(PDF) SSC ২য় অধ্যায় পৌরনীতি:নাগরিক ও নাগরিকতা পরিচিতি

(PDF) SSC ২য় অধ্যায় পৌরনীতি:নাগরিক ও নাগরিকতা পরিচিতি

দ্বিতীয় অধ্যায়
নাগরিক ও নাগরিকতা
আজ থেকে প্রায় ২,৫০০ বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়। নাগরিক ও নাগরিকতা কেউ কেউ একই অর্থে ব্যবহার করেন।

আসলে এদের মধ্যে ভিন্নতা আছে। নাগরিক হলো ব্যক্তির পরিচয়, আর রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে সম্মান ও মর্যাদা পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে। শিক্ষার্থীরা যা জানবে-

নাগরিক ও নাগরিকতার ধারণা
নাগরিকতা অর্জনের উপায়

দ্বৈত নাগরিকতা
সুনাগরিকতার ধারণা
নাগরিকের অধিকার ও কর্তব্যের ধারণা

নাগরিক অধিকার ও কর্তব্য
নাগরিক দায়িত্ব ও কর্তব্য

অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি
নাগরিক ও নাগরিকতা : আজ থেকে প্রায় ২,৫০০ বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়। প্রাচীন গ্রিসে তখন নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল, সেগুলোকে নগর-রাষ্ট্র বলা হতো। এসব নগর-রাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত, তারা নাগরিক হিসেবে পরিচিত ছিল।

নাগরিকতা অর্জনের পদ্ধতি : নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। যেমন : (ক) জন্মসূত্র ও (খ) অনুমোদন সূত্র।
জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে আবার দুটি নীতি অনুসরণ করা হয়।

যথা : ১. জন্মনীতি ও ২. জন্মস্থান নীতি। উল্লেখ্য, সাধারণত একজন ব্যক্তি একটিমাত্র রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পায়। তবে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে।

নাগরিক অধিকার : অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না।

অধিকারের মূল লক্ষ্য ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন। রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার অপরিহার্য।

তথ্য অধিকার আইন : জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে তথ্য অধিকার আইন একটি যুগান্তকারী আইন। বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তথ্য অধিকার আইনটি ৫ এপ্রিল, ২০০৯ (২২ চৈত্র, ১৪১৫) তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং এ আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়।

নাগরিকের কর্তব্য : রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার রয়েছে, অনুরূপ রাষ্ট্রের প্রতিও নাগরিকের কর্তব্য রয়েছে। কর্তব্য পালন ব্যতীত শুধু অধিকার ভোগ করা প্রত্যাশিত নয়। বিভিন্ন অধিকার প্রদানের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের নিজের প্রতি অনুগত ও দায়িত্বশীল করে তোলে।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *