এসএসসি ৩য় অধ্যায় পৌরনীতি-নাগরিকতা mcq (PDF)

এসএসসি ৩য় অধ্যায় পৌরনীতি-নাগরিকতা mcq (PDF)

বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. সাধারণত আইনকে কয়ভাগে ভাগ করা যায়? [স. বো. ’১৬] ক দুই খ তিন গ চার ঘ পাঁচ

২. ‘কমেনটরিজ অন দ্য লজ অব ইংল্যান্ড’ গ্রন্থের রচয়িতা কে? [ স. বো ’১৫] ক অধ্যাপক ডাইসি খ ব্লাকস্টোন
গ প্লেটো ঘ অ্যারিস্টটল

৩. আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে?[স. বো. ’১৫] ক অভ্যন্তরীণ খ বাহ্যিক গ সামাজিক ঘ ব্যক্তিগত

৪. জীবন রক্ষা করা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? [স. বো. ’১৫] ক সামাজিক খ ব্যক্তি গ রাজনৈতিক ঘ জাতীয়

৫. “যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না”-উক্তিটি কার? [স. বো. ’১৫] ক লাস্কি খ হবস গ জন লক ঘ রুশো

৬. আইন ছাড়া সমাজে কোনটি প্রতিষ্ঠা করা অসম্ভব? [হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর] ক সাম্য খ স্বাধীনতা গ অধিকার ঘ শান্তি

৭. আইন কোনটির রক্ষক হিসেবে কাজ করে? [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ; কুমিল্লা সেনানিবাস] ক সরকারের খ রাষ্ট্রের
গ ব্যক্তি স্বাধীনতার ঘ জনগণের

৮. কোনটি সর্বজনীন? [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ; কুমিল্লা সেনানিবাস] ক প্রথা খ আইন গ রীতিনীতি ঘ সাম্য

৯. ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার জন্য যেসব আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে কোন আইন বলে?
[সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ; সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়] ক সরকারি খ বেসরকারি গ সাংবিধানিক ঘ আন্তর্জাতিক

১০. চুক্তি ও দলিল সংক্রান্ত আইনকে কোন আইন বলা হয়? [সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী] ক আন্তর্জাতিক খ বেসরকারি গ সরকারি ঘ ফৌজদারি

১১. কোন আইন সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে? [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়] ক প্রশাসনিক খ ফৌজদারি গ বেসরকারি ঘ সাংবিধানিক

১২. আইনের উৎস কয়টি? [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী মেহেরপুর;
ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস] ক ৪ খ ৬ গ ৮ ঘ ১০

১৩. নিচের কোনটি আইনের অন্যতম উৎস? [শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ক সমাজ খ ধর্ম গ রাষ্ট্র ঘ পরিবার

১৪. নিচের কোনটি আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস? [আল আমিন একাডেমি (স্কুল এন্ড কলেজ) চাঁদপুর] ক সমাজ ব্যবস্থা খ আন্তর্জাতিক সম্পর্ক
গ বিচারকের রায় ঘ রাষ্ট্র ব্যবস্থা

১৫. আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি? [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা ঢাকা; সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী; নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; আল হেরা একাডেমি, পাবনা] ক বিচারকের রায় খ ধর্ম
গ ন্যায়বোধ ঘ আইনসভা

১৬. কোনটি গণতন্ত্রের ভিত্তিরূপে কাজ করে? [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ; সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী] ক সাম্য ও স্বাধীনতা খ সাম্য ও আইন
গ নাগরিক অধিকার ঘ আইন

১৭. কোনটির অভাবে বিশৃঙ্খলা, অশান্তি ও হানাহানি সমাজের শক্ত ভিতকে দুর্বল করে তোলে? [দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল] ক আইনের শাসন খ ধর্মীয় অনুভূতি
গ সামাজিক সাম্য ঘ নাগরিক অধিকার

১৮. নিচের কোনটি একটি সভ্য সমাজের মানদণ্ড? [নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ক আইনের শাসন খ নাগরিকের অধিকার প্রদান
গ সামাজিক সাম্য ঘ স্থিতিশীল রাষ্ট্র

১৯. স্বাধীনতার রূপ কয়টি? [অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রা‏হ্মণবাড়িয়া] ক ২ খ ৩ গ ৪ ঘ ৫

২০. বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ কোন ধরনের স্বাধীনতা? [নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ক জাতীয় খ রাজনৈতিক গ সামাজিক ঘ অর্থনৈতিক

২১. “আইনের নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতা রক্ষা পায়”উক্তিটি কার? [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর] ক উইলোবির খ টমাস হবসের
গ জন লকের ঘ রুশোর

২২. সাম্য অর্থ কী? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর] ক সমান খ একতা গ ঐতিহ্য ঘ সমতল

২৩. সাম্য কয় প্রকার? [বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ক চার খ ছয় গ আট ঘ দশ

২৪. মতামত প্রকাশ কোন ধরনের সাম্য? [বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা] ক রাজনৈতিক খ আইনগত গ সামাজিক ঘ অর্থনৈতিক

২৫. কোনটি ব্যতীত স্বাধীনতা কল্পনা করা যায় না? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়; আল হেরা একাডেমি, পাবনা] ক গণতন্ত্র খ সাম্য গ জনগণ ঘ আইন

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬. আইন বলতে বোঝায়- [বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] র. সমাজ স্বীকৃত নিয়মকানুনকে

রর. রাষ্ট্রকর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে
ররর. ব্যক্তিগতভাবে অনুমোদিত নিয়মকানুনকে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৭. আইনের শাসনের প্রাধান্য থাকলে সরকার এবং জনগণ-[সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, মেহেরপুর]

র. ক্ষমতার অপব্যবহার করবে রর. আইনের বিধান মেনে চলবে
ররর. ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকবে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

২৮. আইনের শাসনের অভাবে অবশ্যম্ভাবী হয়ে ওঠে- [হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর; রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট] র. অবিশ্বাস রর. আন্দোলন ও বিপ্লব
ররর. নতুন আইন প্রণয়ন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

২৯. সরকারি আইন হলো-[সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ; শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর] র. সাংবিধানিক আইন রর. প্রশাসনিক আইন
ররর. ফৌজদারি আইন ও দণ্ডবিধি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩০. আইনের শাসন অনুপস্থিত থাকলে, থাকে না, [এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ] র. স্বাধীনতা ও সাম্য রর. গণতন্ত্র ও সরকার
ররর. সামাজিক মূল্যবোধ ও গণতন্ত্র

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩১. সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত হলো- [আল হেরা একাডেমি, পাবনা] র. জীবনরক্ষা রর. পারিবারিক গোপনীয়তা রক্ষা
ররর. সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩২. অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায়-[আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর; বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

র. সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ রর. যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ
ররর. উপযুক্ত পারিশ্রমিক লাভ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৩. সাম্য ও স্বাধীনতা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণা হলো-[বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] র. এরা পরস্পর পরিপূরক রর. এরা পরস্পর বিরোধী
ররর. এরা পরস্পর সম্পূরক

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব তারেক ও আমজাদ সাহেব সরকারি স্কুলে শিক্ষকতা করেন। তাদের পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে প্রচলিত বিধিবিধান রয়েছে।

তারেক সাহেব বললেন, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন আইনের সৃষ্টি হয়েছে। [বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ]

৩৪. কোন আইনের মাধ্যমে তারেক ও আমজাদ সাহেবের মধ্যে সম্পর্ক বজায় থাকে?
ক সরকারি খ বেসরকারি গ মুসলিম ঘ আন্তর্জাতিক

৩৫. তারেক সাহেবের বক্তব্যে যে আইনের প্রতিফলন ঘটেছে-
র. বেসরকারি রর. আন্তর্জাতিক
ররর. সরকারি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য পল্টন ময়দানে সমাবেশ করে। উক্ত সমাবেশে এক শ্রমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, শ্রম দেই আমরা আর তার ফায়দা লুটেন মালিকরা। [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, মেহেরপুর]

৩৬. অনুচ্ছেদে কোন স্বাধীনতার কথা প্রতিফলিত হয়েছে?
ক সামাজিক খ ব্যক্তি গ অর্থনৈতিক ঘ জাতীয়

৩৭. উক্ত স্বাধীনতা নিশ্চিত হলে-
র. নাগরিকরা আর্থিক সুবিধা পাবে

রর. অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায়
ররর. নাগরিকরা শোষণমুক্ত থাকে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
আবদুর রহমান বেশ ধার্মিক মানুষ। সে ধর্মকার্যের ব্যাপারে খুব যতœবান। ধর্মীয় চেতনা দ্বারা অনুপ্রাণিত হয়ে সে সিদ্ধান্ত নিয়েছে কর্মজীবনে চাকরি না করে ব্যবসা করবে। [নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

৩৮. রহমানের চাকরি না করে ব্যবসা করার সিদ্ধান্তটি কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত?
ক ব্যক্তি খ সামাজিক গ রাজনৈতিক ঘ জাতীয়

৩৯. উদ্দীপক অনুযায়ী রহমান উপভোগ করছে-
র. রাজনৈতিক স্বাধীনতা রর. ব্যক্তি স্বাধীনতা
ররর. সামাজিক স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও :
দিদার ও অপু দুই বন্ধু একদিন প্রতিবেশীর গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ধরা পড়ে। বাড়িওয়ালা দুজনকে থানায় সোপর্দ করেন।

দিদারের বাবা প্রভাবশালী হওয়ায় তিনি তাকে থানা থেকে ছাড়িয়ে আনেন। অপুর বাবা দরিদ্র হওয়ায় মিনতি করেও অপুকে ছাড়িয়ে আনতে পারেননি। [হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]

৪০. দিদারের ক্ষেত্রে আইনের কোন দিকটির প্রয়োগ হয়নি?
ক আইনের একাগ্রতা খ আইনের দৃষ্টিতে সাম্যতা
গ আইনের পক্ষপাতিত্ব ঘ আইনের ধারাবাহিকতা

৪১. উক্ত দিকটি সমাজে প্রতিষ্ঠিত হলে আইনের দৃষ্টিতে-
র. ধনী গরিব সকলেই সমান হবে

রর. সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে
ররর. কেউ বাড়তি সুবিধা পাবে না

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ভূমিকা ও বোর্ড বই, পৃষ্ঠা- ২০

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪২. কোন সংস্থা আইন প্রণয়ন করে? (অনুধাবন)
ক সমাজ খ জাতিসংঘ গ পরিবার ঘ রাষ্ট্র

৪৩. রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন? (জ্ঞান)
ক শত্র“র মোকাবিলা করার জন্য খ নাগরিকদের সুখশান্তির জন্য
গ প্রবৃদ্ধি অর্জনের জন্য ঘ বৈদেশিক বাণিজ্যের জন্য

৪৪. আইনের চোখে সকল মানুষ কোন ধরনের? (অনুধাবন)
ক নীতিবান খ সমান গ ভিন্ন ঘ ক্ষমতাহীন

৪৫. রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কোনটি জানা আবশ্যক বলে তোমার মনে হয়? (উচ্চতর দক্ষতা)
ক শাসন বিভাগের ক্ষমতা
খ নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব

গ সামাজিক আচার-আচরণ
ঘ জাতীয় সংসদের কার্যাবলি

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৬. রাষ্ট্রের নাগরিক হিসেবে যে ধরনের বিষয় জানা আবশ্যকÑ (অনুধাবন)
র. সাম্যের ধারণা রর. আইন
ররর. স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর

আইন : আইনের প্রকারভেদ, আইনের উৎস ও নাগরিক জীবনে আইনের শাসন ও বোর্ড বই, পৃষ্ঠা- ২০, ২১ ও ২২
¡ সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুনকে বলা হয়, আইন।
¡ ব্যক্তিস্বাধীনতার রক্ষক হলো,আইন।

কতগুলো প্রথা, রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি হলো, আইন।
¡ আইনকে ভাগ করা যায় তিনভাগে যথা, সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক।
¡ আইনের অন্যতম উৎস ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ।

¡ আধুনিককালে আইনের প্রধান উৎস, আইনসভা।
¡ আইনের শাসন হচ্ছে,সবাই আইনের অধীন।

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৭. সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো কীসে পরিণত হয়? (জ্ঞান)
ক আইনে খ ধর্মীয় বিধানে
গ প্রথাতে ঘ সামাজিক রীতিতে

৪৮. মানুষের মঙ্গলের জন্য কী প্রণয়ন করা হয়? (জ্ঞান)
ক স্বাধীনতা খ সংবিধান গ আইন ঘ সাম্য

৪৯. আইনের পেছনে কার কর্তৃত্ব থাকে? (জ্ঞান)
ক রাষ্ট্রের খ প্রশাসনের গ নাগরিকের ঘ সমাজের

৫০. আইন ভঙ্গ করলে কীসের বিধান আছে? (জ্ঞান)
ক তিরস্কার খ পুরস্কার গ শাস্তির ঘ শান্তির

৫১. রাষ্ট্র বা সার্বভৌম কর্তৃপক্ষ আইনের ক্ষেত্রে কীরূপ ভূমিকা পালন করে? (উচ্চতর দক্ষতা)
ক আইন প্রণয়ন ও প্রয়োগ করতে সাহায্য করে
খ মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে

গ ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক নির্ধারণ করে
ঘ বেসরকারি কর্তৃপক্ষের সাথে সম্পর্ক নির্ধারণ করে

৫২. আইনের মৌলিক বৈশিষ্ট্য কয়টি? (জ্ঞান)
ক ৩ খ ৫ গ ৮ ঘ ১০

৫৩. কোনটি কতকগুলো প্রথা, রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি? (অনুধাবন)
ক স্বাধীনতা খ সাম্য গ অধিকার ঘ আইন

৫৪. সাজু সমাজ স্বীকৃত ও রাষ্ট্রকর্তৃক অনুমোদিত নিয়ম পালন করেন না। তিনি কোনটি করেছেন? (প্রয়োগ)
ক আইন লঙ্ঘন খ ধর্মীয় অনুশাসন লঙ্ঘন
গ স্বাধীনতা লঙ্ঘন ঘ প্রথা লঙ্ঘন

৫৫. ইউসুফ সব সময় অপরাধমূলক কাজ থেকে নিজেকে দূরে রাখে। ইউসুফ কোনটিকে ভয় পায়? (প্রয়োগ)
ক শাস্তিকে খ আইনকে গ দুর্নীতিকে ঘ অপরাধকে

৫৬. শাস্তির ভয়ে মানুষ কোনটি থেকে বিরত থাকে? (জ্ঞান)
ক সাম্য খ স্বাভাবিক কর্মকাণ্ড
গ অপরাধ ঘ অধিকার

৫৭. আইন প্রণয়ন করে কে? (জ্ঞান)
ক মন্ত্রণালয় খ সচিবালয় গ প্রধানমন্ত্রী ঘ রাষ্ট্র

৫৮. কোনটি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে? (জ্ঞান)
ক স্বাধীনতা খ আইন গ সাম্য ঘ সংবিধান

৫৯. অসিত পাল ধনী এবং বাদল গরিব। অপরাধ করার ফলে তাদের একই মেয়াদে শাস্তি হয়। আইনের কোন বৈশিষ্ট্যটি এখানে ফুটে উঠেছে? (প্রয়োগ)
ক বৈষম্য খ বৈসাদৃশ্য গ সর্বজনীনতা ঘ বাহ্যিক আচরণ

৬০. “সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান”-এখানে আইনের কোন বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে? (জ্ঞান)
ক বিধিবদ্ধ নিয়ম খ সর্বজনীন
গ ব্যক্তিস্বাধীনতার রক্ষক ঘ রাষ্ট্রীয় অনুমোদন
৬১.‘?’ চি‎হিৃত স্থানে কী হবে? (প্রয়োগ)
ক বেসরকারি আইন খ আন্তর্জাতিক আইন
গ ধর্মীয় আইন ঘ সরকারি আইন

৬২. সরকারি আইন কত প্রকার? (জ্ঞান)
ক৩ খ ৪ গ ৫ ঘ ৭

৬৩. বিচারবিভাগ পরিচালিত হয় কোন আইনে? (জ্ঞান)
ক সাংবিধানিক খ ফৌজদারি ও দণ্ডবিধি
গ বেসরকারি ঘ আন্তর্জাতিক

৬৪. কোন আইনের মাধ্যমে ব্যক্তির অধিকার রক্ষার ব্যবস্থা নেওয়া হয়? (জ্ঞান)
ক প্রশাসনিক খ বেসরকারি
গ সাংবিধানিক ঘ ফৌজদারি ও দণ্ডবিধি

৬৫. রাষ্ট্রের শাসন বিভাগ ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কোন আইন প্রণয়ন করা হয়? (জ্ঞান)
ক সাংবিধানিক খ বেসরকারি গ ফৌজদারি ঘ প্রশাসনিক

৬৬. কোন আইনের মাধ্যমে প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়ে থাকে? (অনুধাবন)
ক সরকারি খ সাংবিধানিক গ ফৌজদারি ঘ প্রশাসনিক

৬৭. জনাব ‘ক’ একটি দেশের রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্র পরিচালনায় কোন আইন প্রয়োগ করেন? (প্রয়োগ)
ক ফৌজদারি খ আন্তর্জাতিক গ সাংবিধানিক ঘ বেসরকারি

৬৮. রাষ্ট্রের সংবিধানে কোন আইন উল্লেখ থাকে? (জ্ঞান)
ক প্রশাসনিক খ ফৌজদারি গ সাংবিধানিক ঘ বেসরকারি

৬৯. কোন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়? জ্ঞান)
ক সাংবিধানিক খ বেসরকারি
গ ফৌজদারি ও দণ্ডবিধি ঘ প্রশাসনিক

৭০. বেসরকারি আইনে কোনটি পরিলক্ষিত হয়? (জ্ঞান)
ক ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক খ গোষ্ঠীর সাথে গোষ্ঠীর সম্পর্ক
গ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক ঘ সমাজের সাথে সমাজের সম্পর্ক

৭১. ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রাখার জন্য যেসব আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক বেসরকারি আইন খ ব্যক্তিগত আইন
গ পারিবারিক আইন ঘ মানবিক আইন

৭২. জাওয়াদ ব্যবসা করার উদ্দেশ্যে একটি অফিসঘর ভাড়া করেন। ঘরের মালিকের সাথে সে একটি চুক্তিতে আবদ্ধ হন। জাওয়াদের এ চুক্তি কোন আইনের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
ক সরকারি খ বেসরকারি গ আন্তর্জাতিক ঘ জাতীয়

৭৩. আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
ক ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক খ গোষ্ঠীর সাথে গোষ্ঠীর সম্পর্ক
গ সমাজের সাথে সমাজের সম্পর্ক ঘ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক

৭৪. কীভাবে আন্তর্জাতিক সমস্যার সমাধান করা হয়? (অনুধাবন)
ক সরকারি আইনের মাধ্যমে খ প্রশাসনিক আইনের মাধ্যমে
গ বেসরকারি আইনের মাধ্যমে ঘ আন্তর্জাতিক আইনের মাধ্যমে

৭৫. সেলিম বাংলাদেশের নাগরিক। বর্তমানে সে মালয়েশিয়া বাস করে। তার প্রতি রাষ্ট্রের ব্যবহার কেমন হবে তা কোন আইনের মাধ্যমে নির্ধারিত হবে? (প্রয়োগ)
ক আন্তর্জাতিক খ সাংবিধানিক গ বেসরকারি ঘ প্রশাসনিক

৭৬. বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমানা সংক্রান্ত সমস্যার সমাধান করা হয় কোন আইনের মাধ্যমে? (প্রয়োগ)
ক সরকারি খ বেসরকারি গ আন্তর্জাতিক ঘ প্রশাসনিক

৭৭. দীর্ঘকাল যাবৎ কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে কী বলে? (জ্ঞান)
ক প্রথা খ সাম্য গ নাগরিক আইন ঘ সংস্কৃতি

৭৮. সৈকতের গ্রামের মাতব্বররা প্রচলিত আচার-আচরণের ভিত্তিতে বিচার করে থাকে। এটি আইনের কোন উৎসকে সমর্থন করে? (প্রয়োগ)
ক চিরাচরিত প্রথা খ বিচারকের রায়
গ আইন পরিষদ ঘ ন্যায়বোধ

৭৯. প্রথা আইনে পরিণত হয় কখন? (জ্ঞান)
ক রাষ্ট্র সৃষ্টির পর খ রাষ্ট্র সৃষ্টির পূর্বে
গ আধুনিক রাষ্ট্র সৃষ্টির পূর্বে ঘ সুলতানি আমলের সময় থেকে

৮০. রাষ্ট্র সৃষ্টির পূর্বে কীসের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো?(জ্ঞান)
ক ধর্মের খ আইনি গ্রন্থের গ প্রথার ঘ পরিবারের

৮১. যুক্তরাজ্যের অনেক আইন কীসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? (জ্ঞান)
ক প্রথা খ ধর্ম গ বিচারিক রায় ঘ ন্যায়বোধ

৮২. কোনটি সমাজজীবনকে সুন্দর ও শৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে? (অনুধাবন)
ক ধর্মীয় অনুশাসন খ ন্যায়বোধ
গ বিচারকের রায় ঘ সামাজিক রীতিনীতি

৮৩. কোন ধর্মের প্রচলিত রীতিনীতি আইন হিসেবে গণ্য হয়েছে? (জ্ঞান)
ক খ্রিষ্টান খ জৈন গ বৌদ্ধ ঘ ইসলাম

৮৪. আমাদের দেশের পারিবারিক সম্পত্তি আইনে কোনটির প্রভাব বিদ্যমান? (উচ্চতর দক্ষতা)
ক প্রথার খ ধর্মের
গ বিচারকের রায়ের ঘ আইনবিদদের গ্রন্থের

৮৫. অনেকে ইংরেজি গল্প, উপন্যাস পড়তে গিয়ে অনেক সময় শব্দার্থ বুঝতে অভিধানের সাহায্য নেয়, ঠিক তেমনি বিচারকগণ বিচারকার্য সম্পাদনে কীসের সাহায্য নেন? (প্রয়োগ)

ক সরকারের খ আইনসভার
গ আইনবিশারদের গ্রন্থের ঘ ধর্মীয় গ্রন্থের

৮৬. শব্দের অর্থ বুঝতে না পারলে অভিধান সাহায্য করে। এ দিকটি আইনের কোন উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
ক প্রথা খ ধর্ম
গ আইনবিদদের গ্রন্থ ঘ বিচারকের রায়

৮৭. ‘ল অব দ্যা কনস্টিটিউশন’ কার লেখা? (জ্ঞান)
ক ডাইসি খ লর্ড ব্রাইস গ জন লক ঘ ম্যাকিয়াভেলি

৮৮. আদালতে উত্থাপিত মামলা সমাধান করার জন্য কোনো আইন বিদ্যমান না থাকলে বিচারকগণ তা কীভাবে সমাধান করেন? (অনুধাবন)
ক সামাজিক রীতির মাধ্যমে খ ধর্মীয় অনুশাসনের মাধ্যমে
গ ন্যায়বোধের মাধ্যমে ঘ অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে

৮৯. প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ কীসের ওপর ভিত্তি করে আইনের ব্যাখ্যা দেন? (অনুধাবন)
ক আইনবিদের গ্রন্থের খ ধর্মের
গ সংবিধানের ঘ প্রজ্ঞা ও বিচারবুদ্ধির

৯০. সাহাবুদ্দিন সাহেব একজন বিচারক। তিনি একটি মামলার জন্য প্রযোজ্য আইন না পাওয়ায় নিজের বিচারবুদ্ধি দিয়ে রায় প্রদান করেন। এ ধরনের রায় প্রদান আইনের কোন ধরনের উৎস? (প্রয়োগ)
ক ন্যায়বোধ খ বিজ্ঞানসম্মত আলোচনা
গ ধর্মীয় সিদ্ধান্ত ঘ আইন পরিষদ

৯১. নিচের কোনটি আইনের উৎস? (জ্ঞান)
ক আইনসভা খ শাসন বিভাগ গ আদালত ঘ সরকার

৯২. কোনটির সাথে সংগতি রেখে আইনসভা নতুন আইন প্রণয়ন করে? (জ্ঞান)
ক প্রথার খ জনমতের
গ সরকারের ঘ ধর্মীয় অনুশাসনের

৯৩. পুরাতন আইনে সংশোধনের প্রয়োজন হয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক যুগের চাহিদা পূরণে খ নতুন আইনের প্রয়োজনে
গ জনগণের আকাক্সক্ষার কারণে ঘ সরকারের আমূল পরিবর্তনে

৯৪. ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলে আইনের অধীন’-এটি নিচের কোনটির অর্থ? (জ্ঞান)
ক সাম্য খ স্বাধীনতা
গ আইনের শাসন ঘ ন্যায়বিচার

৯৫. আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে কী বলে? (জ্ঞান)
ক আইনের শাসন খ স্বাধীনতা
গ ন্যায়বিচার ঘ সাম্য

৯৬. ‘সবার উপরে আইন’-এর অর্থ কী? (জ্ঞান)
ক আইনের গতিশীলতা খ আইনের শাসন
গ আইনের প্রাধান্য ঘ আইনের চোখে সবাই সমান

৯৭. কোনটির প্রাধান্য থাকলে জনগণ আইনের বিধান মেনে চলবে? (জ্ঞান)
ক ধর্মের খ ন্যায়বোধের
গ বিচারকের রায়ের ঘ আইনের শাসনের

৯৮. সমাজে অনাচার, অরাজকতার সৃষ্টি হয় কোনটির অনুপস্থিতিতে? (জ্ঞান)
ক ধর্মের খ আইনের গ ন্যায়বোধের ঘ বিবেকের

৯৯. সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কোনটি অত্যাবশ্যক? (জ্ঞান)
ক নির্বাচন খ সরকার
গ ন্যায়পাল ঘ আইনের শাসন

১০০. আইনের শাসনের দ্বারা কাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়? (জ্ঞান)
ক শাসক ও শাসিতের খ সবল ও দুর্বলের
গ ধনী ও গরিবের ঘ রাজনীতিবিদ ও অর্থনীতিবিদের

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *