এসএসসি‘র অর্থনীতি পরিচয় MCQ সেরা স্কুল ও সকল বোর্ড (PDF)

এসএসসি‘র অর্থনীতি পরিচয় MCQ সেরা স্কুল ও সকল বোর্ড (PDF)

বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. গ্রিক সভ্যতার বিখ্যাত দুইজন চিন্তাবিদ- [স. বো. ’১৬] ক প্লেটো ও সক্রেটিস খ প্লেটো ও এরিস্টটল
গ প্লেটো ও আলেকজান্ডার ঘ সক্রেটিস ও আলেকজান্ডার

২. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে? [স. বো. ’১৬] ক এরিস্টটল খ প্লেটো গ কৌটিল্য ঘ অমর্ত্য সেন

৩. বাংলাদেশে কোন ধনের অর্থব্যবস্থা চালু আছে? [স. বো. ’১৬] ক মিশ্র খ ধনতান্ত্রিক
গ মুক্তবাজার ঘ ইসলামি

৪. উন্নত অর্থব্যবস্থা হিসেবে কোনটিকে গণ্য করা হয়? [স. বো. ’১৫] ক ধনতান্ত্রিক অর্থব্যবস্থা খ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
গ ইসলামি অর্থব্যবস্থা ঘ মিশ্র অর্থব্যবস্থা

৫. গ্রিক সভ্যতার ইতিহাসে কাকে প্রথম অর্থনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা হয়? [স. বো. ’১৫] ক সক্রেটিস খ এরিস্টটল গ প্লেটো ঘ অ্যাডাম স্মিথ

৬. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দু®প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে’ উক্তিটি কার? [মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল; সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ক অধ্যাপক মার্শাল খ কেয়ার্নক্রস
গ অ্যাডাম স্মিথ ঘ এল. রবিন্স

৭. আদিম সমাজে মানুষের জীবনযাপন কেমন ছিল? [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ] ক ব্যয়বহুল খ সহজ-সরল গ কঠিন ঘ ভীতিকর

৮. এরিস্টটল কে ছিলেন? [সেন্ট প্লাসিডস হাইস্কুল, চট্টগ্রাম; যশোর জিলা স্কুল] ক বিজ্ঞানী খ গ্রিক দার্শনিক
গ সমাজবিজ্ঞানী ঘ ইংরেজ অর্থনীতিবিদ

৯. প্রথম কোথায় ভূমির ওপর ব্যক্তি মালিকানার ধারণা প্রতিষ্ঠিত হয়? [কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা] ক ইতালি খ গ্রিসে গ ফ্রান্সে ঘ ভারতে

১০. গ্রিক দার্শনিক এরিস্টটলের সময়ে নিচের কোন ঘটনাটি ঘটে? [মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়] ক দাসপ্রথার সৃষ্টি হয়
খ মহামন্দা দেখা দেয়

গ ভূমির ওপর ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠিত হয়
ঘ ভূমিবাদীদের ক্ষমতা বৃদ্ধি পায়

১১. যদি গ্রিক সভ্যতার ইতিহাসে এরিস্টটলকে প্রথম অর্থনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা হয় তাহলে অর্থনীতির চর্চা প্রথম কোথায় শুরু হয়? [দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল] ক প্রাচীন ইংল্যান্ডে খ প্রাচীন ভারতে
গ প্রাচীন রোমে ঘ প্রাচীন গ্রিসে

১২. গ্রিক কীরূপ সভ্যতা ছিল? [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ] ক বহু রাষ্ট্রভিত্তিক খ নগর রাষ্ট্রভিত্তিক
গ দাসভিত্তিক ঘ এক রাষ্ট্রভিত্তিক

১৩. Oikonomia কোন দেশি শব্দ? [পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, বগুড়া] ক আমেরিকা খ গ্রিক গ জার্মানি ঘ রাশিয়া

১৪. অর্থনীতিকে গৃহপরিচালনার বিজ্ঞান হিসেবে অভিহিত করেন কে? [প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজ উদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]

ক এরিস্টটল খ স্যামুয়েলসন
গ মার্শাল ঘ এল. রবিনস

১৫. কখন ইংল্যান্ড, ইতালি ও ফ্রান্সে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম] ক ১৫০০-১৬০০ খ ১৫৫০-১৭৫০
গ ১৬৯০-১৭৬০ ঘ ১৫৯০-১৭৮০

১৬. অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে কী বলা হয়? [সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, খুলনা] ক বাণিজ্যবাদ খ ভূমিবাদ গ সামন্তবাদ ঘ পুঁজিবাদ

১৭. কোন দেশের উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে মূল্যবান ধাতু আমদানি করত? [জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ক ইংল্যান্ডের খ ফ্রান্সের
গ ইতালির ঘ প্রাচীন ভারতের

১৮. ফরাসিরা কোন সময়ে ভূমিবাদ মতবাদ প্রচার করে? [বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ] ক ষোড়শ শতাব্দীর মধ্যভাগে খ সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে
গ অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ঘ ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে

১৯. ফরাসিরা কোন দেশের বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ভূমিবাদ মতবাদ প্রচার করেছিল? [নোয়াখালি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়] ক ইতালির খ ফ্রান্সের গ গ্রিসের ঘ ইংল্যান্ডের

২০. ইংল্যান্ডে বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ভূমিবাদ মতবাদ কোন দেশে প্রচার করা হয়? [মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, যশোর] ক ফ্রান্সে খ ইংল্যান্ডে গ আমেরিকায় ঘ জার্মানিতে

২১. ভূমিবাদীদের মতে উৎপাদনশীল খাত বলতে কোন খাতকে বোঝায়? [আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল হাইস্কুল, দিনাজপুর] ক কৃষি খ শিল্প গ বাণিজ্য ঘ রপ্তানি

২২. কোন খাতকে ভূমিবাদীরা অনুৎপাদনশীল খাত বলে মন করত? [পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজ, বগুড়া] ক শিল্প ও বাণিজ্য খ কৃষি
গ মৎস্য ক্ষেত্র ঘ খনিজ

২৩. Wealth of Nations গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? [বি, এ এফ শাহীন কলেজ চট্টগ্রাম] ক ১৭০০ খ ১৭৭৫ গ ১৭৭৬ ঘ ১৮০০

২৪. An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations– গ্রন্থটি কার রচনা?
[কামরুননেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা] ক অ্যাডাম স্মিথ খ মার্শাল গ স্যামুয়েলসন ঘ এল. রবিন্স

২৫. সামরিক এবং সফল রাষ্ট্র পরিচালক হিসেবে কারা পরিচিত ছিল? [সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি] ক রোমানরা খ গ্রিকরা
গ মিশরীয়রা ঘ ইউরোপীয়রা

২৬. একজন ব্যক্তির একই সাথে রঙিন টিভি, মোবাইল, শার্ট এবং ঘড়ির প্রয়োজন। এমতাবস্থায় সে কোনটি আগে কিনবে?
[ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, ঢাকা] ক টেলিভিশন খ শার্ট গ ঘড়ি ঘ মোবাইল

২৭. সুমি তার মামার বাসায় গিয়েছিল। তার মামা একটি বই পড়ছিল। বইটিতে অর্থসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি কোন বিষয়ের ছিল? [সেন্ট ফ্রান্সিস হাই স্কুল, ঢাকা]

ক পারিবারিক হিসাব খ অর্থনীতি
গ শেয়ার বাজার ঘ সমাজবিজ্ঞান

২৮. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দু®প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে’ উক্তিটি কার? (জ্ঞান)
[মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল; সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

ক অধ্যাপক মার্শাল খ কেয়ার্নক্রস
গ অ্যাডাম স্মিথ ঘ এল. রবিন্স

২৯. কোন ধারার অর্থনীতিবিদরা অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করেন? [দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল] ক ক্লাসিক্যাল খ নয়া ক্লাসিক্যাল
গ আধুনিক ঘ প্রাচীন

৩০. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে’- উক্তিটি কার? [ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ক অধ্যাপক মার্শাল খ কেয়ার্নক্রস
গ অ্যাডাম স্মিথ ঘ এল. রবিন্স

৩১. ‘অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে’ উক্তিটি কার? [দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল] ক এল. রবিন্স খ স্যামুয়েলসন গ মার্শাল ঘ জনলক

৩২. অর্থনীতির সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি কে দিয়েছেন? [সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি] ক রিকার্ডো খ অ্যাডাম স্মিথ
গ অধ্যাপক এল. রবিন্স ঘ অধ্যাপক মার্শাল

৩৩. অর্থনীতির মৌলিক নীতিমালা কয়টি? [পুলিশ লাইন্স হাইস্কুল এন্ড কলেজ, বগুড়া] ক ২ খ ৪ গ ৫ ঘ ১০

৩৪. অর্থনীতির মৌলিক নীতিমালা দেওয়া-নেওয়ার ইংরেজি প্রতিশব্দ কী? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

ক. Trade-offs    খ. L Better-offs

গ Opportunity offs    ঘ Respond-offs

৩৫. অর্থনীতির ভাষায় মানুষ সাধারণত কোন পর্যায়ের চিন্তা করে? [দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল] ক প্রারম্ভিক পর্যায়ের খ মধ্যম পর্যায়ের
গ প্রান্তিক পর্যায়ের ঘ বৃহৎ পর্যায়ের

৩৬. বিশ্ববিখ্যাত টয়োটা কোম্পানি কোন দেশের? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম] ক চীন খ জাপান গ জার্মানি ঘ ইংল্যান্ড

৩৭. মুদ্রাস্ফীতি ঘটলে কী হয়? [দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল; সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি]

ক অর্থের মান কমে খ দ্রব্যমূল্য কমে
গ অর্থমূল্য বাড়ে ঘ অর্থমূল্য অপরিবর্তিত থাকে

৩৮. দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যাওয়ার নাম কী? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম] ক মুদ্রাস্ফীতি খ মূল্যস্ফীতি
গ সংকটাপন্ন অবস্থা ঘ পণ্য সংকট

৩৯. একটি সরল অর্থনীতিতে কয় ধরনের প্রতিনিধি থাকে? [সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি] ক দুই খ তিন গ চার ঘ পাঁচ

৪০. অর্থনীতিতে ফার্মের যা ব্যয় পরিবারের তা কী? সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ঝালকাঠি
ক আয় খ সঞ্চয় গ মূলধন ঘ বিনিয়োগ

৪১. জাতীয় আয় ও জাতীয় ব্যয়ের মধ্যে কী বিদ্যমান থাকে?
ক চক্রাকার প্রবাহ খ আয়তকার প্রবাহ
গ বর্গাকার প্রবাহ ঘ নিট আয়

৪২. পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি? [শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ] ক সীমিত প্রতিযোগিতা খ স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি
গ সম্পদের রাষ্ট্রীয় মালিকানা ঘ স্বল্পসংখ্যক

৪৩. কোন বিপ্লবের মধ্য দিয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থার সূত্রপাত ঘটে? [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ] ক ফরাসি বিপ্লবের খ মে দিবসের
গ শ্রমিক বিপ্লবের ঘ শিল্প বিপ্লবের

৪৪. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রথম প্রচলন হয় কোথায়? [দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল] ক আমেরিকায় খ চীনে
গ ইউরোপে ঘ অস্ট্রেলিয়ায়

৪৫. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময় ও ভোগসহ সম্পদের সব অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় কীভাবে?
[কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা] ক রাষ্ট্রীয় উদ্যোগে খ রাষ্ট্রীয় ও ব্যক্তির উদ্যোগে
গ ব্যক্তিগত উদ্যোগে ঘ সাধারণ মানুষের উদ্যোগে

৪৬. কীভাবে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয়? [ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা] ক স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা খ সরকারি-বেসরকারি উদ্যোক্তা দ্বারা
গ রাষ্ট্রীয় মালিকানা দ্বারা ঘ ভোগকারীর স্বাধীন ইচ্ছা দ্বারা

৪৭. কোন অর্থনৈতিক ব্যবস্থায় জমি, কারখানা, খনি ও অন্যান্য সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে? [ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ] ক ধনতান্ত্রিক খ সমাজতান্ত্রিক
গ মিশ্র ঘ ইসলামি

৪৮. সমাজতন্ত্রে ভোক্তার স্বাধীনতা কেমন? [মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ, ঢাকা] ক অসীম খ বেশি গ মুক্ত ঘ সীমাবদ্ধ

৪৯. উইলিয়ামসের দেশে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য জনগণের সর্বাধিক কল্যাণ সাধন। এটি কোন অর্থব্যবস্থা নির্দেশ করে? [জগদীশ সরস্বতী গার্লস স্কুল এন্ড কলেজ]

ক ধনতান্ত্রিক খ সমাজতান্ত্রিক
গ মিশ্র ঘ ইসলামি

৫০. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ] ক ধনতান্ত্রিক খ মিশ্র অর্থনীতি
গ সমাজতান্ত্রিক ঘ ইসলামি অর্থনীতি

৫১. মিশ্র অর্থনীতিতে দাম ব্যবস্থা কোন ব্যবস্থার অনুরূপ? [কলারোয়া পাইলট হাইস্কুল, সাতক্ষীরা] ক সমাজতন্ত্রের অনুরূপ খ ধনতন্ত্রের অনুরূপ
গ মিশ্র ব্যবস্থার অনুরূপ ঘ ইসলামি ব্যবস্থার অনুরূপ

৫২. কোন ধরনের অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগে দ্রব্য উৎপাদন ও দাম নিয়ন্ত্রণ হয়? [পিএন সরকারি বালিচা উচ্চ বিদ্যালয়, রাজশাহী] ক সমাজতান্ত্রিক খ ধনতান্ত্রিক
গ ইসলামি ঘ মিশ্র

৫৩. কোনটি মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নয়? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম] ক কেন্দ্রীয় পরিকল্পনা খ সরকারি উদ্যোগ
গ দাম ব্যবস্থা ঘ ভোক্তার স্বাধীনতা

৫৪. কোন ব্যবস্থায় আল্লাহর বিধান অনুযায়ী যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হয়? [গভ. মডেল গার্লস হাইস্কুল, ব্রা‏‏‏হ্মণবাড়িয়া] ক ধনতান্ত্রিক খ সমাজতান্ত্রিক গ মিশ্র ঘ ইসলামি

৫৫. কোন অর্থব্যবস্থায় ব্যাংক ব্যবস্থায় সুদমুক্ত আমানতের কথা বলা হয়েছে? [সেন্ট জোসেফ হাই স্কুল, খুলনা] ক ধনতান্ত্রিক খ সমাজতান্ত্রিক গ মিশ্র ঘ ইসলামি

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৬. হিব্রু সভ্যতার ধর্মগ্রন্থে বা দর্শনশাস্ত্রে আলোচিত হতো, [নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] র. অর্থনীতি রর. আয়
ররর. নৈতিকতা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৭. অষ্টাদশ শতাব্দীর শেষভাগে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে- [কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] র. ইংল্যান্ডে রর. ইতালিতে
ররর. ফ্রান্সে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৮. গ্রিক সভ্যতায় অর্থনীতির যেসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হতো, [নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] র. ব্যবসায়
রর. অর্থের ব্যবহার
ররর. শ্রম বিভাজন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৯. যেসব লক্ষ্য অর্জনের জন্য ইংল্যান্ডের ব্যবসায়ীরা বেশি রপ্তানি করত এবং খুব সামান্যই আমদানি করত- [ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] র. দেশের ধনসম্পদ বৃদ্ধি রর. রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি
ররর. বাণিজ্য উদ্বৃত্তকরণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬০. অর্থনীতির প্রধান সমস্যা হলো- [পিরোজপুর জিলা স্কুল] র. অসীম অভাব রর. সসীম অভাব
ররর. সম্পদের দুষ্প্রাপ্যতা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬১. অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করেন [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ] র. অ্যাডাম স্মিথ রর. জন স্টুয়ার্ট মিল
ররর. এল. রবিন্স

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬২. এল. রবিন্সের সংজ্ঞাটির সমালোচনার দিক হলো [গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] র. অর্থনীতির সামাজিক অবস্থা
রর. অর্থনৈতিক উন্নয়ন
ররর. সম্পদ স্বল্পতার সমস্যা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬৩. ধনতান্ত্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় একটি অদৃশ্য শক্তি দ্বারা এই অদৃশ্য শক্তি হলোÑ [নাটোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়] র. দাম ব্যবস্থা রর. চাহিদা
ররর. অভাব

নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ র ও রর ঘ র, রর ও ররর

৬৪. রফিক একজন ভোক্তা। ভোগের ক্ষেত্রে সে কোন দ্রব্য কতটুকু ভোগ করবে তা স্থির হবে তার- [আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা] র. নিজস্ব ইচ্ছা অনুযায়ী রর. পছন্দ ও রুচি অনুযায়ী
ররর. সামর্থ্য অনুযায়ী

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬৫. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারের অধীনে থাকে [আল হেরা একাডেমি স্কুল এন্ড কলেজ, পাবনা] র. কৃষি
রর. শিল্প
ররর. বাণিজ্য

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬৬. ইসলামি অর্থনীতির শরিয়তের ভিত্তি হলো [ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়, ঈশ্বরদী, পাবনা] র. পবিত্র কুরআনের নির্দেশ

রর. রাসুল (স) এর হাদিস
ররর. খলিফার নির্দেশ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও :
সাকিব ‘ক’ দেশে বসবাস করে। সেখানে উৎপাদন, ভোগ, বণ্টন কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয়। [স. বো. ’১৬]

৬৭. ‘ক’ দেশের অর্থনীতিতে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?
ক ধনতান্ত্রিক খ সমাজতান্ত্রিক
গ মিশ্র ঘ ইসলামি

৬৮. সাকিবের দেশের অর্থব্যবস্থায়-
ক বেসরকারি উদ্যোক্তা থাকে না

খ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান
গ সম্পদের রাষ্ট্রীয় মালিকানা থাকে না
ঘ ভোক্তার অবাধ স্বাধীনতা থাকে

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৯ ও ৭০ নং উত্তর প্রশ্নের দাও :
রাজিব সম্প্রতি সরকারের প্রশাসনিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন।

কিন্তু আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি জাতীয় আয়, দাম ব্যবস্থা, বিনিয়োগ ইত্যাদি বিষয়গুলোতে যথেষ্ট দক্ষতা দেখাতে পারছেন না। তার সহকর্মী রফিক তাকে সম্পদের বিজ্ঞানের ওপর জ্ঞান অর্জনের পরামর্শ দেন।
[লায়ন্স স্কুল এন্ড কলেজ]

৬৯. রফিক সাহেব সম্পদের বিজ্ঞান বলতে কোন বিষয়কে বুঝিয়েছেন?
ক সমাজবিজ্ঞান খ অর্থনীতি গ রাষ্ট্রবিজ্ঞান ঘ সমাজকল্যাণ

৭০. রফিক সাহেবের পরামর্শ কীভাবে রাজিব সাহেবকে দক্ষতা অর্জনে সাহায্য করবে-
র. অর্থনীতির জ্ঞান অর্জন করে

রর. অর্থনীতির মৌলিক বিষয়গুলো জেনে
ররর. অর্থনীতির সমালোচনা করে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদ পড়ে ৭১ ও ৭২ নং প্রশ্নের উত্তর দাও :
ঢ চীন দেশের নাগরিক। তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার কাছে ব্যবসায় পরিচালনা করার মতো অর্থ থাকলেও করতে পারছেন না। কেননা সেখানে সবকিছু সরকারের নিয়ন্ত্রণাধীন।
[মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল]

৭১. ঢ-এর দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান?
ক সমাজতান্ত্রিক খ ধনতান্ত্রিক গ ইসলামি ঘ মিশ্র

৭২. কোন অর্থব্যবস্থায় কিছু কিছু গুরুত্বপূর্ণ খাত রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয়? [আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল, বগুড়া] ক সমাজতান্ত্রিক খ ইসলামি গ ধনতান্ত্রিক ঘ মিশ্র

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৩ ও ৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
মাসুম সাহেবের দুইটি সন্তান। প্রথম সন্তানকে একটি সরকারি স্কুলে ভর্তি করাতে পেরেছেন।

কিন্তু অন্য সন্তানটি সরকারি স্কুলে ভর্তির সুযোগ না পাওয়াতে তাকে বেসরকারি একটি স্কুলে ভর্তি করাতে বাধ্য হন। কিন্তু বেসরকারি স্কুলের বেতন অনেক বেশি। [পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়]

৭৩. অনুচ্ছেদটি কোন অর্থব্যবস্থার কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে?
ক ধনতান্ত্রিক খ সমাজতন্ত্র
গ মিশ্র ঘ সরকারি উদ্যোগ

৭৪. উক্ত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে-
র. ভোক্তার স্বাধীনতা

রর. ব্যক্তিগত উদ্যোগ
ররর. সরকারি উদ্যোগ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও :
মোহাম্মদ আলী স্যার বলেছেন, এমন একটি অর্থব্যবস্থা আছে যেখানে দুটি গুরুত্বপূর্ণ অর্থব্যবস্থার মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়।

এ অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হয়। আবার সরকারি নিয়ন্ত্রণও বিদ্যমান।
[স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি]

৭৫. মোহাম্মদ আলী স্যার যে অর্থব্যবস্থার দিকে ইঙ্গিত করেছেন সেটি কোন অর্থব্যবস্থা?
ক ধনতান্ত্রিক খ মিশ্র গ ইসলামি ঘ সমাজতন্ত্র

৭৬. মোহাম্মদ আলী স্যার যে অর্থব্যবস্থার কথা বলেছেন তার মধ্যে দেখা যায়Ñ
র. উৎপাদনের উপকরণসমূহ ব্যক্তিগত ও সরকারি মালিকানায় থাকে

রর. উৎপাদন, বণ্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে
ররর. উৎপাদনকারীর লক্ষ্য হলো মুনাফা অর্জন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাও :
উৎপাদনের একটি অন্যতম উপাদান হলো মূলধন।

সাধারণত মূলধন প্রদানকারীকে সুদ প্রদান করা হয়। কিন্তু একটি বিশেষ অর্থব্যবস্থায় তা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

৭৭. উল্লিখিত অংশে কোন অর্থব্যবস্থার কথা বলা হয়েছে?
ক সমাজতন্ত্র খ মিশ্র গ ইসলামি ঘ ধনতন্ত্র

৭৮. এ ধরনের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো-
র. শোষণমুক্ত উৎপাদন প্রক্রিয়া

রর. মজুরি প্রদানের ন্যায় ও সাম্যনীতি
ররর. অবদানের ভিত্তিতে পাওনা পরিশোধ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ভূমিকা : বোর্ড বই, পৃষ্ঠা- ০১

৭৯. মানুষ বেঁচে থাকার জন্য কী করে? (জ্ঞান)
ক সংগ্রাম খ কাজ গ সম্পর্ক ঘ অর্থ উপার্জন

৮০. সমাজ ও দেশের সমৃদ্ধিতে কীসের ভূমিকা রয়েছে? (অনুধাবন)
ক সমাজ বিজ্ঞানের খ রাষ্ট্রবিজ্ঞানের
গ অর্থনীতির ঘ বিজ্ঞানের

পাঠ-১.১ : অর্থনীতির উৎপত্তি ও বিকাশ
বোর্ড বই, পৃষ্ঠা- ০২
ভূমির উপর প্রথম ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠিত হয় ও গ্রিসে।
ব্যক্তিমালিকানার ধারণাটি প্রথম গ্রহণ করেন ও  এরিস্টটল।

গ্রিক সভ্যতার দুই চিন্তাবিদ হলেন ও প্লেটো ও এরিস্টটল।
কৃষিকে সম্মানজনক পেশা মনে করা হতো ও রোমান সমাজে।

ভূমিবাদ মতবাদ প্রচার করেন ও ফরাসিরা।
বাণিজ্যবাদ’ এর প্রসার ঘটে ও ১৫৯০-১৭৮০ সালে।
আজকের অর্থনীতির মূল ভিত্তি হলো ও স্মিথের বই।

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮১. আদিম অর্থনীতিতে দ্রব্যসামগ্রী বিনিময় রীতি কেমন ছিল? (অনুধাবন)
ক খুব সীমিত খ প্রচুর গ অসংখ্য ঘ দৈনন্দিন

৮২. আদিম সমাজে উৎপাদনের মূল উপকরণ কী ছিল? (জ্ঞান)
ক পশুশ্রম খ কায়িক পরিশ্রম গ শস্যবীজ ঘ হাতিয়ার

৮৩. হিব্রু সভ্যতার সময়কাল কোনটি? (জ্ঞান)
ক ২২০০ খ্রিষ্টপূর্ব খ ২৩০০ খ্রিষ্টপূর্ব
গ ২৫০০ খ্রিষ্টপূর্ব ঘ ২৭০০ খ্রিষ্টপূর্ব

৮৪. কোন সভ্যতার যুগে ধর্মগ্রন্থ ও দর্শনের বইয়ে অর্থনীতির কিছু আলোচনা পাওয়া যায়? (জ্ঞান)
ক সিন্ধু খ হিব্রু গ মিসরীয় ঘ গ্রিক

৮৫. কখন অর্থনীতি বিষয়ে আলাদা কোনো অস্তিত্ব ছিল না? (জ্ঞান)
ক খ্রিষ্টপূর্ব ২১০০ খ খ্রিষ্টপূর্ব ২০০০
গ খ্রিষ্টপূর্ব ২২০০ ঘ খ্রিষ্টপূর্ব ২৫০০

৮৬. কোনটি বর্তমান ইউরোপীয় সভ্যতার মূল ভিত্তি? (জ্ঞান)
ক ভারতীয় সভ্যতা খ ব্যাবিলনীয় সভ্যতা
গ গ্রিক সভ্যতা ঘ হিব্রু সভ্যতা

৮৭. কোন ধর্মকে বর্তমান ইউরোপীয় সভ্যতার মূলভিত্তি হিসেবে ধরা হয়? (অনুধাবন)
ক ইসলাম খ হিন্দু গ খ্রিষ্ট ঘ বৌদ্ধ

৮৮. ব্যক্তিমালিকানার ধারণাটি প্রথম গ্রহণ করেন কে? (জ্ঞান)
ক অ্যাডাম স্মিথ খ এল. রবিন্স গ মার্শাল ঘ এরিস্টটল

৮৯. কোনটি গ্রিক সভ্যতার স্বীকৃত বিষয় ছিল? (জ্ঞান)
ক শ্রমবিভাজন খ দাসপ্রথা
গ জমিদার প্রথা ঘ সুদপ্রথা

৯০. অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কোনটি? (জ্ঞান)

ক Economy   খ Economic

গ. Ecology    ঘ Economics

৯১. Oikonomia শব্দটি কোন শব্দ থেকে এসেছে? (জ্ঞান)

ক.Economic           খ. Oikonimic

গ. Oikonomia       গ. Econo

৯২. ঙরশড়হড়সরধ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক গৃহস্থালির ব্যবস্থাপনা খ অর্থনৈতিক কর্মকাণ্ড
গ অর্থনীতি ঘ অর্থনৈতিক সহযোগিতা

৯৩. অর্থনীতির কোন মৌলিক বিষয় নিয়ে দুই গ্রিক চিন্তাবিদ আলোচনা করেছেন? (জ্ঞান)
ক উপযোগ খ শ্রমিকের মজুরি
গ সম্পদের দুষ্প্রাপ্যতা ঘ অভাব

৯৪. কারা গ্রিকদের দেওয়া অর্থনৈতিক চিন্তাধারাকে নিজের করে নেয়? (জ্ঞান)
ক ডাচ্রা খ পর্তুগিজরা গ রোমানরা ঘ ইংরেজরা

৯৫. কৃষিকে মহৎ পেশা হিসেবে গ্রহণ করা হতো কোন সমাজে? (জ্ঞান)
ক রোমান খ হিব্রু গ মিসরীয় ঘ গ্রিক

৯৬. কারা অর্থলগ্নি করা বা সুদকে খুনের সমান অপরাধ বলে মনে করতেন? (জ্ঞান)
ক গ্রিক দার্শনিকরা খ ফরাসি দার্শনিকরা
গ ল্যাটিন দার্শনিকরা ঘ রোমান দার্শনিকরা

৯৭. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার রচনা? (জ্ঞান)
ক এরিস্টটল খ কৌটিল্য
গ প্লেটো ঘ ইবনে খালদুন

৯৮. কারা রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধির জন্য বেশি রপ্তানি করত? (অনুধাবন)
ক রোমান ব্যবসায়িরা খ গ্রিক ব্যবসায়িরা
গ ফরাসি ব্যবসায়িরা ঘ ব্রিটিশ ব্যবসায়িরা

৯৯. ইংল্যান্ডে উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে তারা কী সংগ্রহ করত? (অনুধাবন)
ক কৃষি উপকরণ খ মূল্যবান শিল্পসামগ্রী
গ শ্রমিক ঘ মূল্যবান ধাতু

১০০. ইংল্যান্ডে বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ভূমিবাদ মতবাদ কোন দেশে প্রচার করা হয়? (অনুধাবন)
ক ফ্রান্সে খ গ্রিসে গ আমেরিকায় ঘ ইতালিতে

১০১. কে সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে রূপদান করেন? (জ্ঞান)
ক মার্শাল খ অ্যাডাম স্মিথ
গ এল. রবিন্স ঘ স্যামুয়েলসন

১০২. কোন অর্থনীতিবিদের বই আজকের অর্থনীতির মূল ভিত্তি? (জ্ঞান)
ক প্লেটো খ এরিস্টটল
গ অ্যাডাম স্মিথ ঘ ম্যালথাস

১০৩. অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ? (জ্ঞান)
ক আমেরিকার খ ইংল্যান্ডের গ ফরাসির ঘ ইতালির

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৪. আদিম সমাজে মানুষের মৌলিক চাহিদা ছিল (অনুধাবন)
র. চিকিৎসা

রর. খাবার-দাবার
ররর. বাসস্থান

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০৫. বর্তমান ইউরোপীয় সভ্যতার মূল ভিত্তি হলো (অনুধাবন)
র. খ্রিষ্টধর্ম

রর. গ্রিক চিন্তাবিদদের চিন্তা-ভাবনা
ররর. রোমান আইন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০৬. রোমান সমাজে কৃষিকে মনে করা হতো  (অনুধাবন)
র. সম্মানজনক পেশা

রর. সর্বোৎকৃষ্ট পেশা
ররর. মহৎ পেশা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০৭. ফরাসিরা ভূমিবাদ মতবাদ প্রচার করেন যেসবের বিপক্ষে তা হলো (অনুধাবন)
র. অতিরিক্ত করারোপ

রর. ধনী মানুষের বিলাসী জীবনযাপন
ররর. ইংল্যান্ডের বাণিজ্যবাদ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০৮. প্রাচীন ভারতে চতুর্থ খ্রিষ্টপূর্বে কৌটিল্যের ‘অর্থশাস্ত্রে’ যেসব বিষয়ের ওপর আলোকপাত করা হয় তা হলো (অনুধাবন)
র. রাজনীতি

রর. অর্থনীতি
ররর. সামরিক

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০৯. ভূমিবাদীদের মতে অনুৎপাদনশীল খাত ছিলÑ (অনুধাবন)
র. শিল্পখাত রর. বাণিজ্যখাত
ররর. কৃষিখাত

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১১০. খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দে অর্থনীতির সাথে আলোচিত হতো (অনুধাবন)
র. ধর্ম ও নৈতিকতা রর. আয়
ররর. দর্শন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১১১. রাজনীতি, সমাজ, অর্থনীতি ও সামরিক বিষয়ের ওপর আলোচনা ছিল (অনুধাবন)
র. কৌটিল্যের ‘অর্থশাস্ত্রে’

রর. প্রাচীন ভারতে
ররর. হিব্রু সভ্যতার ধর্মগ্রন্থে

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *