(PDF) অষ্টম শ্রেণি:মানবধর্ম‘‘ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর 50-66>
- মানবধর্ম
- লালন শাহ
কবি-পরিচিতি
নাম লালন শাহ্।
জন্ম পরিচয় জন্ম তারিখ:১৭৭২ খ্রিষ্টাব্দ; জন্মস্থান: ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া। শিক্ষাজীবন প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন।
কর্মজীবন বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পর সিরাজ শাহ্ নামক একজন বাউল সাধক তাঁকে সেবা শুশ্রƒষা করে বাঁচিয়ে তোলেন। এরপর মরমি সাধনায় আত্মনিয়োগ করে সিরাজ শাহের সাথে পালকি বহনের কাজ করে তিনি জীবনধারণ করতেন।
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মানবধর্ম‘‘ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর 21-49
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:“মানবধর্ম“বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা কাজী নজরুল ইসলাম‘ প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
- উত্তর ডাউনলোড করুন> ভাব ও কাজ প্রশ্নের উত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা সাধারণ বহুনির্বাচনি‘ প্রশ্নোত্তর>
সাহিত্যকর্ম লালন শাহ্ রচিত গানের সংখ্যা সহস্রাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশী নগর’,
‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, ‘নানা বরণ গাভীরে ভাই, একই বরণ দুধ’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘মিলন হবে কত দিনে’, ‘আর আমারে মারিস না’, ‘তিন পাগলে হলো মেলা’ প্রভৃতি।
জীবনাবসান মৃত্যু তারিখ: ১৭ই অক্টোবর, ১৮৯০ খ্রিষ্টাব্দ।
৫০. ‘জাত গেলো, জাত গেলো বলে; একি আজব কারখানা’ চরণ দুটির ভাব নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
- ক প্রার্থী
- খ দুই বিঘা জমি
- গ পাছে লোকে কিছু বলে
- ঘ মানবধর্ম
৫১. মানুষের ধর্ম ও জাত নিয়ে মিথ্যা গর্ব করা থেকে বিরত থাকার ফলাফল কী? (উচ্চতর দক্ষতা)
- ক আত্মিক কল্যাণ সাধন
- খ ধর্মীয় কল্যাণ সাধন
- গ মানবতার কল্যাণ সাধন
- ঘ সামাজিক কল্যাণ সাধন
৫২. ‘মানবধর্ম’ কবিতার মূল বিষয়বস্তু কী? (উচ্চতর দক্ষতা)
- ক সমাজের কল্যাণ সাধন করা
- খ সমাজের জাতভেদহীন মনুষ্যধর্মের জয়গান করা
- গ মানুষের ধর্মভেদ দেখানো
- ঘ মানুষের সম্প্রদায়গত বিভাজন দেখানো
৫৩. লালন শাহ্ কোনটিকে বাজারে বিকিয়েছেন? (জ্ঞান)
- ক বংশগৌরব
- খ জাতপ্রথা
- গ মানুষ্যধর্ম ’
- ঘ মানবধর্ম
৫৪. ‘মানবধর্ম’ কবিতায় কবি লালন শাহ্ মানুষের কী নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন? (জ্ঞান)
- ক মর্যাদা
- খ অহংকার
- গ জন্ম পরিচয়
- ঘ জাতপরিচয়
৫৫. ‘যাওয়া কিংবা আসার বেলায়।’-এই লাইনে ‘যাওয়া-আসা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? (উচ্চতর দক্ষতা)
- ক ঘুরাফেরা
- খ জন্ম-মৃত্যু
- গ বিবাহ
- ঘ আচার-আচরণ
শব্দার্থ ও টীকা
৫৬. কোন ধর্মের কাছে গঙ্গাজল পবিত্রতার প্রতীক? (জ্ঞান)
- ক বৌদ্ধধর্ম
- খ জৈনধর্ম
- গ খ্রিষ্টধর্ম
- ঘ হিন্দুধর্ম
৫৭. ‘জেতের ফাতা’ বলতে কী বোঝানো হয়েছে? (অনুধাবন)
- ক মানুষের পরিচয়
- খ জাতের পরিচয়
- গ জাতের বড়াই
- ঘ জাতের বৈশিষ্ট্য
৫৮. ‘জেতের’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
- ক জাতের
- খ জমির
- গ ক্ষেতের
- ঘ জন্মের
৫৯. গঙ্গাজল শব্দটি কী অর্থে মানবধর্ম কবিতায় ব্যবহৃত হয়েছে? (অনুধাবন)
- ক পবিত্র
- খ সুপেয়
- গ স্বচ্ছ
- ঘ শিদ্ধ
পাঠ-পরিচিতি
৬০. সবলোক লালনকে কীসের প্রশ্ন করে? (জ্ঞান)
- ক ধনী-গরিবের
- খ জাত-ধর্মের
- গ পেশার
- ঘ কর্মের
৬১. ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ গানটির রচয়িতা কে? (জ্ঞান)
- ক কাজী নজরুল ইসলাম
- খ হাছন রাজা
- গ লালন শাহ্
- ঘ ফকির মজনু শাহ
৬২. ‘মানবধমর্’ কবিতাটির রচয়িতার নাম কী? (জ্ঞান)
- ক লালন শাহ্
- খ মাইকেল মধুসূদন দত্ত
- গ হাছন রাজা
- ঘ সুফিয়া কামাল
৬৩. লালনের মতে কোন পরিচয় বড়? (জ্ঞান)
- ক মানুষ
- খ বংশ
- গ ধর্ম
- ঘ জাত
৬৪. লালনের ‘মানবধর্ম’ কবিতাটি আমাদের কোনটি থেকে বিরত থাকার শিক্ষা দেয়? (জ্ঞান)
- ক জাত নিয়ে বাড়াবাড়ি
- খ মানবতায় উদ্বুদ্ধ
- গ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা
- ঘ মানুষের উপকার করা
৬৫. ‘মানবধর্ম’ কবিতাটিতে প্রকাশ পেয়েছে? (উচ্চতর দক্ষতা)
- ক লালনের সাম্প্রদায়িক মনোভাব
- খ লালনের অসাম্প্রদায়িক মনোভাব
- গ লালনের ধর্মীয় দৃষ্টিভঙ্গি
- ঘ লালনের জাত নিয়ে বাড়াবাড়ি
৬৬. লালন শাহ্ কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? [ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল]
- ক সাধক সিরাজ সাঁইয়ের
- খ হাছন রাজার
- গ দ্বিজ কানাইয়ের
- ঘ বিদ্যাপতির
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (51-84)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:প্রবন্ধের কীসের মতো (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)