SSC:ফিন্যান্স ও ব্যাংকিংMCQ দ্বিতীয় অধ্যায় (PDF)

SSC:ফিন্যান্স ও ব্যাংকিংMCQ দ্বিতীয় অধ্যায় (PDF)

৫১. স্কয়ার লিমিটেড একটি যৌথ মূলধনী কোম্পানি। পুঁজির সংকট এড়ানোর জন্য প্রতিষ্ঠানটি যে পদক্ষেপ গ্রহণ করতে পারে তা হলো- (প্রয়োগ)
র. মূল্যবান মেশিনারিজ ও যন্ত্রপাতি ভাড়া নিতে পারে
রর. বিল্ডিং অথবা জমি ক্রয় না করে লিজ নিতে পারে
ররর. আইন সম্মতভাবে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫২. ব্যবসায়ীরা সাধারণত তার নিজস্ব সঞ্চয় হতে স্থায়ী বিনিয়োগের অর্থ সংগ্রহের চেষ্টা করে। কারণ- (উচ্চতর দক্ষতা)
র. এ অর্থ যে কোনো মেয়াদে ব্যবহার করা যায়

রর. এ অর্থের জন্য কোনো সুদ দিতে হয় না
ররর. নিজস্ব সঞ্চয় বিধায় কারও নিকট জবাবদিহি করতে হয় না

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৩. অস্থাবর সম্পত্তি হলো- (অনুধাবন)
র. কাঁচামাল রর. বিক্রয়যোগ্য মালামাল
ররর. যন্ত্রপাতি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৪. ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তহবিল সংগ্রহে নানারকম উৎস ব্যবহার করে থাকে- (অনুধাবন)
র. ব্যবসায়ের গঠনগত ভিন্নতার কারণে

রর. ব্যবসায়ের প্রকৃতিগত ভিন্নতার কারণে
ররর. ব্যবসায়ের উদ্দেশ্যগত ভিন্নতার কারণে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৫. ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করে কারণ প্রতিটি উৎসের রয়েছে- (অনুধাবন)
র. মেয়াদের ভিন্নতা রর. খরচের ভিন্নতা
ররর. সুযোগ-সুবিধার ভিন্নতা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৬. দুলাল দর্জি দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্য সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে যেসব উৎস হতে- (প্রয়োগ)
র. গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অনুদান

রর. ঋণদাতা প্রতিষ্ঠান
ররর. মালিকপক্ষ বা নিজস্ব তহবিল

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৭. স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস হলো-(অনুধাবন)
র. বাণিজ্যিক পত্র

রর. গ্রাম মহাজন
ররর. ক্ষুদ্র ঋণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৮. স্বল্পমেয়াদি প্রাতিষ্ঠানিক তহবিল উৎসের অন্তর্ভুক্ত হলো-(অনুধাবন)
র. প্রাপ্য বিল বাট্টাকরণ

রর. প্রদেয় বিল
ররর. ক্ষুদ্র ঋণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৯. দীর্ঘমেয়াদি তহবিল উৎসের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
র. ঋণ
রর. ঋণপত্র
ররর. লিজিং

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬০. বহিস্থ তহবিলের উৎস হতে পারে- (অনুধাবন)
র. স্বল্পমেয়াদি

রর. মধ্যমেয়াদি
ররর. দীর্ঘমেযাদি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ফারুক একটি দর্জি দোকানের মালিক। ব্যবসায়ের শুরুতে তিনি নিজস্ব সঞ্চয় হতে মেশিন ক্রয় করেন। তবে তার নিজস্ব সঞ্চয় যদি যথেষ্ট না হত তবে তিনি বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারতেন।

৬১. জনাব ফারুকের সংগ্রহকৃত তহবিল উৎসের সুবিধা কোনটি? (প্রয়োগ)
ক বড় অংকের হয়
খ যেকোন মেয়াদে ব্যবহার করা যায়

গ সুদের হার কম
ঘ উৎসের খরচ কম

৬২. জনাব ফারুক প্রয়োজনবোধে তহবিল সংগ্রহ করতে পারবেনÑ (উচ্চতর দক্ষতা)
র. বাণিজ্যিক পত্র বিক্রয়ের মাধ্যমে

রর. বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ গ্রহণ করে
ররর. অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বন্ধকি ঋণ গ্রহণ করে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভ্যন্তরীণ তহবিল ¡ পৃষ্ঠা-১৫

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৩. মালিক তার সঞ্চিত মুনাফার মাধ্যমে যে তহবিল বিনিয়োগ করে তাকে কী বলে? (জ্ঞান)
ক অভ্যন্তরীণ তহবিল খ বহিস্থ তহবিল
গ স্বল্পমেয়াদি তহবিল ঘ দীর্ঘমেয়াদি তহবিল

৬৪. অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
ক দুই খ তিন গ চার ঘ পাঁচ

৬৫. অভ্যন্তরীণ তহবিলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
ক অভ্যন্তরীণ তহবিলে সুদ প্রদান করতে হয়
খ অভ্যন্তরীণ তহবিল অব্যবহৃত মুনাফার মাধ্যমে সৃষ্টি হয়

গ অভ্যন্তরীণ তহবিল কর যোগ্য নয়
ঘ অভ্যন্তরীণ তহবিল নির্দিষ্ট মেয়াদান্তে পরিশোধ যোগ্য

অভ্যন্তরীণ উৎসের মালিকানাভিত্তিক শ্রেণিবিভাগ ¡ পৃষ্ঠা -১৬
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৬. একমালিকানা ব্যবসায়ে অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? (জ্ঞান)
ক মালিকের নিজস্ব অর্থ খ শেয়ার বিক্রয়ের অর্থ
গ জামানতবিহীন ব্যাংক ঋণ ঘ ক্রেতা হতে অগ্রিম গ্রহণ

৬৭. মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? (জ্ঞান)
ক সঞ্চিতি তহবিল খ প্রদেয় বিল
গ মালিকের মূলধন ঘ ঋণপত্র

৬৮. একমালিকানা ব্যবসায় তহবিলের প্রধান উৎস কোনটি? (জ্ঞান)
ক ঋণপত্র খ ব্যাংক ঋণ
গ গ্রাম্যমহাজন ঘ মালিকের নিজস্ব তহবিল

৬৯. নি¤েœর কোনটি মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস? (জ্ঞান)
ক সঞ্চিত তহবিল খ লভ্যাংশ সমতাকরণ তহবিল
গ শেয়ার ঘ অবণ্টিত মুনাফা

৭০. নিচের কোন উৎসটি হতে শুধুমাত্র কোম্পানি তহবিল সংগ্রহ করতে পারে? (অনুধাবন)
ক অবণ্টিত মুনাফা খ জমাতিরিক্ত উত্তোলন
গ শেয়ার ইস্যু ঘ লিজিং

৭১. অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারবৃন্দ ব্যবসায়ে যে তহবিল বিনিয়োগ করে তাকে কী বলে? (জ্ঞান)
ক শেয়ার খ ঋণপত্র
গ বিনিয়োগ ঘ মূলধন

৭২. যৌথ মূলধনী ব্যবসায় কত প্রকার? (জ্ঞান)
ক দুই খ তিন
গ চার ঘ পাঁচ

৭৩. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
ক ২ থেকে ১০ জন খ ২ থেকে ২০ জন
গ ২ থেকে ৩০ জন ঘ ২ থেকে ৫০ জন

৭৪. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন উদ্যোক্তা সংখ্যা কত? (জ্ঞান)
ক দুইজন খ তিনজন
গ সাতজন ঘ অনির্দিষ্ট

৭৫. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনি¤œ সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
ক ২ জন খ ৭ জন
গ ২০ জন ঘ ৫০ জন

৭৬. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
ক সাতজন খ বিশ জন
গ পঞ্চাশ জন ঘ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ

৭৭. শেয়ার বাজারে শেয়ার বিক্রয় না করে নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে কোন সংগঠন? (অনুধাবন)
ক পাবলিক লিমিটেড কোম্পানি খ প্রাইভেট লিমিটেড কোম্পানি
গ সমবায় সমিতি ঘ অংশীদারি ব্যবসায়

৭৮. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কোনটি? (অনুধাবন)
ক শেয়ার বিক্রয় খ ঋণপত্র বিক্রয়
গ মালিকের নিজস্ব তহবিল ঘ ব্যবসায়ের নিজস্ব জমি বিক্রি করে

৭৯. উৎপাদনের উপকরণ কয়টি? (জ্ঞান)
ক দুইটি খ তিনটি
গ চারটি ঘ পাঁচটি

৮০. কোন ব্যবসায় সংগঠন জনগণের কাছে শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করে? (অনুধাবন)
ক পাবলিক লিমিটেড কোম্পানি খ সমবায় সংগঠন
গ প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘ অংশীদারি ব্যবসায়

৮১. কোন ব্যবসায় সংগঠন জনগণকে শেয়ার ক্রয়ের আবেদন জানাতে পারে? (অনুধাবন)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘ পাবলিক লিমিটেড কোম্পানি

৮২. যৌথ মূলধনী কোম্পানির প্রকৃত মালিক কারা? (জ্ঞান)
ক শেয়ারহোল্ডাররা খ ঋণপত্রের মালিকরা
গ কোম্পানির উদ্যোক্তারা ঘ কোম্পানির পরিচালকরা

৮৩. কাদের বিনিয়োগকৃত অর্থ ফেরতযোগ্য? (অনুধাবন)
ক মালিকের খ ঋণপত্র হোল্ডারদের
গ শেয়ারহোল্ডারদের ঘ ব্যবসায়ীদের

৮৪. তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় সবচেয়ে সুবিধাজনক তহবিল উৎস কোনটি? (অনুধাবন)
ক দীর্ঘমেয়াদি বহিস্থ উৎস খ স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক উৎস
গ মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস ঘ মধ্যমেয়াদি বহিস্থ উৎস

৮৫. বড় অঙ্কের মোট মূলধনকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে শেয়ার হিসাবে বিক্রয় করে কোন ধরনের সংগঠন? (অনুধাবন)
ক অংশীদারি ব্যবসায় খ সমবায় সংগঠন
গ প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘ পাবলিক লিমিটেড কোম্পানি

৮৬. এক নামক প্রতিষ্ঠানটি সম্প্রতি শেয়ার বিক্রয়ের মাধ্যমে ৫ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। এক প্রতিষ্ঠানের ধরন কোনটি? (প্রয়োগ)

ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ কোম্পানি সংগঠন ঘ সমবায় সমিতি

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৭. সংগঠনের ভিত্তিতে কারবার হতে পারে- (অনুধাবন)
র. একমালিকানা

রর. অংশীদারি
ররর. যৌথ মূলধনী

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৮৮. একমালিকানা ব্যবসায়ে অভ্যন্তরীণ তহবিলের উৎস হলো- (অনুধাবন)
র. মালিকের নিজস্ব অর্থ

রর. মালিক কর্তৃক সরবরাহকৃত যে কোনো উৎপাদনের উপকরণ
ররর. ব্যাংক হতে সংগৃহীত স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি ঋণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৮৯. প্রাইভেট লিমিটেড কোম্পানি- অনুধাবন)
র. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে

রর. জনগণকে শেয়ার ক্রয়ে আমন্ত্রণ জানায়
ররর. নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯০. তারল্যের প্রয়োজনে শেয়ারহোল্ডাররা শেয়ার বিক্রয় করতে পারে- (অনুধাবন)
র. সেকেন্ডারি মার্কেটে

রর. ঢাকা স্টক এক্সচেঞ্জে
ররর. শেয়ার বাজারে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯১. পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারহোল্ডারদের কাক্সিক্ষত মুনাফা প্রদান করতে না পারলে- (অনুধাবন)
র. সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য হ্রাস পায়

রর. শেয়ারহোল্ডাররা হতাশ হয়
ররর. সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য স্থিতিশীল থাকে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
এম.এম.জি কোম্পানি লিমিটেড উন্নতমানের পণ্য সরবরাহের মাধ্যমে সারা দেশে বেশ সুনাম অর্জন করেছে। কোম্পানিটি শেয়ার বাজারে শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করেছে।

কোম্পানিটি লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে নিজস্ব সুনাম অটুট রাখতে একটি তহবিল সৃষ্টি করেছে। কোনো আর্থিক বছর কোম্পানিটি কাক্সিক্ষত মুনাফা অর্জনে ব্যর্থ উক্ত তহবিলের সহায়তায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করে।

৯২. উদ্দীপকের এম.এম.জি কোম্পানিটি কোন ধরনের সংগঠন? (প্রয়োগ)
ক একমালিকানা ব্যবসায় সংগঠন খ অংশীদারি ব্যবসায় সংগঠন
গ পাবলিক লিমিটেড কোম্পানি ঘ প্রাইভেট লিমিটেড কোম্পানি

৯৩. এম.এম.জি কোম্পানির মতো যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি তার দীর্ঘমেয়াদি তহবিলের চাহিদা পূরণে- (উচ্চতর দক্ষতা)
র. জামানতের বিপরীতে দীর্ঘমেয়াদি ঋণ নিতে পারে

রর. শেয়ারের বিকল্প হিসেবে ঋণপত্র ব্যবহার করতে পারে
ররর. স্থায়ী সম্পদ লিজ নিয়ে ব্যবহার করতে পারে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর
গ র ও ররর ঘ র, রর ও ররর

অভ্যন্তরীণ উৎসের মুনাফাভিত্তিক শ্রেণিবিভাগ ¡ পৃষ্ঠা – ১৭
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৯৪. ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে কী উপার্জন করে? (জ্ঞান)
ক মুনাফা খ সমৃদ্ধি
গ অর্থ ঘ সুনাম

৯৫. উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে কে? (অনুধাবন)
ক সরকার খ শেয়ারহোল্ডার
গ ঋণদাতা ঘ ব্যবসায় প্রতিষ্ঠান

৯৬. ঋণের ক্ষেত্রে কোনটি প্রদান করা বাধ্যতামূলক? (জ্ঞান)
ক প্রতিশ্রুতি খ দলিল
গ চুক্তিপত্র ঘ কিস্তি

৯৭. কোন ক্ষেত্রে তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি কম? (জ্ঞান)
ক মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসে খ স্বল্পমেয়াদি বহিস্থ উৎসে
গ মধ্যমেয়াদি বহিস্থ উৎসে ঘ দীর্ঘমেয়াদি বহিস্থ উৎসে

৯৮. তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় সবচেয়ে সুবিধাজনক তহবিল উৎস কোনটি? (অনুধাবন)
ক দীর্ঘমেয়াদি বহিস্থ উৎস খ স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক উৎস
গ মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস ঘ মধ্যমেয়াদি বহিস্থ উৎস

৯৯. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক লভ্যাংশ খ সঞ্চিত তহবিল
গ অবণ্টিত মুনাফা ঘ লিজিং

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *