SSC:জীবন পাঠের বহুনির্বাচনি প্রশ্নোত্তর (ফ্রি PDF)

SSC:জীবন পাঠের বহুনির্বাচনি প্রশ্নোত্তর (ফ্রি PDF)

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
ক এন্টোমোলজি

খ ইকোলজি
গ এন্ডোক্রাইনোলজি
ঘ মাইক্রোবায়োলজি

২. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
র. জীবের উপদল সম্পর্কে জানা

রর. জীবের এককের নামকরণ করতে পারা
ররর. বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা

নিচের কোনটি সঠিক?
ক র ও ররর খ র ও রর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
৩. চিত্রে জীবটির নাম কী?
ক অ্যামিবা খ ডায়াটম
গ প্যারামেসিয়াম ঘ ব্যাকটেরিয়া

৪. উদ্দীপকের চিত্রে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে-
র. এরা চলনে সক্ষম রর. এরা খাদ্য তৈরিতে অক্ষম
ররর. তাদের নিউক্লিয়াস সুগঠিত

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর

৫. ঘুসঢ়যবধ হড়ঁপযধষর নিচের কোনটির বৈজ্ঞানিক নাম?
ক পাট খ শাপলা গ আম ঘ জবা

৬. কোন তন্ত্রটি পেশিকে চালনা করে?
ক রেচনতন্ত্র খ পেশিতন্ত্র গ প্রজননতন্ত্র ঘ স্নায়ুতন্ত্র

৭. নিচের কোনটি স্বভোজী?
ক এগারিকাস খ আমগাছ গ স্বর্ণলতা ঘ ঞ. গ. ঠ

৮. আরশোলার বৈজ্ঞানিক নাম কী?
Copsychus saularis    খ Plasmodium vivax

Apis indicaPeriplaneta americana

৯. কাইটিন দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটির?
ক অ্যামিবা খ ডায়াটম
গ পেনিসিলিয়াম ঘ প্যারামেসিয়াম

১০. জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
ক ইকোলজি খ হিস্টোলজি গ এন্টোমোলজি ঘ ইভোলিউশন

১১. কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত?
ক ঈস্ট খ ডায়াটম গ ব্যাকটেরিয়া ঘ প্যারামেসিয়াম

১২. কোনটি সুপার কিংডম?
ক মনেরা খ প্রোটিস্টা গ প্রোক্যারিওটা ঘ প্লানটি

১৩. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
ক জীববিজ্ঞান খ কৃষিবিজ্ঞান গ বনবিজ্ঞান ঘ সমুদ্রবিজ্ঞান

১৪. জীববিজ্ঞানের জনক কে?
ক ডারউইন খ অ্যারিস্টটল গ কেলভিন ঘ মেন্ডেল

১৫. গোল আলুর বৈজ্ঞানিক নাম কী?
Oryza sativa  খ Nymphea nouchali
Nymphea nouchali Solanum tuberosum

১৬. অ্যারিস্টটল ছিলেনÑ
ক দার্শনিক খ চিকিৎসক গ কবি ঘ শিক্ষক

১৭. নিচের কোনটিতে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বৃদ্ধি ঘটে?
ক অ্যামিবা খ প্যারামেসিয়াম
গ ডায়াটম ঘপেনিসিলিয়াম

১৮. ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?
ক বিবর্তন বিদ্যা খ বংশগতি বিদ্যা
গ বন্যপ্রাণি বিদ্যা ঘ শারীর বিদ্যা

১৯. নিচের কোনটি স্পোরের সাহায্যে বংশবৃদ্ধি করে?
ক ডায়াটম খ ঈস্ট গ নস্টক ঘ ব্যাকটেরিয়া

২০. জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কোনটি?
Oryza sativa খ Nymphea nouchali
Hibiscus rosasinensisArtocarpus heterophyllus

SSC:জীবন পাঠের বহুনির্বাচনি প্রশ্নোত্তর (ফ্রি PDF)

নিচের চিত্রটি লক্ষ কর এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
২১. চিত্রের জীবটির কোষ বিভাজন কিভাবে ঘটে?
ক মিয়োসিস খ কনজুগেশন গ মাইটোসিস ঘ দ্বি-বিভাজন

২২. চিত্রের জীবটির বৈশিষ্ট্যÑ
র. নিউক্লিয়াস সুগঠিত

রর. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত
ররর. শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

জীব বিজ্ঞানের ধারণা ও জীববিজ্ঞানের শাখাসমূহ

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩. ‘Biolog’ শব্দটি কোন ভাষা থেকে আগত? (জ্ঞান)
ক ল্যাটিন খ গ্রিক গ জার্মান ঘ ফ্রান্স

২৪. Biologyশব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? (জ্ঞান)
ক Bio I logus খ Bios I logic

গ Bious I logus ঘ Bios I logos

২৫. গ্রিক শব্দ ‘Bios’ এর অর্থ কী? (জ্ঞান)
ক জীবন খ জ্ঞান গ আবিষ্কার ঘ বায়ু

২৬. গ্রিক শব্দ ‘Logos’ এর অর্থ কোনটি? (জ্ঞান)
ক ধ্যান খ জ্ঞান গ জীবন ঘ প্রাণী

২৭. জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানকে প্রধান কয়টি শাখায় ভাগ করা হয়? (জ্ঞান)
ক দুই খ তিন গ চার ঘ পাঁচ

২৮. জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটলের জীবনকাল কত? (জ্ঞান)
ক খ্রিষ্টপূর্ব ৪২২-৩৮৪ খ খ্রিষ্টপূর্ব ৩৮৪-৩২২
গ খ্রিষ্টপূর্ব ৩২২-২৫৬ ঘ খ্রিষ্টপূর্ব ২৫৬-১৮৯

২৯. অ্যারিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন? (জ্ঞান)
ক জার্মানি খ ইরাক গ গ্রিস ঘ মিশর

৩০. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? (জ্ঞান)
ক পদার্থবিজ্ঞান খ রসায়ন
গ সামাজিক বিজ্ঞান ঘ জীববিজ্ঞান

৩১. Parasitology-তে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়?
ক ভাইরাস খ শৈবাল গ পরজীবী ঘ কীটপতঙ্গ

৩২. নিচের কোন শাখায় জীবের ভ্রুণের পরিস্ফূটন সম্পর্কে আলোচনা করা হয়? (অনুধাবন)

  • ক Histology খ Cytology
  • গ Embryology ঘ Physiology

৩৩. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান কোনটি? (জ্ঞান)
ক অঙ্গসংস্থান বিদ্যা খ বাস্তুবিদ্যা
গ শারীর বিদ্যা ঘ জেনেটিক্স

৩৪. কীটপতঙ্গ ও পরজীবী সম্পর্কে আলোচনা করা হয় কোন শাখায়? (জ্ঞান)
ক ফাইকোলজি ও মাইকোলজি

খ এমব্রায়োলজি ও এন্টোমোলজি
গ প্যারাসাইটোলজি ও এন্টোমোলজি
ঘ এন্টোমোলজি ও ফাইকোলজি

৩৫. কোনটি বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান? (অনুধাবন)
ক Wildlife খ Forestry
গ Agriculture  ঘ Morphology

৩৬. মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কে বিজ্ঞান কোনটি? (অনুধাবন)
ক ফার্মেসি খ বায়োটেকনোলজি
গ বায়োকেমিস্ট্রি ঘ প্যারাসাইটোলজি

৩৭. এন্ডোক্রাইনোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়? (জ্ঞান)
ক এনজাইম খ হরমোন গ যকৃত ঘ কোষ

৩৮. নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়? (অনুধাবন)
ক জিন প্রযুক্তি খ ট্যাক্সোনমি
গ প্রতœতত্ত্ববিদ্যা ঘ বন্য প্রাণীবিদ্যা

৩৯. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিচের কোন শাখার আলোচ্য বিষয়? (অনুধাবন)
ক Entomology  খ Morphology
গ Ecology ঘ Histology

৪০. এন্ডোক্রাইনোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়? (জ্ঞান)
ক কোষ খ দৈহিক গঠন গ হরমোন ঘ পরজীবী

৪১. বিজ্ঞানের কোন শাখা পাঠে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক সম্বন্ধে জানা যায়? (জ্ঞান)
ক অণুজীববিজ্ঞান খ পরজীবীবিদ্যা
গ কীটতত্ত্ব ঘ জীবপ্রযুক্তি

৪২. জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কী কী? (জ্ঞান)
ক জড় ও জীব খ কৃষি ও বন
গ উদ্ভিদ ও প্রাণী ঘ পদার্থ ও রসায়ন

৪৩. কোন শাখায় টিস্যুর গঠন, বিন্যাস ও কার্যাবলি আলোচনা হয়? (জ্ঞান)
ক এমব্রায়োলজি খ হিস্টোলজি
গ সাইটোলজি ঘ ইকোলজি

৪৪. ঙপবধহড়মৎধঢ়যু কী সম্পর্কিত বিজ্ঞান? (জ্ঞান)
ক সামুদ্রিক জীব খ পরিবেশ গ মানবজীবন ঘ বন্যপ্রাণী

৪৫. বন সম্পর্কে আলোচনাকে কী বলে? (অনুধাবন)
ক জীব প্রযুক্তি খ ফরেস্ট্রি
গ হর্টিকালচার ঘ মৃত্তিকাবিজ্ঞান

৪৬. জৈব রাসায়নিক কাজ সম্পর্কীয় বিজ্ঞান কোনটি? (অনুধাবন)
ক হিস্টোলজি খ অঙ্গসংস্থান
গ শারীরবিদ্যা ঘ বায়োলজি

৪৭. পতঙ্গ সম্বন্ধে অধ্যয়ন করে কোন বিজ্ঞান? (জ্ঞান)
ক কীটতত্ত্ব খ বন্যপ্রাণিবিদ্যা
গ কৃষিবিজ্ঞান ঘ পতঙ্গতত্ত্ব বিদ্যা

৪৮. জীবের অভ্যন্তরীণ অঙ্গ সম্পর্কে জ্ঞান অর্জনকে কী বলে? (অনুধাবন)
ক মরফোলজি খ হিস্টোলজি
গ অ্যানাটমি ঘ ফিজিওলজি

৪৯. পরজীবী সম্পর্কিত জীববিজ্ঞানের শাখা কোনটি? (অনুধাবন)
ক কীটতত্ত্ব খ অণুজীববিজ্ঞান
গ পরজীবীবিদ্যা ঘ বায়োইনফরমেটিকস

৫০. জীবের জীবাশ্মঘটিত বিজ্ঞানকে কী বলে? (অনুধাবন)
ক জীবপ্রযুক্তি খ বায়োইনফরমেটিকস
গ জীব ভূগোল ঘ প্রতœতত্ত্ববিদ্যা

৫১. প্রযুক্তি নির্ভর জীবের সঠিক তথ্য পাওয়াকে কী বলে? (জ্ঞান)
ক বায়োইনফরমেটিকস খ বায়োটেকনোলজি
গ জিন প্রযুক্তি ঘ জীবপরিসংখ্যান বিদ্যা

৫২. আমরা জীবাশ্ম সম্বন্ধে জানতে পারি জীববিজ্ঞানের কোন শাখায়? (অনুধাবন)
ক কীটতত্ত্ব বিভাগে খ প্রতœতত্ত্ববিদ্যায়
গ জীবপ্রযুক্তিবিদ্যায় ঘ বায়োইনফরমেটিকস শাখায়

৫৩. রোগ সম্বন্ধে সঠিক ধারণা জানা যায় জীববিজ্ঞানের কোন শাখার সাহায্যে? (উচ্চতর দক্ষতা)
ক শারীরবিদ্যা খ জীবপ্রযুক্তি
গ অণুজীববিজ্ঞান ঘ প্রাণরসায়ন

৫৪. বন সংরক্ষণ বিষয়ে জ্ঞান অর্জন করা যায় জীববিজ্ঞানের কোন শাখায়? (অনুধাবন)
ক বাস্তুবিদ্যা খ জীবভূগোল
গ বনবিজ্ঞান ঘ বন্যপ্রাণিবিদ্যা

৫৫. জীবের আন্তঃসম্পর্ক ও বন্যপ্রাণী সম্বন্ধে আমরা জানতে পারব জীববিজ্ঞানের কোন শাখায়? (অনুধাবন)
ক বাস্তুবিদ্যা ও জীবভূগোলে খ বাস্তুবিদ্যা ও বনবিজ্ঞানে
গ বাস্তুবিদ্যা ও বন্যপ্রাণিবিদ্যায় ঘ বাস্তুুবিদ্যা ও পরিবেশবিজ্ঞানে

৫৬. নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা? (উচ্চতর দক্ষতা)
ক প্রাণ রসায়ন ও শারীরবিদ্যা খ শারীরবিদ্যা ও বাস্তুবিদ্যা
গ জেনেটিক্স ও জিনপ্রযুক্তি ঘ পরিবেশবিজ্ঞান ও বাস্তুবিদ্যা

৫৭. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? (উচ্চতর দক্ষতা)
ক প্রাণরসায়ন ও ফার্মেসি

খ শারীরবিদ্যা ও বাস্তুবিদ্যা
গ জেনেটিক্স ও জিনপ্রযুক্তি
ঘ পরিবেশবিজ্ঞান ও বিবর্তনবিদ্যা

৫৮. ক্যান্সার ও অন্যান্য রোগ সম্বন্ধে তথ্য আমরা পাই জীববিজ্ঞানের কোন শাখায়? (উচ্চতর দক্ষতা)
ক শারীরবিদ্যা খ ফার্মেসি
গ বায়োইনফরমেটিক্স ঘ এন্ড্রোক্রাইনোলজি

৫৯. জীববিজ্ঞান শিক্ষার জন্য সঠিক উক্তি কোনটি? (প্রয়োগ)
ক বিভিন্ন অঙ্গের গঠন সম্বন্ধে জানা যায়

খ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করা
গ বিভিন্ন উদ্ভিদ সম্বন্ধে জ্ঞান লাভ করা
ঘ বিভিন্ন প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করা

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬০. ফলিত জীববিজ্ঞানের শাখা

র. পরজীবীবিদ্যা
রর. প্রাণরসায়ন
ররর. বংশগতিবিদ্যা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬১. ভৌত জীববিজ্ঞানে আলোচনা করা হয়
র. দৈহিক গঠন

রর. প্রাণরাসায়নিক কার্যাবলি
ররর. শ্রেণিবিন্যাস ও রীতিনীতি

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬২. Biology শব্দটি এসেছে-
র.  Bios থেকে
রর. Logos থেকে
ররর. বাস্তুবিদ্যা থেকে

নিচের কোনটি সঠিক? (জ্ঞান)
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬৩. প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের জন্য আমাদের জানতে হবে-
র. বাস্তুবিদ্যা

রর. বনবিজ্ঞান ও বন্যপ্রাণিবিদ্যা
ররর. পরিবেশবিজ্ঞান

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *