এসএসসির (PDF): পৌরনীতি-নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এসএসসির (PDF): পৌরনীতি-নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর

অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্নব্যাংক (উত্তরসংকেতসহ)

  • সৃজনশীল প্রশ্ন
  • আইন ও স্বাধীনতা

খবির মিঞা এলাকার একজন প্রভাবশালী দুষ্টু লোক। সে এলাকায় তার ইচ্ছানুযায়ী যা খুশি তাই করে বেড়ায়। ভয়ে কেউ তাকে বাধা দেয় না। একদিন সে দরিদ্র কৃষক করিমের জমির ধান জোর করে কেটে নেয়। করিম আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়ে এর প্রতিকার চায়। কিন্তু সে কোনো প্রতিকার পায়নি বরং জেল-জুলুমের শিকার হয়।

ক. সাম্য শব্দের অর্থ কী?
খ. অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

গ. করিম কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।
ঘ. আইনের শাসনের অভাবে করিমের মতো সাধারণ মানুষের এ পরিণতি-উক্তিটি মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্নের উত্তর

ক সাম্য শব্দের অর্থ সমান।
খ ‘স্বাধীনতা’ বলতে মানুষের ব্যক্তিত্ব বিকাশের ঐসব অধিকার উপভোগ করার ক্ষমতাকে বোঝায়, যার দ্বারা অন্যের অনুরূপ অধিকার উপভোগেরও সমান সুযোগ থাকে। বিভিন্ন ধরনের স্বাধীনতার মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা অন্যতম। কারণ, অর্থ সকল কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি।

জীবনধারণের জন্য প্রয়োজনীয় আর্থিক সুবিধা পাওয়ার অধিকারকে ‘অর্থনৈতিক স্বাধীনতা’ বলে।
ক.clusive wjsK  : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ নাগরিকের সামাজিক স্বাধীনতা সম্পর্কে ব্যাখ্যা কর।
ঘ নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব বিশ্লেষণ কর।

  • সৃজনশীল প্রশ্ন- ১৬
  • আইন ও স্বাধীনতা

নূরজাহান স্কুলে যাওয়ার পথে প্রতিদিন বখাটের দ্বারা উত্ত্যক্ত হয়। সে বিষয়টি তার বাবা-মাকে জানায়। নূরজাহানের পিতা বিষয়টি গ্রামের মাতব্বরদের জানান।

গ্রাম্য শালিসে বলা হয় যে, নূরজাহান বেপর্দা হয়ে স্কুলে যায় এবং ছেলেদের সাথে একই স্কুলে লেখাপড়া করে। গ্রাম্য মাতব্বররা বখাটেদের বিচার না করে ফতোয়া জারি করে যে, বেপর্দা হয়ে চলাচলের জন্য নূরজাহানকে ২০ ঘা দোররা মারা হবে। নূরজাহানের পিতা সুবিচার না পেয়ে রাগে, দুঃখে মামলা করেন।

ক. আন্তর্জাতিক আইন কী?
খ. আইন কেন প্রণয়ন করা হয়?

গ. উদ্দীপকে নূরজাহানের ক্ষেত্রে পাঠ্যবইয়ের কোন ধারণাটির ব্যত্যয় ঘটতে দেখা যায়?
ঘ. আইনের সাম্যনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নূরজাহানের পিতার ভূমিকা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্নের উত্তর
ক এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে।
খ আইন বলতে সমাজস্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব।

আইন সাধারণত মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়। রাষ্ট্রের প্রত্যেক নাগরিক যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য রাষ্ট্রে আইন প্রণয়ন করা হয়।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে

গ স্বাধীনতার স্বরূপ ব্যাখ্যা কর।
ঘ আইনগত সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা কর।

  • সৃজনশীল প্রশ্ন
  • আইন ও আইনের প্রকারভেদ

সুন্দরবনের গহীন অরণ্যে দুবলার চর নামক স্থানে গড়ে উঠেছে শুঁটকি পল্লি। জেলেরা সাগর থেকে মাছ ধরে এনে এখানে শুকিয়ে শুঁটকি তৈরি করে। কিন্তু সম্প্রতি জলদস্যুদের অত্যাচারে তারা দিশেহারা।

দস্যুরা প্রায়ই জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে। এজন্য জেলেরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রতিকার চেয়েও কোনো সমাধান পায়নি। বরং জলদস্যুদের জুলুমের মাত্রা দিন দিন বেড়ে চলেছে।

ক. প্রথা কাকে বলে?
খ. সামাজিক স্বাধীনতা কেন প্রয়োজন?

গ. কোন ধরনের আইন দ্বারা জেলেদেরকে জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করা সম্ভব? ব্যাখ্যা কর।
ঘ. আইনের শাসনের অভাবেই জেলেদের মতো সাধারণ মানুষের এই পরিণতি-উক্তিটি মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্নের উত্তর
ক দীর্ঘকাল যাবৎ কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে প্রথা বলে।
খ জীবন রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এ ধরনের স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়।

মূলত সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্যই সামাজিক স্বাধীনতা প্রয়োজন। এই স্বাধীনতা এমনভাবে ভোগ করতে হয় যেন অন্যের অনুরূপ স্বাধীনতা ক্ষুণœ না হয়।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে

গ আইনের প্রকারভেদগুলো ব্যাখ্যা কর।
ঘ নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব বিশ্লেষণ কর।

  • সৃজনশীল প্রশ্নের
  • আইন ও স্বাধীনতার সম্পর্ক

আবির ও তানিয়া সমাজে বাস করে বলে তারা যা ইচ্ছা তাই করতে পারে না। সমাজে বাস করতে হলে সমাজের কিছু নিয়ম কানুন ও আইন মেনে চলতে হয়। আইন আছে বলেই মানুষ সমাজে স্বাধীনভাবে বসবাস করতে পারে।

তবে আবির মনে করে আইন মানুষের স্বাধীনতাকে সংকুচিত করে। তার মতে, আইন ও স্বাধীনতার সম্পর্ক পরস্পর বিরোধী। কিন্তু তানিয়া আবিরের কথার বিরোধিতা করে বলে আইন মানুষের স্বাধীনতাকে প্রসারিত করে। তার মতে, স্বাধীনতার বিভিন্ন রূপ রয়েছে।

ক. সাম্য কাকে বলে?
খ. আইনের শাসন বলতে কী বোঝ?

গ. তোমার পাঠ্যবইয়ে আইন ও স্বাধীনতার সম্পর্ক আবির ও তানিয়ার মন্তব্যের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. তানিয়ার বক্তব্যের আলোকে স্বাধীনতার রূপগুলো বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্নের উত্তর
ক সাম্য বলতে সমাজে সবার সমান মর্যাদাকে বোঝায়।
খ আইনের শাসনের অর্থ হচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলে আইনের অধীন। অন্যকথায়, আইনের চোখে সবাই সমান। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকারপ্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে।

আইনের শাসন থাকলে জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে সকলে সমান সুযোগ-সুবিধা ভোগ করবে।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে

গ আইন ও স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা কর।
ঘ স্বাধীনতার বিভিন্ন রূপ আলোচনা কর।

  • সৃজনশীল প্রশ্নের উত্তর
  • সাম্য

রিপন তার বন্ধুর সাথে তার গ্রামে বেড়াতে যায়। সেখানে গিয়ে দেখে কিছু মানুষ বড় বড় দালানে বাস করছে। আর কিছু মানুষ খোলা আকাশের নিচে বাস করছে। সন্ধ্যাবেলা বন্ধুদের বাড়িতে গানের আসর বসলে সেখানে একই অবস্থা।

কিছু মানুষ চেয়ারে আর কিছু মানুষ মাটিতে বসছে। সবকিছু দেখে শুনে সে তার বন্ধুকে বলল, এ অবস্থার কারণেই তাদের গ্রামের আজ এই করুণ দশা।

ক. ‘যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই’ উক্তিটি কার?
খ. স্বাধীনতা বলতে কী বোঝ?

গ. রিপনের বন্ধুদের গ্রামের এই করুণ দশার জন্য কোনটি দায়ী? ব্যাখ্যা কর।
ঘ. রিপনের বন্ধুদের গ্রামের উন্নয়নের উপায় উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন
ক জন লক।
খ সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করাকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না। কারণ সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

তাই পৌরনীতিতে স্বাধীনতা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই স্বাধীনতা।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে

গ সাম্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ নাগরিক জীবনে সাম্যের গুরুত্ব বিশ্লেষণ কর।

  • সৃজনশীল প্রশ্নের উত্তর
  • সাম্য ও স্বাধীনতার সম্পর্ক

ড. তাসমীমা গণি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে একটি বেসরকারি মানবাধিকার সংস্থার কাজ করছেন। বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ‘সকল নাগরিকের জন্য সমান সুযোগের নিশ্চয়তা বিধান রাষ্ট্রের মহান দায়িত্ব।’

পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক তথা রাষ্ট্রের সবক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগের বিষয়টিকে স্বাধীনতার ক্ষেত্রেও অপরিহার্য বলে উল্লেখ করেন। [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ] ক. ‘ল অব দ্যা কনস্টিটিউশন’ গ্রন্থটি কে লিখেছেন?
খ. জনগণ আইন মান্য করে কেন?

গ. উদ্দীপকে উল্লিখিত ড. তাসমীমা গণির কর্মশালায় পৌরনীতি ও নাগরিকতার কোন বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় তা আলোচনা কর।
ঘ. ড. তাসমীমা গণি স্বাধীনতার ক্ষেত্রেও যে বিষয়টিকে অপরিহার্য বলে উল্লেখ করেন সেটির সাথে এর সম্পর্ক বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্নের উত্তর
ক অধ্যাপক ডাইসি।
খ আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম-কানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। তাই জনগণ আইন মান্য করে।

ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ সাম্যের বিভিন্ন ধরন ব্যাখ্যা কর।
ঘ সাম্য ও স্বাধীনতার সম্পর্ক বিশ্লেষণ কর।

অধ্যায় সমন্বিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর

  • সৃজনশীল প্রশ্ন
  • আইনের শাসন

সাদিক চৌধুরী একজন শিল্পপতি। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত কর পরিশোধ করেন না। উপরন্তু কর হ্রাসের জন্য তিনি প্রশাসন ও কর বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘুষ দিয়ে থাকেন।

এ প্রসঙ্গে কামাল মনে করে, সাদিক চৌধুরীর মতো অনেকেই রাষ্ট্রের নিকট থেকে অধিকার ভোগ করলেও যথোপযুক্ত কর্তব্য পালন করেন না। তিনি এ অবস্থা আইনের শাসনের পরিপন্থি বলে মনে করেন। [২য় ও ৩য় অধ্যায়]

ক. কর্তব্য কয়ভাবে বিভক্ত?
খ. পরিবারের জৈবিক কাজ ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লিখিত সাদিক চৌধুরী যে কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর যে, নাগরিক জীবনে কামালের বর্ণিত শেষোক্ত বিষয়টির গুরুত্ব অপরিহার্য? বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্নের উত্তর
ক কর্তব্য দুভাগে বিভক্ত।
খ সন্তান জন্মদান ও লালন-পালন করা পরিবারের অন্যতম কাজ। পরিবারের এ ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয়। জৈবিক কাজ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ।

গ উদ্দীপকে উল্লিখিত সাদিক চৌধুরী আইনগত কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য ও কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। এসব কর্তব্য রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত।

নাগরিকদের আইনগত কর্তব্য অবশ্যই পালন করতে হয়। এ কর্তব্য পালনে ব্যর্থ হলে শাস্তি পেতে হয়। আইনগত কর্তব্য রাষ্ট্র ও নাগরিকের কল্যাণের জন্য অপরিহার্য। তাই আমরা বলতে পারি যে, সাদিক চৌধুরী কর প্রদান না করার মাধ্যমে তিনি মূলত আইনগত কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।

ঘ হ্যাঁ, আমি মনে করি নাগরিক জীবনে কামালের বর্ণিত আইনের শাসনের গুরুত্ব অপরিহার্য। আইনের চোখে সবাই সমান। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলা হয়।

নাগরিক জীবনে এর গুরুত্ব অপরিসীম। আইন না থাকলে সমাজে অনাচার অরাজকতা সৃষ্টি হয়। আইনের শাসন অনুপস্থিত থাকলে নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সাম্য কিছুই থাকে না। সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন অত্যাবশ্যক।

আইনের শাসন দ্বারা শাসক ও শাসিতের সুসম্পর্ক সৃষ্টি হয়। সরকার স্থায়িত্ব লাভ করে এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়। এর অভাবে পারস্পরিক অবিশ্বাস, আন্দোলন ও বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সুতরাং বলা যায়, সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ ও স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থার জন্য আইনের শাসন অপরিহার্য।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *