SSC:স্বাধীন বাংলাদেশ উত্তরসহ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ফ্রি পিডিএফ

SSC:স্বাধীন বাংলাদেশ উত্তরসহ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ফ্রি পিডিএফ

 পরিচ্ছেদ-২.১ : মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়
 ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন ১৯৭১ সালের ৩ মার্চ।
 বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন ১৯৭১ সালের ৭ মার্চ।

 ইতিহাসের বর্বরতম গণহত্যা ‘অপারেশন সার্চলাইট’ শুরু হয়- ২৫ মার্চ রাতে।
 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন ২৫ মার্চ রাত ১২টার পর।
 মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননকে নামকরণ করা হয় মুজিবনগর।

 ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়।
 মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয় ১১টি সেক্টরে।
 মুক্তিযুদ্ধের স্থায়িত্বকাল ছিল ৯ মাস।

 মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ৪০,০০০ লোকের সমাগমে গান পরিবেশন করেন লন্ডনের সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন।
 মুক্তিযুদ্ধের ফলে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র।

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় কোন দল? (জ্ঞান)
ক মুসলিম লীগ খ গণতন্ত্রী দল
গ নেজামে ইসলামী পার্টি ঘ আওয়ামী লীগ

২. কত সালে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন? (জ্ঞান)
ক ১৯৬২ খ ১৯৭০ গ ১৯৭০ ঘ ১৯৭১

৩. জুলফিকার আলী ভুট্টো কীভাবে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেছিলেন? (অনুধাবন)
ক ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন ডেকে

খ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে
গ ঢাকায় সেনাবাহিনী মোতায়েন করে
ঘ ঢাকা থেকে সেনাবাহিনী তুলে নিয়ে

৪. ইয়াহিয়া খান কেন জাতীয় পরিষদের অধিবেশনের ঘোষণা দেন? (অনুধাবন)
ক জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য

খ প্রেসিডেন্ট অসুস্থ থাকার কারণে
গ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে
ঘ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত করতে

৫. ইয়াহিয়া খান কর্তৃক ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের মধ্য দিয়ে পাকিস্তানের কোন মনোভাব প্রকাশ পায়? (উচ্চতর দক্ষতা)
ক গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা খ গণতন্ত্রকে নস্যাৎকরণ
খ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ঘ দেশের প্রতি ভালোবাসা

৬. শেখ মুজিবুর রহমান ৩মার্চ সারাদেশে হরতালের আহ্বান করেন কেন? (অনুধাবন)
ক অধিবেশন স্থগিত করার প্রতিবাদে

খ সামরিক শাসনের প্রতিবাদে
গ ভুট্টোর ষড়যন্ত্রের প্রতিবাদে
ঘ অসহযোগ আন্দোলনকে প্রবল করার জন্য

৭. শেখ মুজিবুর রহমান কত তারিখে সারাদেশে হরতাল আহ্বান করেন? (জ্ঞান)
ক ৩ মার্চ খ ২১ মার্চ গ ৪ মার্চ ঘ ৫ মার্চ

৮. ১৯৭১-এ অসহযোগ আন্দোলনের ডাক দেন কে? (জ্ঞান)
ক শেখ মুজিবুর রহমান খ মওলানা ভাসানী
গ তাজউদ্দিন আহমদ ঘ এম মনসুর আলী

৯. সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এখনও অনেক বক্তৃতা শোনা যায়। কিন্তু সেই নেতার কণ্ঠ আর শোনা যায় না। এখানে কোন নেতার কণ্ঠের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
ক হোসেন শহিদ সোহরাওয়ার্দী খ এ. কে. ফজলুল হক
গ মওলানা ভাসানী ঘ শেখ মুজিবুর রহমান

১০. বঙ্গবন্ধু ৭ মার্চে কোথায় ভাষণ দিয়েছিলেন? (জ্ঞান)
ক শহিদ মিনারে খ ওসমানি উদ্যানে
গ রেসকোর্স ময়দানে ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

১১. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী? (জ্ঞান)
ক রমনা পার্ক খ বোটানিক্যাল গার্ডেন
গ সোহরাওয়ার্দী উদ্যান ঘ শিশুপার্ক

১২. ৭ মার্চ রেসকোর্স ময়দানে আওয়ামী লীগের উদ্যোগে জনসভার আয়োজন করার যথার্থ কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক জনতার শক্তি প্রদর্শনের জন্য খ আন্দোলন কর্মসূচি ঘোষণার জন্য
গ পার্লামেন্ট বর্জনের জন্য ঘ স্বাধীনতা ঘোষণার জন্য

১৩. ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।’ Ñ কথাটির তাৎপর্য কী? (উচ্চতর দক্ষতা)
ক গেরিলা যুদ্ধের পূর্বাভাস খ গৃহযুদ্ধের পূর্বাভাস
গ সাম্প্রদায়িক যুদ্ধের পূর্বাভাস ঘ আন্তর্জাতিক পূর্বাভাস

১৪. পৃথিবীর ইতিহাসে বিদ্যমান ঐতিহাসিক ভাষণগুলোর মধ্যে অন্যতম কোনটি? (জ্ঞান)
ক ২ মার্চের ভাষণ খ ৩ মার্চের ভাষণ
গ ৭ মার্চের ভাষণ ঘ ২৬ মার্চের ভাষণ

১৫. যার যা কিছু আছে তা দিয়ে দখলদার বাহিনীর মোকাবিলা করার আহ্বান কে জানিয়েছেন? (জ্ঞান)
ক টিক্কাখান খ ইয়াহিয়া খান
গ বঙ্গবন্ধু ঘ জিয়াউর রহমান

১৬. ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ’ বক্তব্যটি কার? (জ্ঞান)
ক সৈয়দ নজরুল ইসলাম খ এম মনসুর আলী
গ তাজউদ্দিন আহমদ ঘ শেখ মুজিবুর রহমান

১৭. বঙ্গবন্ধু কত তারিখের ভাষণে যুদ্ধের কলা-কৌশলের দিক নির্দেশনা দেন? (অনুধাবন)
ক ৭ মার্চের খ ২ মার্চের গ ৩ মার্চের ঘ ২৬ মার্চের

১৮. বঙ্গবন্ধুর বক্তৃতার মূল প্রত্যয় কোনটি বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
ক এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম

খ এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম
গ তোমরা আমার ভাই
ঘ ঘরে ঘরে দুর্গ গড়ে তোল

১৯. বঙ্গবন্ধু তার ভাষণে কোর্ট-কাচারি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন কেন? (অনুধাবন)
ক পাকিস্তান সরকারের সহযোগিতার জন্য

খ পাকিস্তান সরকারের অসহযোগিতার জন্য
গ বাঙালিকে কষ্ট দেয়ার জন্য
ঘ আওয়ামী লীগের প্রভাব বুঝতে

২০. ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া খানের সাথে কোন নেতা ঢাকায় আসেন? (অনুধাবন)
ক জিন্নাহ খ টিক্কা খান গ ভুট্টো ঘ নাজিমুদ্দীন

২১. অপারেশন সার্চলাইটের নতুন নকশা করেন কে? (জ্ঞান)
ক জুলফিকার আলী ভুট্টো খ টিক্কা খান
গ মোনায়েম খান ঘ ইয়াহিয়া খান

২২. ঢাকায় গণহত্যা শুরু হয় কী নামে? (জ্ঞান)
ক অপারেশন সার্চলাইট খ অপারেশন রেবল হান্ট
গ অপারেশন ক্লিনহার্ট ঘ অপারেশন ডেজার্ট স্ট্রম

২৩. অপারেশন সার্চলাইট কী? (জ্ঞান)
ক ৭১-এর মুক্তিযুদ্ধ খ ৭১-এর গণহত্যার অভিযান
গ ৭১-এর মিছিল ঘ ৭১-এর বৈঠক

২৪. অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় কত সালে? (জ্ঞান)
ক ১৯৬৯ খ ১৯৭০ গ ১৯৭১ ঘ ১৯৭২

২৫. ইয়াহিয়া ও ভুট্টো কত তারিখে গোপনে ঢাকা ত্যাগ করেন? (অনুধাবন)
ক ৭ মার্চ খ ৯ মার্চ গ ১৭ মার্চ ঘ ২৫ মার্চ

২৬. ২৫ মার্চের কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালানোর কারণ কী ছিল? (অনুধাবন)
ক বাঙালি জাতিকে মেধাশূন্য করা
খ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা ঘাঁটি নির্মাণ

গ বাংলাদেশের নেতৃত্বকে দুর্বল করা
ঘ বাংলার আন্দোলনকে সমূলে বিনাশ করা

২৭. অপারেশন সার্চলাইট শুরু হয় কীভাবে? (অনুধাবন)
ক বঙ্গবন্ধুকে গ্রেফতারের মাধ্যমে

খ বুদ্ধিজীবী ও পেশাজীবীদের হত্যার মাধ্যমে
গ ঢাকাসহ বাংলার বিভিন্ন জেলা শহরে নিরস্ত্র বাঙালিদের হত্যার মাধ্যমে
ঘ বাঙালি নেতাদের কারারুদ্ধ করার মাধ্যমে

২৮. কত তারিখে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা করেন? (জ্ঞান)
ক ২৫ মার্চ খ ২৬ মার্চ গ ২৭ মার্চ ঘ ২৮ মার্চ

২৯. বঙ্গবন্ধু কীভাবে স্বাধীনতার বাণী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেন? (অনুধাবন)
ক এম. এ হান্নানের সহায়তায়

খ ইপিআর ট্রান্সমিশনের সহায়তায়
গ জিয়াউর রহমানের সহায়তায়
ঘ সৈয়দ নজরুলের সহায়তায়

৩০. অপারেশন সার্চলাইটের আওতায় বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় কখন? (জ্ঞান)
ক ২৫ মার্চ সকালে খ ২৬ মার্চ প্রথম প্রহরে
গ ২৮ মার্চ দুপুরে ঘ ৫ এপ্রিল সকালে

৩১. কখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়? (জ্ঞান)
ক রাত ১২টায় খ রাত ১২.৩০ মিনিটে
গ রাত ১.৩০ মিনিটে ঘ রাত ৩টায়

৩২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় কত তারিখে? (জ্ঞান)
ক ২৪ মার্চ খ ২৫ মার্চ গ ২৬ মার্চ ঘ ২৭ মার্চ

৩৩. স্বাধীনতার ডাক দেন কে? (জ্ঞান)
ক শেখ মুজিবুর রহমান খ এ. কে ফজলুল হক
গ ইয়াহিয়া খান ঘ জেনারেল টিক্কা খান

৩৪. বঙ্গবন্ধু তার ঘোষণায় যে বার্তাটি দিয়েছিলেন সেটিকে তিনি কী মনে করেছিলেন? (অনুধাবন)
ক স্বাধীনতার দলিল খ গণহত্যার বার্তা
গ শেষ বার্তা ঘ আনন্দ মিছিলের বার্তা

৩৫. আজ থেকে বাংলাদেশ স্বাধীনÑকথাটি কে বলেছিলেন? (জ্ঞান)
ক জিয়াউর রহমান খ শেখ মুজিবুর রহমান
গ জেনারেল এরশাদ ঘ আবদুল হান্নান

৩৬. কতদিন পর্যন্ত বঙ্গবন্ধু দেশবাসীকে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন? (জ্ঞান)
ক ডিসেম্বর পর্যন্ত খ পরবর্তী নির্বাচন পর্যন্ত
গ চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ঘ ৩ মাস পর্যন্ত

৩৭. শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার বার্তাটি কোন বাহিনীর মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল? (জ্ঞান)
ক পুলিশ বাহিনী খ ইপিআর গ বিডিআর ঘ সেনাবাহিনী

৩৮. এম. এ হান্নান স্বাধীনতা ঘোষণা করেন কোন তারিখে? (জ্ঞান)
ক ২৫ মার্চ খ ২৬ মার্চ গ ২৭ মার্চ ঘ ২৮ মার্চ

৩৯. বঙ্গবন্ধুর পক্ষে প্রথম কে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? (জ্ঞান)
ক এম এ হান্নান শাহ খ মেজর জিয়াউর রহমান
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ তাজউদ্দিন আহমদ

৪০. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কোন বেতার কেন্দ্র থেকে? (জ্ঞান)
ক ঢাকা বেতার কেন্দ্র খ খুলনা বেতার কেন্দ্র
গ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র ঘ রাজশাহী বেতার কেন্দ্র

৪১. তামিমের বাড়ি চট্টগ্রামে। সেখান থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়। এর সাথে কোন সামরিক ব্যক্তিত্ব জড়িত? (প্রয়োগ)
ক শেখ মুজিবুর রহমান খ তাজউদ্দিন আহমদ
গ এম এজি ওসমানী ঘ জিয়াউর রহমান

৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? (জ্ঞান)
ক সৈয়দ নজরুল ইসলাম খ মেজর জিয়াউর রহমান
গ খন্দকার মোশতাক আহমদ ঘ তাজউদ্দিন আহমদ

৪৩. বাংলাদেশের জন্মের মাধ্যমে পাকিস্তানের কত বছর শাসন ও শোষণের অবসান হয়? (জ্ঞান)
ক ২০ খ ২১ গ ২৪ ঘ ২৮

৪৪. মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়ায় গিয়ে রাকিব হাসানের একটি ঐতিহাসিক ঘটনা মনে পড়ে যায়। রাকিব হাসানের কোন ঘটনা মনে পড়ে যায়? (প্রয়োগ)
ক মুজিবনগর সরকার গঠন খ ৭০’র নির্বাচন
গ ৬৯’র গণঅভ্যুত্থান ঘ ৬৬’র ছয়দফা দাবি

৪৫. মুজিবনগর এর পূর্বনাম কী ছিল? (জ্ঞান)
ক বৈদ্যনাথতলা খ মেহেরপুর গ নবাবগঞ্জ ঘ কুষ্টিয়া

৪৬. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কখন? (জ্ঞান)
ক ৯ এপ্রিল, ১৯৭১ খ ১০ এপ্রিল, ১৯৭১
গ ১৫ এপ্রিল, ১৯৭১ ঘ ১৭ এপ্রিল, ১৯৭১

৪৭. ১৯৭১ সালে বাংলাদেশ সরকার কোথায় শপথ গ্রহণ করেন? (জ্ঞান)
ক কলকাতায় খ যশোরের নওয়াপাড়ায়
গ খুলনার খালিশপুরে ঘ মেহেরপুরের বৈদ্যনাথতলায়

৪৮. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? (জ্ঞান)
ক ১০ এপ্রিল খ ১৭ এপ্রিল গ ১৮ এপ্রিল ঘ ২০ এপ্রিল

৪৯. ১৯৭১ সালের ১৭ এপ্রিল গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
ক বাংলাদেশ সরকার গঠিত হওয়ায়

খ বাংলাদেশ স্বাধীন হওয়ায়
গ বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করায়
ঘ যশোর শত্র“মুক্ত হওয়ায়

৫০. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? (জ্ঞান)
ক এম মনসুর আলী খ এ. কে. খন্দকার
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৫১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? (জ্ঞান)
ক শেখ মুজিবুর রহমান খ মনসুর আলী
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ তাজউদ্দিন আহমদ

৫২. মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? (জ্ঞান)
ক এএইচএম কামারুজ্জামান খ তাজউদ্দিন আহমদ
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ এম মনসুর আলী

৫৩. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কী? (জ্ঞান)
ক এ. কে. খোন্দকার খ সৈয়দ নজরুল ইসলাম
গ তাজউদ্দিন আহমদ ঘ মনসুর আলী

৫৪. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল? (জ্ঞান)
ক মনসুর আলী খ আবদুর রব
গ এ. এইচ. এম. কামারুজ্জামান ঘ তাজউদ্দিন আহমদ

৫৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কে পররাষ্ট্র ও আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন? (জ্ঞান)
ক এম. মনসুর আলী খ এ.এইচ.এম কামারুজ্জামান
গ খন্দকার মোশতাক আহমেদ ঘ সৈয়দ নজরুল ইসলাম

৫৬. মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন? (জ্ঞান)
ক লে. কর্নেল আবদুর রব খ আ. স. ম. আব্দুর রব
গ কর্নেল ওসমানী ঘ এ. কে. খন্দকার

৫৭. মুক্তিযুদ্ধকালে আতাউল গনি ওসমানীর পদবি কী ছিল? (জ্ঞান)
ক মেজর খ জেনারেল
গ মেজর জেনারেল ঘ কর্নেল

৫৮. মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কীভাবে? (অনুধাবন)
ক বাঙালি বুদ্ধিজীবীদের নিয়ে

খ ১৯৭০-এর নির্বাচিত সদস্যদের নিয়ে
গ শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠদের নিয়ে
ঘ সকল বাহিনী নিয়ে

৫৯. মুজিবনগর সরকারের কার্যক্রমকে কয়ভাগে ভাগ করা যায়? (অনুধাবন)
ক ২ খ ৩ গ ৪ ঘ ৫

৬০. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে মিশন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কী ছিল? (অনুধাবন)
ক পাকবাহিনীদের হটিয়ে দেয়া খ পাকিস্তানিদের সাহায্য করা
গ বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় ঘ তহবিল সংগ্রহ করা

৬১. কাকে বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের সমর্থনে বিশেষ দূত নিয়োগ করা হয়? (জ্ঞান)
ক ড. আকবর আলি খান খ বিচারপতি আবু সাঈদ চৌধুরী
গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ ফজলে হাসান আবেদ

৬২. গ্রামের পঞ্চায়েত জনাব ‘ত’-কে বিশ্বের বিশেষ দূত নিয়োগ করেন। ‘ত’ নিচের কোন চরিত্রটিকে সমর্থন করছে? (প্রয়োগ)
ক বিচারপতি আবু সাঈদ চৌধুরী খ সৈয়দ নজরুল ইসলাম
গ শেখ মুজিবুর রহমান ঘ মওলানা ভাসানী

৬৩. বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ে বিশেষ দূত নিয়োগ করে কোন সরকার? (জ্ঞান)
ক সুইডিশ খ ভারত গ মুজিবনগর ঘ চীন

৬৪. মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখ অনুমোদন করে? (জ্ঞান)
ক ৫ই এপ্রিল খ ১০ই এপ্রিল গ ৩রা জুন ঘ ১৬ই ডিসেম্বর

৬৫. মুক্তিযুদ্ধের সময় গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন নামে বেশি পরিচিত ছিল? (জ্ঞান)
ক অস্থায়ী খ প্রবাসী বাংলাদেশ
গ মুজিবনগর ঘ আওয়ামী লীগ

৬৬. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কত তারিখে? (জ্ঞান)
ক ১০ এপ্রিল খ ১১ এপ্রিল গ ১২ এপ্রিল ঘ ১৭ এপ্রিল

৬৭. সরকার যুদ্ধক্ষেত্রকে কতটি সেক্টরে ভাগ করেন? (জ্ঞান)
ক ৮ খ ৯ গ ১০ ঘ ১১

৬৮. মুক্তিযুদ্ধে কয়টি ব্রিগেড ফোর্স ছিল? (জ্ঞান)
ক ৩ খ ৪ গ ৫ ঘ ১১

৬৯. অস্থায়ী সরকার বাংলাদেশের রণক্ষেত্র ১১টি সেক্টরে ভাগ করে কেন? (অনুধাবন)
ক সর্বস্তরের জনগণের সমর্থন লাভের জন্য
খ যুদ্ধকে গতিশীল ও সুপরিকল্পিতভাবে পরিচালনার জন্য

গ শিশু, মহিলাদের রক্ষার্থে আশ্রয়স্থল তৈরির জন্য
ঘ গেরিলা পদ্ধতিতে যুদ্ধের জন্য

৭০. কোন সরকারের নেতৃত্বে বাংলাদেশ শত্রুমুক্ত হয়? (অনুধাবন)
ক বাংলাদেশ জামায়াতে ইসলামী খ আওয়ামী লীগ
গ মুজিবনগর ঘ বাংলাদেশ জাতীয় পার্টি

৭১. পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় আউয়াল সাহেব মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি কোন বাহিনীর নেতৃত্বে যুদ্ধ করেছিলেন? (প্রয়োগ)
ক মুক্তিফৌজ খ কাদেরিয়া গ গেরিলা ঘ কমরেড

৭২. কাদেরিয়া বাহিনী গড়ে উঠেছিল কোথায়? (জ্ঞান)
ক টাঙ্গাইলে খ ঢাকায় গ আগরতলায় ঘ যশোরে

৭৩. ইপিআর এর পূর্ণরূপ কী? (অনুধাবন)
ক ইস্ট পার্টি রাইফেলস্ খ ইস্ট পাকিস্তান রাইফেলস্
গ ইস্টার্ন পাকিস্তান রাইফেলস্ ঘ ইস্টার্ন পার্টি রাইফেলস্

৭৪. কাদেরিয়া বাহিনী গঠন করেছিলেন কে? (জ্ঞান)
ক আ. কাদের খ ফজলুল কাদের
গ কাদের সিদ্দিকী ঘ কর্নেল ওসমানী

৭৫. মুক্তিযোদ্ধাদের লক্ষ্য কী ছিল? (জ্ঞান)
ক আত্মরক্ষা খ স্বাধীনতা অর্জন
গ প্রতিবাদ ঘ স্বায়ত্তশাসন

৭৬. মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়। কথাটির তাৎপর্য কী? (উচ্চতর দক্ষতা)
ক এ যুদ্ধ সবার জন্য উন্মুক্ত ছিল
খ যুদ্ধের মূল নিয়ামক ছিল বাংলার সকল শ্রেণির জনগণ

গ যুদ্ধটি গণআন্দোলনের মাধ্যমে শুরু
ঘ যুদ্ধে বিভিন্ন দেশের নাগরিক অংশগ্রহণ করেছিল

৭৭. কোনটিকে গণযুদ্ধ বলা হয়? (জ্ঞান)
ক বাংলাদেশের মক্তিযুদ্ধ খ পাক-ভারত যুদ্ধ
গ পলাশীর যুদ্ধ ঘ আমেরিকার স্বাধীনতাযুদ্ধ

৭৮. মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? (জ্ঞান)
ক ইপিআর খ জনগণ গ প্রচার মাধ্যম ঘ বুদ্ধিজীবী

৭৯. মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল কোনটি? (জ্ঞান)
ক বিএনপি খ জাতীয় পার্টি
গ জামায়াতে ইসলামী ঘ আওয়ামী লীগ

৮০. ১৯৭০ সালের নির্বাচন বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
ক মুক্তিযুদ্ধের উদ্দীপনায় খ ক্ষমতা গ্রহণে
গ পাকিস্তানের প্রতিহিংসায় ঘ প্রাদেশিক পরিষদ গঠনে

৮১. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ‘ক’ নামের রাজনৈতিক দল পাকবাহিনীর সমর্থন করে। ‘ক’ দল কোনটি? (প্রয়োগ)
ক ন্যাপ খ কমিউনিস্ট পার্টি
গ পিডিপি ঘ জাতীয় কংগ্রেস

৮২. মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করার কারণ কী ছিল? (অনুধাবন)
ক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য খ সাংস্কৃতিক মুক্তির জন্য
গ দেশকে মেধাশূন্য করার জন্য ঘ যুদ্ধ জয়ের জন্য

৮৩. মুজিব বাহিনী গঠিত হয়েছিল মূলত ছাত্রদের নিয়ে। এটি কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
ক স্বাধীনতা অর্জনে ছাত্রদের ভূমিকা মুখ্য

খ ছাত্ররাই একমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ছিল
গ এ বাহিনীতে ছাত্রদের আধিক্য ছিল বেশি
ঘ শেখ মুজিবুর রহমান ছাত্রদের যুদ্ধে আসার জন্য উৎসাহ দেন

৮৪. যুদ্ধের সময় ছাত্ররা কোথায় প্রশিক্ষণ নেয়? (জ্ঞান)
ক ভারতে খ ভুটানে গ পাকিস্তানে ঘ রাশিয়ায়

৮৫. মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা? (জ্ঞান)
ক ছাত্ররা খ কৃষকরা
গ নারীরা ঘ গণসাইন কর্মীরা

৮৬. মুজিববাহিনী গঠিত হয় কাদের সহায়তায়? (জ্ঞান)
ক ছাত্র-ছাত্রী খ পুলিশ
গ বুদ্ধিজীবী ঘ কৃষক-শ্রমিক

৮৭. চাকরিজীবীরা মুক্তিযুদ্ধে ভূমিকা রাখে কীভাবে? (অনুধাবন)
ক চাকরি থেকে বিরত থেকে পাকিস্তান সরকারকে অসহযোগিতার মাধ্যমে

খ পাকিস্তানিদের বিনা কারণে হত্যা করে
গ পাকিস্তানি হানাদারদের অস্ত্র লুট করে
ঘ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে

৮৮. ১৯৭১ সালে গঠিত সংগ্রাম পরিষদে নারীদের মধ্যে কাদের অংশ গ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল? (অনুধাবন)
ক কিশোরীদের খ ছাত্রীদের গ বিধবাদের ঘ গৃহিণীদের

৮৯. মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের বঙ্গবন্ধু কী নামে সম্বোধন করেছেন? (অনুধাবন)
ক বীরাঙ্গনা খ বীরপ্রতীক গ বীরবিক্রম ঘ বীরশ্রেষ্ঠ

৯০. চট্টগ্রাম বেতারশিল্পী ও সংস্কৃতিকর্মীরা স্বাধীন বাংলা বেতারকেন্দ্র চালু করেন কত তারিখে? (জ্ঞান)
ক ২৫ মার্চ খ ২৬ মার্চ গ ২৭ মার্চ ঘ ২৯ মার্চ

৯১. মুক্তিযুদ্ধের জন্য কারা অর্থ সংগ্রহ করেছেন? (জ্ঞান)
ক প্রবাসী বাঙালিরা খ বুদ্ধিজীবীরা
গ শিল্পীরা ঘ সাহিত্যিকরা

৯২. চরমপত্র কখন প্রচার করা হয়? (অনুধাবন)
ক ভাষা আন্দোলনের সময় খ ৬ দফার সময়
গ দেশ ভাগের সময় ঘ স্বাধীনতা যুদ্ধের সময়

৯৩. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব দেন কে? (জ্ঞান)
ক শেখ মুজিবুর রহমান খ জিয়াউর রহমান
গ এম এ জি ওসমানী ঘ তাজউদ্দিন আহমদ

৯৪. ২৬ মার্চ জনাব ‘ক’ বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রটির? (প্রয়োগ)
ক এম এ হান্নান খ তাজউদ্দিন আহমদ
গ শেখ মুজিবুর রহমান ঘ সৈয়দ নজরুল

৯৫. মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন? (জ্ঞান)
ক তাজউদ্দিন আহমদ খ শেখ মুজিবুর রহমান
গ মনসুর আলী ঘ সৈয়দ নজরুল ইসলাম

৯৬. বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব প্রদান করেন? (জ্ঞান)
ক সৈয়দ নজরুল ইসলাম খ এম মনসুর আলী
গ তাজউদ্দিন আহমদ ঘ মওলানা ভাসানী

৯৭. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন? (জ্ঞান)
ক শেখ মুজিবুর রহমান খ তাজউদ্দিন আহমদ
গ নজরুল ইসলাম ঘ মওলানা ভাসানী

৯৮. স্বাধীনতা অর্জনে এম মনসুর আলীর ভূমিকা ছিল অপরিসীম। এর যথার্থতা নিরূপণে কী বলা যায়? (উচ্চতর দক্ষতা)
ক তিনি লাখ লাখ শরণার্থীর জন্য ত্রাণ সংগ্রহ করেছেন
খ যুদ্ধকালীন সময়ে অন্ন, বস্ত্র, অস্ত্রের প্রশিক্ষণের অর্থ সংগ্রহ করেছেন এবং এর ব্যবহার শিখিয়েছেন

গ বঙ্গবন্ধুর অবর্তমানে যুদ্ধের সঠিক নির্দেশনা দিয়েছেন
ঘ যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছেন

৯৯. ১৯৭১ সালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ অনেক ত্যাগ স্বীকার করেছেন কেন? (অনুধাবন)
ক নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য খ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য
গ উপদেষ্টা পরিষদ গঠনের জন্য ঘ শান্তি কমিটি গঠনের জন্য

১০০. স্বাধীনতা যুদ্ধের সময় মতিন সাহেব পার্শ্ববর্তী দেশে অবস্থান নিয়ে স্বাধীনতার পক্ষে প্রচার চালাতেন। তার সাথে সাদৃশ্য রয়েছে কার? (প্রয়োগ)
ক শহিদ সোহরাওয়ার্দী খ মওলানা ভাসানী
গ মনোরঞ্জন ধর ঘ শেখ মুজিবুর রহমান

১০১. মুক্তিযুদ্ধে মওলানা ভাসানীর ভূমিকা কী ধরনের ছিল? (অনুধাবন)
ক যুদ্ধ চলাকালীন খাদ্য, বস্ত্র ও অস্ত্রের ব্যবস্থা করেছেন

খ ভারতে অবস্থান করে বিভিন্ন দেশকে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থনের আহ্বান জানিয়েছেন
গ যুদ্ধের বিপক্ষে প্রচারণা চালিয়েছেন
ঘ অর্থ ও অস্ত্র সরবরাহের ব্যবস্থা করতেন

১০২. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? (জ্ঞান)
ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ তাজউদ্দিন আহমদ
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ জিয়াউর রহমান

১০৩. ১৯৭১ সালে গণহত্যা শুরু হলে এ দেশের প্রায় এক কোটি মানুষ পার্শ্ববর্তী কোন দেশে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়? (জ্ঞান)
ক ভারত খ ভুটান গ নেপাল ঘ মিয়ানমার

১০৪. মুজিবনগর সরকার গঠনের পর বাংলার স্বাধীনতাকামী জনগণ ভারতে যায় কেন? (অনুধাবন)
ক নিরাপত্তার জন্য খ স্থায়ীভাবে বাস করতে
গ ভারতে নাগরিক সুবিধা বেশি ছিল ঘ প্রশিক্ষণ ও অস্ত্রের জন্য

১০৫. মুক্তিযোদ্ধাদের যুদ্ধের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কোন দেশ? (জ্ঞান)
ক আমেরিকা খ নেপাল গ চীন ঘ ভারত

১০৬. মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
ক মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য
খ ভেটো প্রদানের জন্য

গ ভাষা আন্দোলনে সহযোগিতার জন্য
ঘ পাকবাহিনীকে সহযোগিতার জন্য

১০৭. ১৯৭১ সালের কোন তারিখে ভারত সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? (জ্ঞান)
ক ২২ অক্টোবর খ ৩ ডিসেম্বর গ ৬ ডিসেম্বর ঘ ১৬ ডিসেম্বর

১০৮. কোন দেশের সরকার ‘যৌথ কমান্ড’ গঠন করে? (জ্ঞান)
ক বাংলাদেশ খ ভারত গ ভুটান ঘ ঘানা

১০৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর কোন দেশ বেশি অবদান রাখে? (জ্ঞান)
ক রাশিয়া খ ভুটান গ আমেরিকা ঘ চীন

১১০. সোভিয়েত ইউনিয়ন কীভাবে মুক্তিযুদ্ধে অবদান রাখে? (অনুধাবন)
ক বাংলাদেশকে অস্ত্র দিয়ে
খ যুদ্ধ বন্ধের জন্য ইয়াহিয়াকে আহ্বান করে
গ পাকিস্তানে হামলা চালিয়ে
ঘ অর্থের জোগান দিয়ে

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *