহ্বায়ক করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়?
উত্তর : আব্দুল মতিনকে আহ্বায়ক করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়।
প্রশ্ন ॥ ২৯ ॥ ১৯৫২ সালের কত তারিখে দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়?
উত্তর : ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়।
প্রশ্ন ॥ ৩০ ॥ ১৯৫২ সালের ২২ ফেব্র“য়ারি শোক র্যালিতে পুলিশের হামলায় মৃত্যুবরণ করেন কে?
উত্তর : ১৯৫২ সালের ২২ ফেব্র“য়ারি শোক র্যালিতে পুলিশের হামলায় শফিউর মৃত্যুবরণ করেন।
প্রশ্ন ॥ ৩১ ॥ কত তারিখে প্রথম শহিদ মিনার উদ্বোধন করা হয়?
উত্তর : ১৯৬২ সালের ২৩ ফেব্র“য়ারি প্রথম শহিদ মিনার উদ্বোধন করা হয়।
প্রশ্ন ॥ ৩২ ॥ কত তারিখে পুলিশ প্রথম শহিদ মিনারটি ভেঙে ফেলে?
উত্তর : ১৯৫২ সালের ২৪ ফেব্র“য়ারি পুলিশ প্রথম শহিদ মিনারটি ভেঙে ফেলে।
প্রশ্ন ॥ ৩৩ ॥ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্র“য়ারি’ গানটি কে রচনা করেন।
উত্তর : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্র“য়ারি’ গানটি রচনা করেন আবদুল গাফফার চৌধুরী।
প্রশ্ন ॥ ৩৪ ॥ ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটি কে লিখেছেন?
উত্তর : ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটি আব্দুল লতিফ লিখেছেন।
প্রশ্ন ॥ ৩৫ ॥ কোন সংস্থা শহিদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়?
উত্তর : জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো শহিদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়।
প্রশ্ন ॥ ৩৬ ॥ কত সালে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হয়?
উত্তর : ১৯৪৯ সালে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হয়।
প্রশ্ন ॥ ৩৭ ॥ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
প্রশ্ন ॥ ৩৮ ॥ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?
উত্তর : পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন সামসুল হক।
প্রশ্ন ॥ ৩৯ ॥ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম যুগ্ম সম্পাদক হন কে?
উত্তর : পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম যুগ্ম সম্পাদক হন শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন ॥ ৪০ ॥ প্রাদেশিক যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল?
উত্তর : প্রাদেশিক যুক্তফ্রন্ট সরকার মাত্র ৫৬ দিন ক্ষমতায় ছিল।
প্রশ্ন ॥ ৪১ ॥ কত সালে পাকিস্তানে নতুন শাসনতন্ত্র গৃহীত হয়?
উত্তর : ১৯৫৬ সালে পাকিস্তানে নতুন শাসনতন্ত্র গৃহীত হয়।
প্রশ্ন ॥ ৪২ ॥ আওয়ামী লীগ কত সালে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে?
উত্তর : আওয়ামী লীগ ১৯৫৩ সালের ১৪ নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রশ্ন ॥ ৪৩ ॥ কত সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৪ সালের ৮ মার্চ প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রশ্ন ॥ ৪৪ ॥ প্রাদেশিক পরিষদ নির্বাচনে জনগণ ২১ দফাকে কী বলে বিবেচনা করে?
উত্তর : প্রাদেশিক পরিষদ নির্বাচনে জনগণ ২১ দফাকে স্বার্থ রক্ষার সনদ বলে বিবেচনা করে।
প্রশ্ন ॥ ৪৫ ॥ পূর্ববাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে আসন সংখ্যা ছিল কতটি?
উত্তর : পূর্ববাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে আসন সংখ্যা ছিল ২৩৭টি।
প্রশ্ন ॥ ৪৬ ॥ পূর্ববাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
উত্তর : পূর্ববাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
প্রশ্ন ॥ ৪৭ ॥ পূর্ববাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে?
উত্তর : পূর্ববাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ ৯টি আসন লাভ করে।
প্রশ্ন ॥ ৪৮ ॥ যুক্তফ্রন্টের কোন নেতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন?
উত্তর : যুক্তফ্রন্টের কৃষক-প্রজা পার্টির নেতা এ. কে. ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রশ্ন ॥ ৪৯ ॥ পাকিস্তানের গভর্নর কবে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে?
উত্তর : পাকিস্তানের গভর্নর ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে।
প্রশ্ন ॥ ৫০ ॥ কত সালে পাকিস্তানে সামরিক আইন জারি করা হয়?
উত্তর : ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানে সামরিক আইন জারি করা হয়।
প্রশ্ন ॥ ৫১ ॥ সামরিক শাসনের ফলে পাকিস্তানে কত সালের সংবিধান বাতিল করা হয়?
উত্তর : সামরিক শাসনের ফলে পাকিস্তানে ১৯৫৬ সালে গৃহীত সংবিধান বাতিল করা হয়।
প্রশ্ন ॥ ৫২ ॥ আইয়ুব খান ১৯৫৮ সালের ২৭ অক্টোবর কাকে উৎখাত করে ক্ষমতায় বসেন?
উত্তর : আইয়ুব খান ১৯৫৮ সালের ২৭ অক্টোবর ইস্কান্দার মীর্জাকে উৎখাত করে ক্ষমতায় বসেন।
প্রশ্ন ॥ ৫৩ ॥ সামরিক শাসনকে দীর্ঘায়িত করার জন্য আইয়ুব খান কোন ব্যবস্থা চালু করেছিলেন?
উত্তর : সামরিক শাসনকে দীর্ঘায়িত করার জন্য আইয়ুব খান মৌলিক গণতন্ত্র ব্যবস্থা চালু করেছিলেন।
প্রশ্ন ॥ ৫৪ ॥ আইয়ুব খান কত সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন?
উত্তর : আইয়ুব খান ১৯৬৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
প্রশ্ন ॥ ৫৫ ॥ ১৯৬৫ সালের কত তারিখে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছিল?
উত্তর : ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছিল।
প্রশ্ন ॥ ৫৬ ॥ ৬ দফায় কোন ধরনের সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল?
উত্তর: ৬ দফায় সংসদীয় পদ্ধতির সরকার গঠনের কথা বলা হয়েছিল।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ বাঙালির জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন কী ভূমিকা রাখে?
উত্তর : বাঙালির জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সবাইকে ঐক্যবদ্ধ করে। পাকিস্তানের প্রতি আগে যে মোহ ছিল তা দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতির সম্পর্ক ও গুরুত্ব পূর্ব পাকিস্তানের মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে।
বাঙালি হিসেবে নিজেদের আত্মপরিচয়ে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করতে থাকে। ভাষাকেন্দ্রিক এই ঐক্যই জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশ্ন ॥ ২ ॥ আওয়ামী মুসলিম লীগের গঠন সম্পর্কে লেখ।
উত্তর : মুসলিম লীগের দ্বিজাতিতাত্ত্বিক ধ্যানধারণা থেকে বের হয়ে প্রগতিশীল বাঙালি রাজনৈতিক নেতৃত্ব ১৯৪৯ সালের ২৩ জুন এক সম্মেলনের মাধ্যমে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠন করে। দলটির প্রথম সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক এবং যুগ্ম সম্পাদক হন শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন ॥ ৩ ॥ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে শিক্ষা ক্ষেত্রে কী বৈষম্য ছিল? ব্যাখ্যা কর।
উত্তর : পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক।
পাকিস্তান সৃষ্টির আগে পূর্ববাংলা পশ্চিম পাকিস্তানের চাইতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় এগিয়ে ছিল। পাকিস্তান সৃষ্টির পর শিক্ষা খাতে বাজেট বরাদ্দে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের দ্বিগুণের বেশি লাভ করতে থাকে। ফলে পশ্চিম পাকিস্তানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।
প্রশ্ন ॥ ৪ ॥ যুক্তফ্রন্টের ২১ দফার ৫টি দফা উল্লেখ কর।
উত্তর : ৪টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্টের ২১ দফার মধ্যে ৫ দফা উল্লেখ করা হলো :
১. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে।
২. বাংলাকে শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃতি দেয়া হবে।
৩. বাংলা ভাষার শহিদদের স্মরণে শহিদ মিনার নির্মাণ করা হবে।
৪. ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ববাংলার পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা হবে।
৫. পরপর তিনটি উপনির্বাচনে যুক্তফ্রন্ট পরাজিত হলে মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করবে।
প্রশ্ন ॥ ৫ ॥ ভারত-পাকিস্তান যুদ্ধ সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।
উত্তর : ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ ১৭ দিন ধরে অব্যাহত ছিল। তখন পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে অরক্ষিত ছিল।
বিষয়টি পূর্ববাংলার জনগণের কাছে অত্যন্ত বেদনাদায়ক ও বৈষম্যমূলক মনে হয়েছিল। ‘ইসলাম বিপন্ন হওয়া’, রবীন্দ্র সংগীতকে ‘হিন্দু সংস্কৃতি’, নজরুল ইসলামের গানে ‘হিন্দুয়ানি’র অভিযোগ তুলে এসব বাদ দেওয়ার যুগপৎ চেষ্টা করা হয়।
ফলে পূর্ববাংলার জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির প্রতি মানুষ আকৃষ্ট হতে থাকে।
- উত্তর ডাউনলোড করুন> SSC ব্যবসায় উদ্যোগ:অনুধাবন ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি ব্যবসায় উদ্যোগ:সৃজনশীল প্রশ্ন ও উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি:দ্বিতীয় অধ্যায় MCQ (উত্তরসহ ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি:দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি:দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
- উত্তর ডাউনলোড করুন> (PDF)নবম-দশম শ্রেণি:ব্যবসায় উদ্যোগ MCQ (উত্তরসহ)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি :ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি
- উত্তর ডাউনলোড করুন>SSC:ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিংসমন্বিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
প্রশ্ন ॥ ৬ ॥ পশ্চিম পাকিস্তানি সরকার উর্দুকে কেন পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল?
উত্তর : পশ্চিম পাকিস্তানিরা জানত কোনো জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করাই যথেষ্ট।
উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হলে সব ক্ষেত্রে উর্দু ভাষাভাষী লোকরাই বেশি প্রাধান্য পাবে। এসব সাত-পাঁচ ভেবে এবং নিজেদের লোভী চিন্তা সফল করার জন্য পশ্চিমা শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল।
প্রশ্ন ॥ ৭ ॥ ৬ দফা দাবির প্রতিক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর : ৬ দফা উপস্থাপনের পর শেখ মুজিবকে নানা মামলায় জড়ানো হতে থাকে। তিনি ৬ দফা প্রচারের জন্য পূর্ববাংলার বিভিন্ন জায়গায় জনসভায় যোগদান করেন। তাকে প্রায় সব স্থান থেকে গ্রেফতার করা হয়।
কিন্তু তিনি তাতে মোটেও বিচলিত বোধ করেননি। নির্ভীক শেখ মুজিবকে মেরে ফেলার উদ্দেশ্যে পাকিস্তান সরকার ১৯৬৮ সালে ‘আগরতলা’ মামলার এক নম্বর আসামি করে। শেখ মুজিবসহ ৩৫ জনের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়। রাষ্ট্রদ্রোহী এই মামলার বিরুদ্ধে প্রথমে ছাত্রসমাজ ১১ দফা দাবিনামা দিয়ে প্রতিবাদ জানায়। অবশেষে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান ঘটে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।