SSC ব্যবসায় উদ্যোগ:অনুধাবন ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

SSC ব্যবসায় উদ্যোগ:অনুধাবন ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

অনুশীলনের জন্য দক্ষতাস্তরের প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?
উত্তর : ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন।

প্রশ্ন ॥ ২ ॥ সফল উদ্যোক্তা কীভাবে সিদ্ধান্ত নেন?
উত্তর : সফল উদ্যোক্তা বিচার-বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেন।

প্রশ্ন ॥ ৩ ॥ ব্যবসায় উদ্যোগের ফলাফল কী?
উত্তর : ব্যবসায় উদ্যোগের ফলাফল হলো একটি পণ্য বা সেবা।

প্রশ্ন ॥ ৪ ॥ ইচ্ছাশক্তি উদ্যোক্তার কোন বৈশিষ্ট্যের অন্তর্গত?
উত্তর : ইচ্ছাশক্তি উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের অন্তর্গত।

প্রশ্ন ॥ ৫ ॥ কারিগরি দক্ষতা কোন ব্যবসায় পরিবেশের উপাদান?
উত্তর : কারিগরি দক্ষতা রাজনৈতিক পরিবেশের উপাদান।

প্রশ্ন ॥ ৬॥ অন্যের ওপর প্রভাব বিস্তার ক্ষমতা উদ্যোক্তার কোন ধরনের গুণ?
উত্তর : অন্যের ওপর প্রভাব বিস্তার ক্ষমতা উদ্যোক্তার একটি বিশেষ গুণ।

প্রশ্ন ॥ ৭ ॥ কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলা হয়?
উত্তর : কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলা হয়।

প্রশ্ন ॥ ৮ ॥ লাভের আশায় ঝুঁকি নিয়ে কী বিনিয়োগ করতে হয়?
উত্তর : লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করতে হয়।

প্রশ্ন ॥ ৯ ॥ প্রকল্পের সফল বাস্তবায়ন কীসের ওপর নির্ভর করে?
উত্তর : সঠিক পণ্য নির্বাচনের ওপর নির্ভর করে প্রকল্পের সঠিক বাস্তবায়ন।

প্রশ্ন ॥ ১০ ॥ উদ্যোক্তা কোন কাজ করতে বিশেষ আনন্দ পায়?
উত্তর : উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পান।

প্রশ্ন ॥ ১১ ॥ উদ্যোক্তা কে?
উত্তর : যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনিই উদ্যোক্তা।

প্রশ্ন ॥ ১২ ॥ ব্যবসায় উদ্যোগ কী?
উত্তর : লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণের কার্যক্রমকে ব্যবসায় উদ্যোগ বলে।

প্রশ্ন ॥ ১৩ ॥ পরিমিত পরিমাণ ঝুঁকি কী?
উত্তর : অধিক লাভের সম্ভাবনা বা অধিক লোকসানের অনিশ্চয়তা থেকে পরিত্রাণ পাওয়ার কৌশলই হলো পরিমিত পরিমাণ ঝুঁকি।

প্রশ্ন ॥ ১৪ ॥ ব্যবসায় উদ্যোগের ফলাফল কী?
উত্তর : ব্যবসায় উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসায় প্রতিষ্ঠান।

প্রশ্ন ॥ ১৫ ॥ ব্যবসায় উদ্যোগ আমাদের দেশের কীসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে?
উত্তর : ব্যবসায় উদ্যোগ আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে।

প্রশ্ন ॥ ১৬ ॥ ২০১০ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মোট জাতীয় আয়ের কতভাগ শিল্পখাত হতে আসে?
উত্তর : ২০১০ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মোট জাতীয় আয়ের ৩০ ভাগ শিল্পখাত থেকে আসে।

প্রশ্ন ॥ ১৭ ॥ ব্যবসায় উদ্যোগের অন্যতম বাধা কী?
উত্তর : ব্যবসায় উদ্যোগের অন্যতম বাধা হলো অর্থসংস্থানের অপর্যাপ্ততা।

প্রশ্ন ॥ ১৮ ॥ ফোর্ড কোম্পানিটি কোন দেশের?
উত্তর : ফোর্ড কোম্পানিটি আমেরিকার।

প্রশ্ন ॥ ১৯ ॥ ব্যবসায় উদ্যোক্তা কে?
উত্তর : যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনিই ব্যবসায় উদ্যোক্তা।

প্রশ্ন ॥ ২০ ॥ উদ্যোক্তা পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলতে পারে কোন গুণের বলে?
উত্তর : উদ্যোক্তা নমনীয়তার গুণে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলতে পারে।

প্রশ্ন ॥ ২১ ॥ সাধারণ উদ্যোগের উদ্দেশ্য কী?
উত্তর : সাধারণ উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ।

প্রশ্ন ॥ ২২ ॥ মাদরাসা স্থাপনের মাধ্যমে উদ্যোক্তা কোন দায়িত্ব পালন করেন?
উত্তর : মাদরাসা স্থাপনের মাধ্যমে উদ্যোক্তা সামাজিক দায়িত্ব পালন করেন।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ উদ্যোগ বলতে কী বোঝা? উদাহরণ দাও।
উত্তর : কোনো কাজ করার প্রাথমিক প্রচেষ্টাকে উদ্যোগ বলা হয়। উদ্যোগ ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। উদ্যোগের মাধ্যমে কাজের প্রতি মানুষ উদ্দীপ্ত হয়ে সেটি সম্পাদন করে। উদ্যোগের উদাহরণ হলো- লাইব্রেরি প্রতিষ্ঠা, মসজিদ নির্মাণ, ব্যবসায় স্থাপন ইত্যাদি।

প্রশ্ন ॥ ২ ॥ উদ্যোক্তার সৃজনশীলতা বলতে কী বোঝায়?
উত্তর : উদ্যোক্তার সৃজনশীলতা বলতে বোঝায় উদ্যোক্তা ব্যবসায়ের অগ্রগতি সাধনের ক্ষেত্রে নতুন নতুন পন্থা আবিষ্কার করেন।

উৎপাদিত পণ্যের ক্ষেত্রে নতুন নতুন ডিজাইন তৈরি করে সৃজনশীলতার পরিচয় দেন। নতুন নতুন কাজের ক্ষেত্র এবং পণ্যের নতুন নতুন ডিজাইন তৈরির উদ্যোক্তার সৃজনশীলতা। সফল উদ্যোক্তা সৃজনশীলতার পরিচয় দিতে পারেন।

প্রশ্ন ॥ ৩ ॥ ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক কীরূপ?
উত্তর : ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক চিরন্তন। কম বা বেশি যা হোক প্রতিটি ব্যবসায় উদ্যোগে ঝুঁকি বিদ্যমান।

যে ব্যবসায়ে ঝুঁকি বেশি তাতে লাভের সম্ভাবনাও বেশি এবং যে ব্যবসায়ে ঝুঁকি কম তাতে লাভের সম্ভাবনাও কম। ব্যবসায় উদ্যোগ ঝুঁকি ছাড়া কল্পনা করা যায় না।

প্রশ্ন ॥ ৪ ॥ উদ্যোক্তার উদ্ভাবনী শক্তি বলতে কী বোঝ?
উত্তর : উদ্যোক্তার উদ্ভাবনী শক্তি বলতে কাজের ক্ষেত্রে নতুন নতুন পন্থা আবিষ্কার করার ক্ষমতাকে বোঝায়।

আবার পণ্যের নিত্য নতুন ব্যবহার আবিষ্কারও উদ্যোক্তার উদ্ভাবনী শক্তির ফলেই হয়ে থাকে। উদ্ভাবনী শক্তির বলেই উদ্যোক্তা তার ব্যবসায়ের ক্ষেত্র সম্প্রসারিত করতে পারেন এবং ব্যবসায়ে সাফল্য আনয়নে সক্ষম হন।

প্রশ্ন ॥ ৫ ॥ উদ্যোক্তার ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা কেন প্রয়োজন?
উত্তর : যে কোনো কাজে সব সময় সফলতা আসবে এমন নয় ব্যর্থতাও আসতে পারে।

সেক্ষেত্রে একজন উদ্যোক্তা ব্যর্থ হলে কেন ব্যর্থ হয়েছে, কীভাবে ব্যর্থ হয়েছে, ব্যর্থতার কারণ কী কী প্রভৃতি বিষয়সমূহ খুঁজে বের করা দরকার। পরবর্তীতে কাজে সফল হওয়ার জন্য বা নতুন উদ্যোমে কাজ শুরু করার জন্যে উদ্যোক্তার ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা প্রয়োজন।

প্রশ্ন ॥ ৬ ॥ চাকরিকে আত্মকর্মসংস্থান বলা হয় না কেন?
উত্তর : চাকরিকে আত্মকর্মসংস্থান বলা যায় না। কেননা নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলা হয়। যেখানে নিজেই পুঁজি বিনিয়োগ করে সকল ঝুঁকি বহন করা হয়। চাকরির ক্ষেত্রে ঝুঁকি গ্রহণ করার প্রয়োজন হয় না।

এখানে অন্যের অধীনে কাজ করতে হয় এবং কোনো ধরনের মূলধন বা পুঁজি বিনিয়োগ করার প্রয়োজন পড়ে না। সুতরাং, চাকরিকে আত্মকর্মসংস্থান বলা যাবে না।

প্রশ্ন ॥ ৭ ॥ শিল্পোদ্যোক্তা সম্পর্কে লেখ।
উত্তর : উদ্যোক্তা এবং উদ্যোগ অঙ্গাঙ্গিভাবে জড়িত।

যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও শিল্প স্থাপন করেন এবং সফলভাবে তা পরিচালনা করেন তিনিই শিল্পোদ্যোক্তা। শিল্পোদ্যোক্তা হলেন শিল্পের মালিক এবং পরিচালক। তিনি নিজ যোগ্যতাবলে শিল্প প্রতিষ্ঠা করেন।

প্রশ্ন ॥ ৮ ॥ বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে কেন?
উত্তর : যেকোনো ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পুঁজি বা মূলধন। মূলধনের স্বল্পতার কারণে অধিকাংশ ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা সম্ভব হয় না। সহজ শর্তে ঋণ পেয়ে মূলধনের যোগান নিশ্চিত করতে বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।

প্রশ্ন ॥ ৯ ॥ উদ্যোক্তাকে নমনীয় হতে হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর : নমনীয়তা হলো পরিবর্তনশীলতার যোগ্যতা। নমনীয়তা উদ্যোক্তার একটি প্রধান গুণ। ব্যবসায় পরিবেশে এবং পরিস্থিতি সবসময় একরকম থাকে না। প্রয়োজনবোধে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলার জন্য উদ্যোক্তাকে নমনীয় হতে হয়।

প্রশ্ন ॥ ১০ ॥ শিল্প উদ্যোগের নবদিগন্ত উšে§াচন হয় কীভাবে?
উত্তর : শিল্প উদ্যোগের নবদিগন্ত উšে§াচন করেন একজন শিল্পোদ্যোক্তা।

তিনি উদ্ভাবনী শক্তির বলে উৎপাদন প্রক্রিয়া নতুন নতুন কৌশল গ্রহণ এবং তা প্রয়োগ করে থাকেন। এর ফলে শিল্পোদ্যোগে নতুন দিগন্ত উšে§াচিত হয়। উদ্যোক্তার অন্যতম গুণাবলি হলো উদ্ভাবনী শক্তি এবং সৃজনশীলতা।

প্রশ্ন ॥ ১১ ॥ ঝুঁকি গ্রহণকে উদ্যোক্তার অন্যতম গুণ বলা হয় কেন?
উত্তর : প্রত্যাশা ও প্রাপ্তির তারতম্যই হচ্ছে ঝুঁকি। ব্যবসায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান।

উদ্যোগ, সাহস ও বিচক্ষণতার মাধ্যমে উদ্যোক্তা ঝুঁকিসম্পন্ন প্রকল্প বাস্তবায়নে ব্রতী হন। উদ্যোক্তার সাফল্য অনিশ্চিত তা জেনেও উদ্যোগ গ্রহণ করে। তাই বলা হয়, ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার অন্যতম গুণ।

প্রশ্ন ॥ ১২ ॥ উদ্যোক্তা কীভাবে দক্ষ মানবসম্পদ সৃষ্টি করেন?
উত্তর : একজন উদ্যোক্তা অদক্ষ শ্রমিকদের বা জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে।

তাদের কাজ করতে উৎসাহ যোগায়। সফলভাবে কাজ করার প্রক্রিয়াও উদ্যোক্তা অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকেন এবং কাজের ক্ষেত্রে যেকোনো সমস্যা সমাধান করেন। এভাবেই উদ্যোক্তা দক্ষ মানব সম্পদ সৃষ্টি করেন।

প্রশ্ন ॥ ১৩ ॥ পরিমিত ঝুঁকি বলতে কী বোঝায়?
উত্তর : প্রত্যেকটি ব্যবসায় উদ্যোগে ঝুঁকি অপরিহার্য। ব্যবসায় উদ্যোগে কম, মাঝারি এবং বেশি ঝুঁকি থাকতে পারে।

পরিমিত ঝুঁকি বলতে মাঝারি ধরনের ঝুঁকি গ্রহণকে বোঝায়। হিসাব-নিকাশের মাধ্যমে যে ঝুঁকি গ্রহণ না করলেই নয় সে ঝুঁকিকে পরিমিত ঝুঁকি বলে। একজন সফল উদ্যোক্তা আগে থেকেই ঝুঁকি নিরূপণ করতে পারে।

প্রশ্ন ॥ ১৪ ॥ উদ্যোক্তার সাংগঠনিক ক্ষমতা বলতে কী বোঝায়?
উত্তর : উৎপাদনের উপায় উপকরণগুলোর একত্রিকরণ এবং লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাওয়ার যে যোগ্যতা বা দক্ষতা সেটিই উদ্যোক্তার সাংগঠনিক ক্ষমতা।

উদ্যোক্তাকে একজন দক্ষ সংগঠক হতে হয়। ভূমি, শ্রম, মূলধন, যন্ত্রপাতি, বাজার ব্যবস্থা ইত্যাদি সুসংগঠিত করে মুনাফা অর্জনের লক্ষ্য তাকেই বাস্তবায়ন করতে হবে।

প্রশ্ন ॥ ১৫ ॥ উদ্যোক্তাকে জš§সূত্রেই উদ্যোক্তা বলা হয় কেন?
উত্তর : উদ্যোক্তা একজন অসাধারণ ব্যক্তি। যারা উদ্যোক্তা তারা জš§সূত্রেই অনেকগুলো ব্যক্তিগত গুণের অধিকারী হন।

তাদের সৃজনশীলতা এবং মননশীলতা অন্যদের থেকে পৃথক হয়, যা তাদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করে। নেৃতত্ব এবং উদ্যোগমূলক গুণাবলি মানুষ জš§গতভাবেই পেয়ে থাকে। তাই বলা হয়, উদ্যোক্তা জš§সূত্রেই উদ্যোক্তা।

প্রশ্ন ॥ ১৬ ॥ উদ্যোক্তা কী সৃষ্টি করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর : মানুষ সৃষ্টিশীল প্রাণী। সৃজনশীলতা দিয়ে সে অনেক কিছু সৃষ্টি করে।

উদ্যোক্তা কিছু ক্ষেত্রে সৃষ্টি করা যায়। বর্তমান সময়ে শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়। উপযুক্ত পরিবেশ মানুষকে সৃজনশীল করে। ফলে অনুকূল পরিবেশে উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হয়।

প্রশ্ন ॥ ১৭ ॥ উদ্যোক্তার কৃতিত্ব অর্জনের আকাক্সক্ষা গুণটি সম্পর্কে লেখ।
উত্তর : কৃতিত্ব অর্জনের সুপ্ত বাসনাই একজন মানুষকে উদ্যোক্তায় পরিণত করে। উদ্যেক্তার কৃতিত্ব অর্জনের জন্য আকাক্সক্ষা প্রয়োজন।

কারণ এ কৃতিত্ব অর্জনের আকাক্সক্ষা থাকলে একজন উদ্যোক্তা তার কাজে আগ্রহী হয় এবং সফলতা লাভে সর্বোচ্চ চেষ্টা করে থাকে। আর এসবের ফলে উদ্যোক্তা তার কাজে সহজেই কৃতিত্ব অর্জন করতে পারে।

প্রশ্ন ॥ ১৮ ॥ রাজনৈতিক সহিংসতা কীভাবে উদ্যোক্তার কাজ ব্যাহত করে?
উত্তর : ব্যবসায় উদ্যোগে রাজনীতির প্রভাব অনেক ব্যাপক।

কেননা রাজনৈতিক অস্থিরতা থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। ফলে উদ্যোক্তাগণ তাদের ব্যবসায়ের স্বাভাবিক কাজ করতে পারে না। এর ফলে ব্যবসায়ে অনেক লোকসান হয় এবং উদ্যোক্তার নতুন কিছু করতে আগ্রহ হারিয়ে ফেলে।

প্রশ্ন ॥ ১৯ ॥ ব্যবসায় উদ্যোগের মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর : উদ্যোক্তা নিজের অভিজ্ঞতা দ্বারা তার কার্য সম্পাদন করে থাকে।

একজন ভালো উদ্যোক্তা দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে থাকে। ফলে সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় আয় বৃদ্ধির জন্য সেসব প্রচেষ্টা চালিয়ে থাকে। যাতে জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। আর এভাবেই ব্যবসায় উদ্যোক্তার মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়।

প্রশ্ন ॥ ২০ ॥ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের ৩টি উপায় লেখ।
উত্তর : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের ৩টি উপায় নিচে দেওয়া হলো :
১. কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।

২. দেশব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা করতে হবে।
৩. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার বাড়াতে হবে।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *