SSC পদার্থবিজ্ঞান:দ্বিতীয় অধ্যায় MCQ উত্তরসহ(PDF ফ্রি)

SSC পদার্থবিজ্ঞান:দ্বিতীয় অধ্যায় MCQ উত্তরসহ(PDF ফ্রি)

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. লাইসোসোমের কাজ কোনটি?
ক খাদ্য তৈরি খ শক্তি উৎপাদন
গ জীবাণুভক্ষণ ঘ আমিষ সংশ্লেষণ

২. অ্যামিবা একটি প্রাণিকোষ কারণ এর-
র. কেন্দ্রিকার গঠন সুসম্পূর্ণ
রর. বর্ণ গঠনকারী অঙ্গ আছে
ররর. কোষ ঝিল্লি দেখা যায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রোহিত গ্রামের বাড়িতে যাবার সময় দেখল একজন লোক পাটগাছ থেকে আঁশ ছাড়াচ্ছে।

৩. উদ্দীপকের সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান?
ক প্যারেনকাইমা খ কোলেনকাইমা
গ ক্লোরেনকাইমা ঘ স্কে¬রেনকাইমা

৪. উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে-
র. কোষপ্রাচীর লিগনিনযুক্ত রর. কোষপ্রাচীরের পুরুত্ব অসমান
ররর. কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর

৫. ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে

খ কোষগুলো মাকু আকৃতির
গ ইন্টারক্যালাটেড ডিস্ক আছে
ঘ প্রধানত অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালনে অংশ নেয়

৬. পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না?
ক সঙ্গীকোষ খ সিভকোষ গ ভেসেল ঘ ট্রাকিড

৭. রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত?
ক ৮ – ৯% খ ১০ – ১২%
গ ১৫ – ২০% ঘ ২৫ -৩০%

৮. নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বহন করে কোনটি?
ক অ্যাক্সন খ কোষদেহ গ সিনাপস ঘ ডেনড্রেন

৯. পার্শ্বীয় জোড়াকূপ এর সাহায্যে পানি চলাচল করে কোন কোষে?
ক ট্রাকিড খ ভেসেলে গ সিভকোষ ঘ সঙ্গীকোষ

১০. কোনটি প্লাস্টিড নয়?
ক ক্লোরোপ্লাস্ট খ টনোপ্লাস্ট
গ ক্রোমোপ্লাস্ট ঘ লিউকোপ্লাস্ট

১১. মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি?
ক কোষকে রক্ষা করা খ শক্তি উৎপাদন করা
গ বংশবৃদ্ধি করা ঘ খাদ্য তৈরি করা

১২. প্লাস্টিড কত প্রকার?
ক ১ খ ২ গ ৩ ঘ ৪

১৩. প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়?
ক গ্রানা খ ম্যাট্রিক্স গ স্ট্রোমা ঘ সেন্ট্রিওল

১৪. সরল টিস্যু কত প্রকার?
ক ৬ খ ৫ গ ৪ ঘ ৩

১৫. প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?
ক জীবিত, সমব্যাসীয় খ পুরু প্রাচীরযুক্ত, ফাঁকা নাই
গ প্রোটোপ্লাজমপূর্ণ, নিউক্লিয়াসবিহীন ঘ লিগনিনযুক্ত, খাটো

১৬. কোষ ঝিল্লি কী দ্বারা গঠিত?
ক প্রোটিন খ লিপিড
গ লিপিড ও প্রোটিন ঘ সেলুলোজ

১৭. নিচের কোনটি জীবকোষে আমিষ সংশ্লেষণের সাথে জড়িত?
ক রাইবোসোম খ গলজি বস্তু
গ লাইসোসোম ঘ কোষগহ্বর

১৮. প্রাথমিক জাইলেম কত ধরনের?
ক ২ খ ৩ গ ৪ ঘ ৫

১৯. রক্ত রসের রং কেমন?
ক লাল খ Clr লালাভ গ হলুদ ঘ Clr হলুদাভ

২০. পাতার কোন অংশ সূর্যরশ্মিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে?
ক ম্যাট্রিক্স খ স্ট্রোমা ল্যামেলাম
গ গ্রানা ঘ অন্তঃস্তর

নোট : পাতার স্থলে প্লাস্টিড হলে উত্তর গ্রানা। বিদ্যমান প্রশ্নে উত্তর অন্তঃস্তর।
২১. প্রোটিন সংশ্লেষণ করে
ক সেন্ট্রোসোম ও ক্রোমোসোম

খ ক্রোমোসোম ও লাইসোসোম
গ লাইসোসোম ও রাইবোসোম
ঘ রাইবোসোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

২২. নিউক্লিয়াসের বৈশিষ্ট্য হলো
র. নিউক্লিওলাস উপস্থিত

রর. বংশগতির বৈশিষ্ট্য নিহিত
ররর. আবরণী লিপিড ও প্রোটিনের তৈরি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

২৩. লোহিত রক্ত কণিকা
র. লৌহ জাতীয় যৌগ দ্বারা গঠিত

রর. আত্মরক্ষায় অংশগ্রহণ করে
ররর. অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

২৪. রক্ত রসের বৈশিষ্ট্য হলোÑ
র. কোনো ধাতব পদার্থ থাকে না
রর. রং Clr হলুদাভ
ররর. ৮-৯% জৈব ও অজৈব পদার্থ থাকে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের চিত্রটি লক্ষ কর এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :

২৫. উদ্দীপকের টিস্যুর বৈশিষ্ট্য হলো
ক গাছের সব অংশে পাওয়া যায় খ কোষের প্রান্তগুলো চতুর্ভুজাকার
গ কোষগুলোর প্রাচীর শক্ত ঘ কোষগুলো মৃত

২৬. উদ্দীপকের টিস্যুটি একটি উদ্ভিদে
র. খাদ্য সঞ্চয় করে
রর. যান্ত্রিক কাজে সহায়তা করে
ররর. পরিবহনে অংশ নেয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের চিত্রগুলো লক্ষ কর এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :

২৭. অ এর “জ” চিহ্নিত অংশে কোনটি ঘটে?
ক সূর্যালোক আবদ্ধ হয় খ উৎসেচক তৈরি হয়
গ রঞ্জক পদার্থ সংশ্লেষিত হয় ঘ খাদ্য সঞ্চিত হয়

২৮. চিত্র : অ এবং ই এ প্রদর্শিত অঙ্গাণুগুলো জীবের জন্য গুরুত্বপূর্ণ, কারণÑ
র. দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে

রর. খাদ্য পরিবহন করে
ররর. খাদ্য উৎপাদনে অংশ নেয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের চিত্রগুলো লক্ষ কর এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :

চিত্র : ঢ চিত্র : ণ
২৯. ঢ–চিত্রের টিস্যু
র. ভঙ্গুর ও অনমনীয়

রর. ক্যালসিয়ামজাতীয় পদার্থ দিয়ে তৈরি
ররর. নরম ও নাজুক অঙ্গসমূহ রক্ষা করে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩০. ঢ ও ণ চিত্রের টিস্যুতে
র. মাতৃকার পরিমাণ বেশি

রর. দৈহিক বৃদ্ধি ঘটে
ররর. চলন ও পরিবহনে সাহায্য হয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের চিত্রটি লক্ষ কর এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও :

৩১. চিত্রে উল্লেখিত কোষটির নাম কী?
ক ট্রাকিড খ ভেসেল
গ জাইলেম ফাইবার ঘ সঙ্গী কোষ

৩২. উদ্দীপকের কোষটি
র. ফার্নবর্গ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদে দেখা যায়

রর. কোষ রসের পরিবহন অঙ্গতে দৃঢ়তা প্রদান করে
ররর. খাদ্য সঞ্চয়ের সাথে জড়িত

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
কোষের ভেতরে অর্ধস্বচ্ছ, থকথকে জেলির ন্যায় বস্তু থাকে তাকেই প্রোটোপ্লাজম বলে। এই প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকাটি সরিয়ে নিলে যে জেলি সদৃশ বস্তু থাকে তাকেই সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের ভেতরে অনেক ধরনের অঙ্গাণু থাকে।

৩৩. প্রোটোপ্লাজমের কেন্দ্রিকাটির নাম কী?
ক কোষগহ্বর খ নিউক্লিয়াস গ মাইটোকন্ড্রিয়া ঘ রাইবোজোম

৩৪. সাইটোপ্লাজমের অঙ্গাণু নয় কোনটি?
ক কোষঝিল্লী খ গলজি বস্তু গ মাইটোকন্ড্রিয়া ঘ লাইসোসোম

কোষের প্রকারভেদ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৩৫. জীবদেহ গঠনের ও কাজের একক কী? (জ্ঞান)
ক টিস্যু কোষ খ কোষ
গ কোষ অঙ্গাণু ঘ প্রোটোপ্লাজম

৩৬. কোন কোষ অঙ্গাণুটি আদি কোষে থাকে? (জ্ঞান)
ক রাইবোসোম খ মাইটোকন্ড্রিয়া
গ প্লাস্টিড ঘ সুগঠিত নিউক্লিয়াস

৩৭. নিচের কোনটি আদি কোষের উদাহরণ? (অনুধাবন)
ক প্যারেনকাইমা কোষ খ প্রাণি কোষ
গ ব্যাকটেরিয়া ঘ অ্যামিবা

৩৮. প্রকৃত কোষের উদাহরণ কোনটি? (অনুধাবন)
ক নীলাভ সবুজ শৈবাল খ ব্যাকটেরিয়া
গ প্লাস্টিড ঘ প্যারেনকাইমা কোষ

৩৯. সবুজ শৈবাল কী? (অনুধাবন)
ক আদি কোষী খ প্রকৃত কোষী গ অকোষী ঘ জড় বস্তু

৪০. ব্যাকটেরিয়া ও মানুষ উভয়ের কোষেই কোন কোষ অঙ্গাণুটি পাওয়া যায়? (প্রয়োগ)
ক সেন্ট্রোসোম খ লাইসোসোম
গ রাইবোসোম ঘ মাইটোকন্ড্রিয়া

৪১. নিচের কোনটি প্রকৃত কোষ? (অনুধাবন)
ক নস্টক খ ব্যাকটেরিয়া
গ E.coli  ঘ অ্যামিবা

৪২. আবরণীবিহীন নিউক্লিয় বস্তু দেখা যায় কোনটিতে? (অনুধাবন)
ক সবুজ শৈবালে ও ছত্রাকে

খ ব্যাকটেরিয়া ও ছত্রাকে
গ ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালে
ঘ ব্যাকটেরিয়া ও সবুজ শৈবালে

৪৩. নিউক্লিয়ার ঝিল্লী পরিবেষ্টিত নিউক্লিয়াস থাকে কোনটিতে? (অনুধাবন)
ক ব্যাকটেরিয়া খ অ্যামিবা গ নস্টক ঘ ভাইরাস

৪৪. নতুন জীবের দেহ গঠনের সূচনা করে কোনটি? (অনুধাবন)
ক দেহকোষ খ জাইগোট
গ জনন কোষ ঘ জনন মাতৃকোষ

৪৫. মাতৃ ও পিতৃজনন কোষ মিলিত হয়ে গঠন করে কোনটি? (অনুধাবন)
ক জাইগোট খ গ্যামেট
গ দেহকোষ ঘ জনন মাতৃকোষ

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৬. ব্যাকটেরিয়া কোষে-

র. সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত
রর. রাইবোসোম থাকে
ররর. সুগঠিত নিউ¬িয়াস অনুপস্থিত

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক রর খ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৭. ইউক্যারিওটিক জীবদের নিউক্লিয়াস-
র. কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে

রর. বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে
ররর. ক্রোমোসোমের আকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও :

একদল ছাত্র তাদের শিক্ষককে কিছু শৈবাল দেখাল। শিক্ষক বললেন এগুলো নীলাভ সবুজ শৈবাল, এদের কোষ আমাদের কোষগুলোর মতো নয়।

৪৮. ছাত্রদের শৈবালটির কোষ কী ধরনের? (অনুধাবন)
ক প্রকৃত কোষ খ আদি কোষ
গ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত ঘ সকল কোষ অঙ্গাণু যুক্ত

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *