SSC:স্বাধীন বাংলাদেশ উত্তরসহ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ফ্রি পিডিএফ
পরিচ্ছেদ-২.১ : মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়
ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন ১৯৭১ সালের ৩ মার্চ।
বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন ১৯৭১ সালের ৭ মার্চ।
ইতিহাসের বর্বরতম গণহত্যা ‘অপারেশন সার্চলাইট’ শুরু হয়- ২৫ মার্চ রাতে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন ২৫ মার্চ রাত ১২টার পর।
মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননকে নামকরণ করা হয় মুজিবনগর।
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয় ১১টি সেক্টরে।
মুক্তিযুদ্ধের স্থায়িত্বকাল ছিল ৯ মাস।
মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ৪০,০০০ লোকের সমাগমে গান পরিবেশন করেন লন্ডনের সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন।
মুক্তিযুদ্ধের ফলে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র।
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় কোন দল? (জ্ঞান)
ক মুসলিম লীগ খ গণতন্ত্রী দল
গ নেজামে ইসলামী পার্টি ঘ আওয়ামী লীগ
২. কত সালে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন? (জ্ঞান)
ক ১৯৬২ খ ১৯৭০ গ ১৯৭০ ঘ ১৯৭১
৩. জুলফিকার আলী ভুট্টো কীভাবে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেছিলেন? (অনুধাবন)
ক ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন ডেকে
খ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে
গ ঢাকায় সেনাবাহিনী মোতায়েন করে
ঘ ঢাকা থেকে সেনাবাহিনী তুলে নিয়ে
-
- উত্তর ডাউনলোড করুন> SSC: স্বাধীন বাংলাদেশ উত্তরসহ MCQ ফ্রি পিডিএফ
- উত্তর ডাউনলোড করুন> SSC: স্বাধীন বাংলাদেশ সংক্ষিপ্ত ও বর্ণনামূলক উত্তরসহ ফ্রি পিডিএফ
- উত্তর ডাউনলোড করুন> স্বাধীন বাংলাদেশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখি
- উত্তর ডাউনলোড করুন> SSC জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> (ফ্রি PDF) SSC অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> (ফ্রি PDF) SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
৪. ইয়াহিয়া খান কেন জাতীয় পরিষদের অধিবেশনের ঘোষণা দেন? (অনুধাবন)
ক জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য
খ প্রেসিডেন্ট অসুস্থ থাকার কারণে
গ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে
ঘ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত করতে
৫. ইয়াহিয়া খান কর্তৃক ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের মধ্য দিয়ে পাকিস্তানের কোন মনোভাব প্রকাশ পায়? (উচ্চতর দক্ষতা)
ক গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা খ গণতন্ত্রকে নস্যাৎকরণ
খ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ঘ দেশের প্রতি ভালোবাসা
৬. শেখ মুজিবুর রহমান ৩মার্চ সারাদেশে হরতালের আহ্বান করেন কেন? (অনুধাবন)
ক অধিবেশন স্থগিত করার প্রতিবাদে
খ সামরিক শাসনের প্রতিবাদে
গ ভুট্টোর ষড়যন্ত্রের প্রতিবাদে
ঘ অসহযোগ আন্দোলনকে প্রবল করার জন্য
৭. শেখ মুজিবুর রহমান কত তারিখে সারাদেশে হরতাল আহ্বান করেন? (জ্ঞান)
ক ৩ মার্চ খ ২১ মার্চ গ ৪ মার্চ ঘ ৫ মার্চ
৮. ১৯৭১-এ অসহযোগ আন্দোলনের ডাক দেন কে? (জ্ঞান)
ক শেখ মুজিবুর রহমান খ মওলানা ভাসানী
গ তাজউদ্দিন আহমদ ঘ এম মনসুর আলী
৯. সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এখনও অনেক বক্তৃতা শোনা যায়। কিন্তু সেই নেতার কণ্ঠ আর শোনা যায় না। এখানে কোন নেতার কণ্ঠের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
ক হোসেন শহিদ সোহরাওয়ার্দী খ এ. কে. ফজলুল হক
গ মওলানা ভাসানী ঘ শেখ মুজিবুর রহমান
১০. বঙ্গবন্ধু ৭ মার্চে কোথায় ভাষণ দিয়েছিলেন? (জ্ঞান)
ক শহিদ মিনারে খ ওসমানি উদ্যানে
গ রেসকোর্স ময়দানে ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
১১. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী? (জ্ঞান)
ক রমনা পার্ক খ বোটানিক্যাল গার্ডেন
গ সোহরাওয়ার্দী উদ্যান ঘ শিশুপার্ক
১২. ৭ মার্চ রেসকোর্স ময়দানে আওয়ামী লীগের উদ্যোগে জনসভার আয়োজন করার যথার্থ কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক জনতার শক্তি প্রদর্শনের জন্য খ আন্দোলন কর্মসূচি ঘোষণার জন্য
গ পার্লামেন্ট বর্জনের জন্য ঘ স্বাধীনতা ঘোষণার জন্য
১৩. ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।’ Ñ কথাটির তাৎপর্য কী? (উচ্চতর দক্ষতা)
ক গেরিলা যুদ্ধের পূর্বাভাস খ গৃহযুদ্ধের পূর্বাভাস
গ সাম্প্রদায়িক যুদ্ধের পূর্বাভাস ঘ আন্তর্জাতিক পূর্বাভাস
১৪. পৃথিবীর ইতিহাসে বিদ্যমান ঐতিহাসিক ভাষণগুলোর মধ্যে অন্যতম কোনটি? (জ্ঞান)
ক ২ মার্চের ভাষণ খ ৩ মার্চের ভাষণ
গ ৭ মার্চের ভাষণ ঘ ২৬ মার্চের ভাষণ
১৫. যার যা কিছু আছে তা দিয়ে দখলদার বাহিনীর মোকাবিলা করার আহ্বান কে জানিয়েছেন? (জ্ঞান)
ক টিক্কাখান খ ইয়াহিয়া খান
গ বঙ্গবন্ধু ঘ জিয়াউর রহমান
১৬. ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ’ বক্তব্যটি কার? (জ্ঞান)
ক সৈয়দ নজরুল ইসলাম খ এম মনসুর আলী
গ তাজউদ্দিন আহমদ ঘ শেখ মুজিবুর রহমান
১৭. বঙ্গবন্ধু কত তারিখের ভাষণে যুদ্ধের কলা-কৌশলের দিক নির্দেশনা দেন? (অনুধাবন)
ক ৭ মার্চের খ ২ মার্চের গ ৩ মার্চের ঘ ২৬ মার্চের
১৮. বঙ্গবন্ধুর বক্তৃতার মূল প্রত্যয় কোনটি বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
ক এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
খ এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম
গ তোমরা আমার ভাই
ঘ ঘরে ঘরে দুর্গ গড়ে তোল
১৯. বঙ্গবন্ধু তার ভাষণে কোর্ট-কাচারি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন কেন? (অনুধাবন)
ক পাকিস্তান সরকারের সহযোগিতার জন্য
খ পাকিস্তান সরকারের অসহযোগিতার জন্য
গ বাঙালিকে কষ্ট দেয়ার জন্য
ঘ আওয়ামী লীগের প্রভাব বুঝতে
২০. ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া খানের সাথে কোন নেতা ঢাকায় আসেন? (অনুধাবন)
ক জিন্নাহ খ টিক্কা খান গ ভুট্টো ঘ নাজিমুদ্দীন
২১. অপারেশন সার্চলাইটের নতুন নকশা করেন কে? (জ্ঞান)
ক জুলফিকার আলী ভুট্টো খ টিক্কা খান
গ মোনায়েম খান ঘ ইয়াহিয়া খান
২২. ঢাকায় গণহত্যা শুরু হয় কী নামে? (জ্ঞান)
ক অপারেশন সার্চলাইট খ অপারেশন রেবল হান্ট
গ অপারেশন ক্লিনহার্ট ঘ অপারেশন ডেজার্ট স্ট্রম
২৩. অপারেশন সার্চলাইট কী? (জ্ঞান)
ক ৭১-এর মুক্তিযুদ্ধ খ ৭১-এর গণহত্যার অভিযান
গ ৭১-এর মিছিল ঘ ৭১-এর বৈঠক
২৪. অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় কত সালে? (জ্ঞান)
ক ১৯৬৯ খ ১৯৭০ গ ১৯৭১ ঘ ১৯৭২
২৫. ইয়াহিয়া ও ভুট্টো কত তারিখে গোপনে ঢাকা ত্যাগ করেন? (অনুধাবন)
ক ৭ মার্চ খ ৯ মার্চ গ ১৭ মার্চ ঘ ২৫ মার্চ
২৬. ২৫ মার্চের কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালানোর কারণ কী ছিল? (অনুধাবন)
ক বাঙালি জাতিকে মেধাশূন্য করা
খ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা ঘাঁটি নির্মাণ
গ বাংলাদেশের নেতৃত্বকে দুর্বল করা
ঘ বাংলার আন্দোলনকে সমূলে বিনাশ করা
২৭. অপারেশন সার্চলাইট শুরু হয় কীভাবে? (অনুধাবন)
ক বঙ্গবন্ধুকে গ্রেফতারের মাধ্যমে
খ বুদ্ধিজীবী ও পেশাজীবীদের হত্যার মাধ্যমে
গ ঢাকাসহ বাংলার বিভিন্ন জেলা শহরে নিরস্ত্র বাঙালিদের হত্যার মাধ্যমে
ঘ বাঙালি নেতাদের কারারুদ্ধ করার মাধ্যমে
২৮. কত তারিখে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা করেন? (জ্ঞান)
ক ২৫ মার্চ খ ২৬ মার্চ গ ২৭ মার্চ ঘ ২৮ মার্চ
২৯. বঙ্গবন্ধু কীভাবে স্বাধীনতার বাণী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেন? (অনুধাবন)
ক এম. এ হান্নানের সহায়তায়
খ ইপিআর ট্রান্সমিশনের সহায়তায়
গ জিয়াউর রহমানের সহায়তায়
ঘ সৈয়দ নজরুলের সহায়তায়
৩০. অপারেশন সার্চলাইটের আওতায় বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় কখন? (জ্ঞান)
ক ২৫ মার্চ সকালে খ ২৬ মার্চ প্রথম প্রহরে
গ ২৮ মার্চ দুপুরে ঘ ৫ এপ্রিল সকালে
৩১. কখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়? (জ্ঞান)
ক রাত ১২টায় খ রাত ১২.৩০ মিনিটে
গ রাত ১.৩০ মিনিটে ঘ রাত ৩টায়
৩২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় কত তারিখে? (জ্ঞান)
ক ২৪ মার্চ খ ২৫ মার্চ গ ২৬ মার্চ ঘ ২৭ মার্চ
৩৩. স্বাধীনতার ডাক দেন কে? (জ্ঞান)
ক শেখ মুজিবুর রহমান খ এ. কে ফজলুল হক
গ ইয়াহিয়া খান ঘ জেনারেল টিক্কা খান
৩৪. বঙ্গবন্ধু তার ঘোষণায় যে বার্তাটি দিয়েছিলেন সেটিকে তিনি কী মনে করেছিলেন? (অনুধাবন)
ক স্বাধীনতার দলিল খ গণহত্যার বার্তা
গ শেষ বার্তা ঘ আনন্দ মিছিলের বার্তা
৩৫. আজ থেকে বাংলাদেশ স্বাধীনÑকথাটি কে বলেছিলেন? (জ্ঞান)
ক জিয়াউর রহমান খ শেখ মুজিবুর রহমান
গ জেনারেল এরশাদ ঘ আবদুল হান্নান
৩৬. কতদিন পর্যন্ত বঙ্গবন্ধু দেশবাসীকে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন? (জ্ঞান)
ক ডিসেম্বর পর্যন্ত খ পরবর্তী নির্বাচন পর্যন্ত
গ চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ঘ ৩ মাস পর্যন্ত
৩৭. শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার বার্তাটি কোন বাহিনীর মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল? (জ্ঞান)
ক পুলিশ বাহিনী খ ইপিআর গ বিডিআর ঘ সেনাবাহিনী
৩৮. এম. এ হান্নান স্বাধীনতা ঘোষণা করেন কোন তারিখে? (জ্ঞান)
ক ২৫ মার্চ খ ২৬ মার্চ গ ২৭ মার্চ ঘ ২৮ মার্চ
৩৯. বঙ্গবন্ধুর পক্ষে প্রথম কে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? (জ্ঞান)
ক এম এ হান্নান শাহ খ মেজর জিয়াউর রহমান
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ তাজউদ্দিন আহমদ
৪০. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কোন বেতার কেন্দ্র থেকে? (জ্ঞান)
ক ঢাকা বেতার কেন্দ্র খ খুলনা বেতার কেন্দ্র
গ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র ঘ রাজশাহী বেতার কেন্দ্র
৪১. তামিমের বাড়ি চট্টগ্রামে। সেখান থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়। এর সাথে কোন সামরিক ব্যক্তিত্ব জড়িত? (প্রয়োগ)
ক শেখ মুজিবুর রহমান খ তাজউদ্দিন আহমদ
গ এম এজি ওসমানী ঘ জিয়াউর রহমান
৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? (জ্ঞান)
ক সৈয়দ নজরুল ইসলাম খ মেজর জিয়াউর রহমান
গ খন্দকার মোশতাক আহমদ ঘ তাজউদ্দিন আহমদ
৪৩. বাংলাদেশের জন্মের মাধ্যমে পাকিস্তানের কত বছর শাসন ও শোষণের অবসান হয়? (জ্ঞান)
ক ২০ খ ২১ গ ২৪ ঘ ২৮
৪৪. মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়ায় গিয়ে রাকিব হাসানের একটি ঐতিহাসিক ঘটনা মনে পড়ে যায়। রাকিব হাসানের কোন ঘটনা মনে পড়ে যায়? (প্রয়োগ)
ক মুজিবনগর সরকার গঠন খ ৭০’র নির্বাচন
গ ৬৯’র গণঅভ্যুত্থান ঘ ৬৬’র ছয়দফা দাবি
৪৫. মুজিবনগর এর পূর্বনাম কী ছিল? (জ্ঞান)
ক বৈদ্যনাথতলা খ মেহেরপুর গ নবাবগঞ্জ ঘ কুষ্টিয়া
৪৬. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কখন? (জ্ঞান)
ক ৯ এপ্রিল, ১৯৭১ খ ১০ এপ্রিল, ১৯৭১
গ ১৫ এপ্রিল, ১৯৭১ ঘ ১৭ এপ্রিল, ১৯৭১
৪৭. ১৯৭১ সালে বাংলাদেশ সরকার কোথায় শপথ গ্রহণ করেন? (জ্ঞান)
ক কলকাতায় খ যশোরের নওয়াপাড়ায়
গ খুলনার খালিশপুরে ঘ মেহেরপুরের বৈদ্যনাথতলায়
৪৮. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? (জ্ঞান)
ক ১০ এপ্রিল খ ১৭ এপ্রিল গ ১৮ এপ্রিল ঘ ২০ এপ্রিল
৪৯. ১৯৭১ সালের ১৭ এপ্রিল গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
ক বাংলাদেশ সরকার গঠিত হওয়ায়
খ বাংলাদেশ স্বাধীন হওয়ায়
গ বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করায়
ঘ যশোর শত্র“মুক্ত হওয়ায়
৫০. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? (জ্ঞান)
ক এম মনসুর আলী খ এ. কে. খন্দকার
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৫১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? (জ্ঞান)
ক শেখ মুজিবুর রহমান খ মনসুর আলী
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ তাজউদ্দিন আহমদ
৫২. মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? (জ্ঞান)
ক এএইচএম কামারুজ্জামান খ তাজউদ্দিন আহমদ
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ এম মনসুর আলী
৫৩. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কী? (জ্ঞান)
ক এ. কে. খোন্দকার খ সৈয়দ নজরুল ইসলাম
গ তাজউদ্দিন আহমদ ঘ মনসুর আলী
৫৪. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল? (জ্ঞান)
ক মনসুর আলী খ আবদুর রব
গ এ. এইচ. এম. কামারুজ্জামান ঘ তাজউদ্দিন আহমদ
৫৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কে পররাষ্ট্র ও আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন? (জ্ঞান)
ক এম. মনসুর আলী খ এ.এইচ.এম কামারুজ্জামান
গ খন্দকার মোশতাক আহমেদ ঘ সৈয়দ নজরুল ইসলাম
৫৬. মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন? (জ্ঞান)
ক লে. কর্নেল আবদুর রব খ আ. স. ম. আব্দুর রব
গ কর্নেল ওসমানী ঘ এ. কে. খন্দকার
৫৭. মুক্তিযুদ্ধকালে আতাউল গনি ওসমানীর পদবি কী ছিল? (জ্ঞান)
ক মেজর খ জেনারেল
গ মেজর জেনারেল ঘ কর্নেল
৫৮. মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কীভাবে? (অনুধাবন)
ক বাঙালি বুদ্ধিজীবীদের নিয়ে
খ ১৯৭০-এর নির্বাচিত সদস্যদের নিয়ে
গ শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠদের নিয়ে
ঘ সকল বাহিনী নিয়ে
৫৯. মুজিবনগর সরকারের কার্যক্রমকে কয়ভাগে ভাগ করা যায়? (অনুধাবন)
ক ২ খ ৩ গ ৪ ঘ ৫
৬০. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে মিশন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কী ছিল? (অনুধাবন)
ক পাকবাহিনীদের হটিয়ে দেয়া খ পাকিস্তানিদের সাহায্য করা
গ বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় ঘ তহবিল সংগ্রহ করা
৬১. কাকে বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের সমর্থনে বিশেষ দূত নিয়োগ করা হয়? (জ্ঞান)
ক ড. আকবর আলি খান খ বিচারপতি আবু সাঈদ চৌধুরী
গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ ফজলে হাসান আবেদ
৬২. গ্রামের পঞ্চায়েত জনাব ‘ত’-কে বিশ্বের বিশেষ দূত নিয়োগ করেন। ‘ত’ নিচের কোন চরিত্রটিকে সমর্থন করছে? (প্রয়োগ)
ক বিচারপতি আবু সাঈদ চৌধুরী খ সৈয়দ নজরুল ইসলাম
গ শেখ মুজিবুর রহমান ঘ মওলানা ভাসানী
৬৩. বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ে বিশেষ দূত নিয়োগ করে কোন সরকার? (জ্ঞান)
ক সুইডিশ খ ভারত গ মুজিবনগর ঘ চীন
৬৪. মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখ অনুমোদন করে? (জ্ঞান)
ক ৫ই এপ্রিল খ ১০ই এপ্রিল গ ৩রা জুন ঘ ১৬ই ডিসেম্বর
৬৫. মুক্তিযুদ্ধের সময় গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন নামে বেশি পরিচিত ছিল? (জ্ঞান)
ক অস্থায়ী খ প্রবাসী বাংলাদেশ
গ মুজিবনগর ঘ আওয়ামী লীগ
৬৬. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কত তারিখে? (জ্ঞান)
ক ১০ এপ্রিল খ ১১ এপ্রিল গ ১২ এপ্রিল ঘ ১৭ এপ্রিল
৬৭. সরকার যুদ্ধক্ষেত্রকে কতটি সেক্টরে ভাগ করেন? (জ্ঞান)
ক ৮ খ ৯ গ ১০ ঘ ১১
৬৮. মুক্তিযুদ্ধে কয়টি ব্রিগেড ফোর্স ছিল? (জ্ঞান)
ক ৩ খ ৪ গ ৫ ঘ ১১
৬৯. অস্থায়ী সরকার বাংলাদেশের রণক্ষেত্র ১১টি সেক্টরে ভাগ করে কেন? (অনুধাবন)
ক সর্বস্তরের জনগণের সমর্থন লাভের জন্য
খ যুদ্ধকে গতিশীল ও সুপরিকল্পিতভাবে পরিচালনার জন্য
গ শিশু, মহিলাদের রক্ষার্থে আশ্রয়স্থল তৈরির জন্য
ঘ গেরিলা পদ্ধতিতে যুদ্ধের জন্য
৭০. কোন সরকারের নেতৃত্বে বাংলাদেশ শত্রুমুক্ত হয়? (অনুধাবন)
ক বাংলাদেশ জামায়াতে ইসলামী খ আওয়ামী লীগ
গ মুজিবনগর ঘ বাংলাদেশ জাতীয় পার্টি
৭১. পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় আউয়াল সাহেব মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি কোন বাহিনীর নেতৃত্বে যুদ্ধ করেছিলেন? (প্রয়োগ)
ক মুক্তিফৌজ খ কাদেরিয়া গ গেরিলা ঘ কমরেড
৭২. কাদেরিয়া বাহিনী গড়ে উঠেছিল কোথায়? (জ্ঞান)
ক টাঙ্গাইলে খ ঢাকায় গ আগরতলায় ঘ যশোরে
৭৩. ইপিআর এর পূর্ণরূপ কী? (অনুধাবন)
ক ইস্ট পার্টি রাইফেলস্ খ ইস্ট পাকিস্তান রাইফেলস্
গ ইস্টার্ন পাকিস্তান রাইফেলস্ ঘ ইস্টার্ন পার্টি রাইফেলস্
৭৪. কাদেরিয়া বাহিনী গঠন করেছিলেন কে? (জ্ঞান)
ক আ. কাদের খ ফজলুল কাদের
গ কাদের সিদ্দিকী ঘ কর্নেল ওসমানী
৭৫. মুক্তিযোদ্ধাদের লক্ষ্য কী ছিল? (জ্ঞান)
ক আত্মরক্ষা খ স্বাধীনতা অর্জন
গ প্রতিবাদ ঘ স্বায়ত্তশাসন
৭৬. মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়। কথাটির তাৎপর্য কী? (উচ্চতর দক্ষতা)
ক এ যুদ্ধ সবার জন্য উন্মুক্ত ছিল
খ যুদ্ধের মূল নিয়ামক ছিল বাংলার সকল শ্রেণির জনগণ
গ যুদ্ধটি গণআন্দোলনের মাধ্যমে শুরু
ঘ যুদ্ধে বিভিন্ন দেশের নাগরিক অংশগ্রহণ করেছিল
৭৭. কোনটিকে গণযুদ্ধ বলা হয়? (জ্ঞান)
ক বাংলাদেশের মক্তিযুদ্ধ খ পাক-ভারত যুদ্ধ
গ পলাশীর যুদ্ধ ঘ আমেরিকার স্বাধীনতাযুদ্ধ
৭৮. মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? (জ্ঞান)
ক ইপিআর খ জনগণ গ প্রচার মাধ্যম ঘ বুদ্ধিজীবী
৭৯. মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল কোনটি? (জ্ঞান)
ক বিএনপি খ জাতীয় পার্টি
গ জামায়াতে ইসলামী ঘ আওয়ামী লীগ
৮০. ১৯৭০ সালের নির্বাচন বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
ক মুক্তিযুদ্ধের উদ্দীপনায় খ ক্ষমতা গ্রহণে
গ পাকিস্তানের প্রতিহিংসায় ঘ প্রাদেশিক পরিষদ গঠনে
৮১. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ‘ক’ নামের রাজনৈতিক দল পাকবাহিনীর সমর্থন করে। ‘ক’ দল কোনটি? (প্রয়োগ)
ক ন্যাপ খ কমিউনিস্ট পার্টি
গ পিডিপি ঘ জাতীয় কংগ্রেস
৮২. মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করার কারণ কী ছিল? (অনুধাবন)
ক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য খ সাংস্কৃতিক মুক্তির জন্য
গ দেশকে মেধাশূন্য করার জন্য ঘ যুদ্ধ জয়ের জন্য
৮৩. মুজিব বাহিনী গঠিত হয়েছিল মূলত ছাত্রদের নিয়ে। এটি কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
ক স্বাধীনতা অর্জনে ছাত্রদের ভূমিকা মুখ্য
খ ছাত্ররাই একমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ছিল
গ এ বাহিনীতে ছাত্রদের আধিক্য ছিল বেশি
ঘ শেখ মুজিবুর রহমান ছাত্রদের যুদ্ধে আসার জন্য উৎসাহ দেন
৮৪. যুদ্ধের সময় ছাত্ররা কোথায় প্রশিক্ষণ নেয়? (জ্ঞান)
ক ভারতে খ ভুটানে গ পাকিস্তানে ঘ রাশিয়ায়
৮৫. মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা? (জ্ঞান)
ক ছাত্ররা খ কৃষকরা
গ নারীরা ঘ গণসাইন কর্মীরা
৮৬. মুজিববাহিনী গঠিত হয় কাদের সহায়তায়? (জ্ঞান)
ক ছাত্র-ছাত্রী খ পুলিশ
গ বুদ্ধিজীবী ঘ কৃষক-শ্রমিক
৮৭. চাকরিজীবীরা মুক্তিযুদ্ধে ভূমিকা রাখে কীভাবে? (অনুধাবন)
ক চাকরি থেকে বিরত থেকে পাকিস্তান সরকারকে অসহযোগিতার মাধ্যমে
খ পাকিস্তানিদের বিনা কারণে হত্যা করে
গ পাকিস্তানি হানাদারদের অস্ত্র লুট করে
ঘ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে
৮৮. ১৯৭১ সালে গঠিত সংগ্রাম পরিষদে নারীদের মধ্যে কাদের অংশ গ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল? (অনুধাবন)
ক কিশোরীদের খ ছাত্রীদের গ বিধবাদের ঘ গৃহিণীদের
৮৯. মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের বঙ্গবন্ধু কী নামে সম্বোধন করেছেন? (অনুধাবন)
ক বীরাঙ্গনা খ বীরপ্রতীক গ বীরবিক্রম ঘ বীরশ্রেষ্ঠ
৯০. চট্টগ্রাম বেতারশিল্পী ও সংস্কৃতিকর্মীরা স্বাধীন বাংলা বেতারকেন্দ্র চালু করেন কত তারিখে? (জ্ঞান)
ক ২৫ মার্চ খ ২৬ মার্চ গ ২৭ মার্চ ঘ ২৯ মার্চ
৯১. মুক্তিযুদ্ধের জন্য কারা অর্থ সংগ্রহ করেছেন? (জ্ঞান)
ক প্রবাসী বাঙালিরা খ বুদ্ধিজীবীরা
গ শিল্পীরা ঘ সাহিত্যিকরা
৯২. চরমপত্র কখন প্রচার করা হয়? (অনুধাবন)
ক ভাষা আন্দোলনের সময় খ ৬ দফার সময়
গ দেশ ভাগের সময় ঘ স্বাধীনতা যুদ্ধের সময়
৯৩. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব দেন কে? (জ্ঞান)
ক শেখ মুজিবুর রহমান খ জিয়াউর রহমান
গ এম এ জি ওসমানী ঘ তাজউদ্দিন আহমদ
৯৪. ২৬ মার্চ জনাব ‘ক’ বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রটির? (প্রয়োগ)
ক এম এ হান্নান খ তাজউদ্দিন আহমদ
গ শেখ মুজিবুর রহমান ঘ সৈয়দ নজরুল
৯৫. মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন? (জ্ঞান)
ক তাজউদ্দিন আহমদ খ শেখ মুজিবুর রহমান
গ মনসুর আলী ঘ সৈয়দ নজরুল ইসলাম
৯৬. বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব প্রদান করেন? (জ্ঞান)
ক সৈয়দ নজরুল ইসলাম খ এম মনসুর আলী
গ তাজউদ্দিন আহমদ ঘ মওলানা ভাসানী
৯৭. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন? (জ্ঞান)
ক শেখ মুজিবুর রহমান খ তাজউদ্দিন আহমদ
গ নজরুল ইসলাম ঘ মওলানা ভাসানী
৯৮. স্বাধীনতা অর্জনে এম মনসুর আলীর ভূমিকা ছিল অপরিসীম। এর যথার্থতা নিরূপণে কী বলা যায়? (উচ্চতর দক্ষতা)
ক তিনি লাখ লাখ শরণার্থীর জন্য ত্রাণ সংগ্রহ করেছেন
খ যুদ্ধকালীন সময়ে অন্ন, বস্ত্র, অস্ত্রের প্রশিক্ষণের অর্থ সংগ্রহ করেছেন এবং এর ব্যবহার শিখিয়েছেন
গ বঙ্গবন্ধুর অবর্তমানে যুদ্ধের সঠিক নির্দেশনা দিয়েছেন
ঘ যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছেন
৯৯. ১৯৭১ সালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ অনেক ত্যাগ স্বীকার করেছেন কেন? (অনুধাবন)
ক নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য খ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য
গ উপদেষ্টা পরিষদ গঠনের জন্য ঘ শান্তি কমিটি গঠনের জন্য
১০০. স্বাধীনতা যুদ্ধের সময় মতিন সাহেব পার্শ্ববর্তী দেশে অবস্থান নিয়ে স্বাধীনতার পক্ষে প্রচার চালাতেন। তার সাথে সাদৃশ্য রয়েছে কার? (প্রয়োগ)
ক শহিদ সোহরাওয়ার্দী খ মওলানা ভাসানী
গ মনোরঞ্জন ধর ঘ শেখ মুজিবুর রহমান
১০১. মুক্তিযুদ্ধে মওলানা ভাসানীর ভূমিকা কী ধরনের ছিল? (অনুধাবন)
ক যুদ্ধ চলাকালীন খাদ্য, বস্ত্র ও অস্ত্রের ব্যবস্থা করেছেন
খ ভারতে অবস্থান করে বিভিন্ন দেশকে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থনের আহ্বান জানিয়েছেন
গ যুদ্ধের বিপক্ষে প্রচারণা চালিয়েছেন
ঘ অর্থ ও অস্ত্র সরবরাহের ব্যবস্থা করতেন
-
- উত্তর ডাউনলোড করুন> SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC পূর্ব বাংলার আন্দোলন:গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>SSC পূর্ব বাংলার আন্দোলন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন>SSC:পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান
১০২. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? (জ্ঞান)
ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ তাজউদ্দিন আহমদ
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ জিয়াউর রহমান
১০৩. ১৯৭১ সালে গণহত্যা শুরু হলে এ দেশের প্রায় এক কোটি মানুষ পার্শ্ববর্তী কোন দেশে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়? (জ্ঞান)
ক ভারত খ ভুটান গ নেপাল ঘ মিয়ানমার
১০৪. মুজিবনগর সরকার গঠনের পর বাংলার স্বাধীনতাকামী জনগণ ভারতে যায় কেন? (অনুধাবন)
ক নিরাপত্তার জন্য খ স্থায়ীভাবে বাস করতে
গ ভারতে নাগরিক সুবিধা বেশি ছিল ঘ প্রশিক্ষণ ও অস্ত্রের জন্য
১০৫. মুক্তিযোদ্ধাদের যুদ্ধের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কোন দেশ? (জ্ঞান)
ক আমেরিকা খ নেপাল গ চীন ঘ ভারত
১০৬. মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
ক মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য
খ ভেটো প্রদানের জন্য
গ ভাষা আন্দোলনে সহযোগিতার জন্য
ঘ পাকবাহিনীকে সহযোগিতার জন্য
১০৭. ১৯৭১ সালের কোন তারিখে ভারত সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? (জ্ঞান)
ক ২২ অক্টোবর খ ৩ ডিসেম্বর গ ৬ ডিসেম্বর ঘ ১৬ ডিসেম্বর
১০৮. কোন দেশের সরকার ‘যৌথ কমান্ড’ গঠন করে? (জ্ঞান)
ক বাংলাদেশ খ ভারত গ ভুটান ঘ ঘানা
১০৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর কোন দেশ বেশি অবদান রাখে? (জ্ঞান)
ক রাশিয়া খ ভুটান গ আমেরিকা ঘ চীন
১১০. সোভিয়েত ইউনিয়ন কীভাবে মুক্তিযুদ্ধে অবদান রাখে? (অনুধাবন)
ক বাংলাদেশকে অস্ত্র দিয়ে
খ যুদ্ধ বন্ধের জন্য ইয়াহিয়াকে আহ্বান করে
গ পাকিস্তানে হামলা চালিয়ে
ঘ অর্থের জোগান দিয়ে
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।