নবম-দশম শ্রেণি:দ্বিতীয় অধ্যায় MCQ (উত্তরসহ ফ্রি PDF)
আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. আমাদের দেশের মোট জাতীয় উৎপাদনের কত ভাগ আসে সেবা খাত থেকে? (জ্ঞান)
ক ১০ খ ২০ গ ৩০ ঘ ৫০
২. জাতীয় উৎপাদনের কত ভাগ আসে কৃষি খাত থেকে? (জ্ঞান)
ক ১০ খ ২০ গ ৩০ ঘ ৫০
৩. আমাদের জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ভাগ? (জ্ঞান)
ক ১০ খ ২০ গ ৩০ ঘ ৫০
৪. যে কোনো দেশের উন্নয়নে কোনটি মুখ্য ভূমিকা পালন করে? (জ্ঞান)
ক সেবাখাত খ শিল্পখাত
গ কৃষিখাত ঘ বিনিয়োগখাত
৫. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতেরই উন্নয়ন সম্ভব? (জ্ঞান)
ক উদ্যোগ খ ব্যবসায় উদ্যোগ
গ শিল্পোদ্যোগ ঘ শিল্পোদ্যোক্তা
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি:দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি:দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
- উত্তর ডাউনলোড করুন> (PDF)নবম-দশম শ্রেণি:ব্যবসায় উদ্যোগ MCQ (উত্তরসহ)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি :ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি
- উত্তর ডাউনলোড করুন>SSC:ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিংসমন্বিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
৬. আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে কোনটি? (জ্ঞান)
ক ব্যবসায় উদ্যোগ খ উদ্যোগ
গ শিল্পখাত ঘ ব্যবসায় পরিবেশ
৭. কোনটির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব? (জ্ঞান)
ক নতুন যন্ত্রপাতি ক্রয় খ নতুন উদ্যোক্তা সৃষ্টি
গ নতুন শিল্প স্থাপন ঘ ব্যাপক এলাকা বিদ্যুতায়ন
৮. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি বৃদ্ধি পায়? (জ্ঞান)
ক জাতীয় আয় খ সম্পদের সুষ্ঠু ব্যবহার
গ কর্মী ঘ ব্যয়
৯. জনাব আসলাম শহরে একটি ইস্পাত কারখানা স্থাপন করলে তার ব্যবসায়টি কোন ক্ষেত্রে অবদান রাখবে? (উচ্চতর দ্দক্ষতা)
ক জাতীয় আয় বৃদ্ধিতে খ বৈদেশিক সাহায্য আনতে
গ সম্পদ গঠনে ঘ ইস্পাতের চাহিদা বাড়াতে
১০. সরকারের জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করে কে? (অনুধাবন)
ক উদ্যোক্তা খ বৈদেশিক কূটনৈতিক
গ ভোক্তা ঘ বেকার যুবক
১১. রহিম যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মাছ চাষ শুরু করেন। ব্যবসায়ে লাভ হলে তিনি ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করেন। তিনি কীভাবে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখেন? (প্রয়োগ)
ক মুনাফা অর্জন খ সামাজিক দায়বদ্ধতা
গ জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি ঘ পারিবারিক সম্পদ বৃদ্ধি
১২. শিল্পকারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে দেশে কী সৃষ্টি হয়? (অনুধাবন)
ক সম্পদ খ কর্মসংস্থান গ মূলধন ঘ উন্নয়ন
১৩. মাকসুদ শিল্পকারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের ব্যবস্থা করেছেন। তিনি এর মাধ্যমে কোনটি দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন? (প্রয়োগ)
ক অশিক্ষা খ সন্ত্রাস গ বেকারত্ব ঘ কুশিক্ষা
১৪. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে কে ভূমিকা রাখে? (জ্ঞান)
ক ক্রেতা খ ভোক্তা
গ উদ্যোক্তা ঘ বৈদেশিক কূটনৈতিক
১৫. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি অনেকাংশে হ্রাস করা যায়? (জ্ঞান)
ক অশিক্ষা খ পরনির্ভরশীলতা
গ অভাব ঘ সন্ত্রাস
১৬. অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে কোনটি? (জ্ঞান)
ক উদ্যোগ খ ব্যবসায় উদ্যোগ
গ সামাজিক উদ্যোগ ঘ শিল্পোদ্যোগ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭. বাংলাদেশ একটি (অনুধাবন)
র. কৃষিনির্ভর দেশ
রর. উন্নত দেশ
ররর. উন্নয়নশীল দেশ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮. ব্যবসায় উদ্যোগ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে- (অনুধাবন)
র. প্রাকৃতিক সম্পদের
রর. মানবসম্পদের
ররর. শিল্প সম্পদের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে- (অনুধাবন)
র. মানবসম্পদ উন্নয়নে
রর. দেশের আয় বৃদ্ধিতে
ররর. বেকার সমস্যা সমাধানে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০. রফিক একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি অদক্ষ জনসংখ্যার জন্য করতে পারেন- (প্রয়োগ)
র. উৎপাদনশীল কাজে নিয়োজিতকরণ
রর. দক্ষ মানবসম্পদ রূপান্তর
ররর. ঋণদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১. কোনটি ব্যবসায় পরিচালনার আনুষঙ্গিক সুবিধা? (অনুধাবন)
ক অর্থ খ মূলধন গ বিদ্যুৎ ঘ সংগঠন
২২. অনুকূল ব্যবসায়িক পরিবেশের জন্য কোনটি থাকা উচিত? (জ্ঞান)
ক ব্যাংক ঋণ খ উদ্যোক্তা
গ সরকারি পৃষ্ঠপোষকতা ঘ বৈদেশিক সাহায্য
২৩. ব্যবসায়ীদের কর মওকুফ ও বিনা সুদে মূলধন সরবরাহে সহায়তা করে কে? (জ্ঞান)
ক বৈদেশিক কূটনীতি খ এনজিও
গ সরকার ঘ ভোক্তা
২৪. কোনটি ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করে? (অনুধাবন)
ক ক্রেতা বৃদ্ধি খ খনিজ সম্পদের আবিষ্কার
গ প্রযুক্তিগত উন্নয়ন ঘ রাজনৈতিক স্থিতিশীলতা
২৫. রাজন একজন মোবাইল রপ্তানিকারক। তার ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কোনটি ভূমিকা রাখবে? (প্রয়োগ)
ক সরকারি পৃষ্ঠপোষকতা খ শিক্ষাগত যোগ্যতা
গ প্রশিক্ষণের সুযোগ ঘ রাজনৈতিক স্থিতিশীলতা
২৬. কোনটি অনুকূল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সহজ হয়? (জ্ঞান)
ক মূলধন ব্যবস্থা খ জলবায়ু
গ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘ জনশক্তির যথার্থ প্রশিক্ষণ
২৭. ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি কোনটি? (জ্ঞান)
ক প্রতিকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি খ বিক্রয় হ্রাস
গ যাতায়াত সমস্যা ঘ বিমার অভাব
২৮. ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন কোনটি? (জ্ঞান)
ক শ্রমিক খ উদ্যোগ গ্রহণ গ মূলধন ঘ কলাকৌশল
২৯. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কোনটি অপরিহার্য? (জ্ঞান)
ক শ্রমিক খ মূলধন গ কাঁচামাল ঘ সংগঠন
৩০. দেশে কোনটির সম্প্রসারণ করলে নতুন উদ্যোক্তারা পুঁজির যোগান পাবে? (অনুধাবন)
ক মূলধন ব্যাংকিং গ সমবায় ঘ শিল্প
৩১. কোনটির অভাবে সুযোগ থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নেয়া ব্যাহত হয়? (জ্ঞান)
ক প্রশিক্ষণ খ সম্পদ গ জনশক্তি ঘ মেধা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩২. ব্যবসায় উদ্যোগ গড়ে তোলার অনুকূল পরিবেশ- (অনুধাবন)
র. উন্নত অবকাঠামো উপাদান
রর. আর্থসামাজিক স্থিতিশীল
ররর. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৩৩. বাংলাদেশে খুব বেশি ঘাটতি নেই- (অনুধাবন)
র. মেধার
রর. মননের
ররর. দক্ষতার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৪. বিশ্বের উন্নত দেশসমূহের অগ্রগতির প্রধান কারণ হলো (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার অনুকূল পরিবেশ
রর. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
ররর. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৫. ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সরকারি সিন্ধান্ত হলো- (প্রয়োগ)
র. কর মওকুফ
রর. বিনাসুদে মূলধন সরবরাহ
ররর. স্বল্প সুদে মূলধন সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৬. যে কোনো ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পুঁজি বা মূলধন। কারণ (উচ্চতর দক্ষতা)
র. মূলধনের স্বল্পতার জন্য অধিকাংশ ব্যবসায় স্থাপন করা সম্ভব নয়
রর. ব্যবসায় পরিচালনা সম্ভব হয় না
ররর. ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৭. সফল উদ্যোক্তাকে আগেই কী বিবেচনা করতে হয়? (অনুধাবন)
ক মূলধন খ ব্যবসায়ের আকার
গ ব্যবসায়ের ঝুঁকি ঘ ব্যবসায়ের শ্রমিক
৩৮. ব্যবসায় উদ্যোগের সাথে কীসের সম্পর্ক সর্বদা বিদ্যমান? (জ্ঞান)
ক লাভ খ লোকসান
গ ঝুঁকি ঘ মূলধন
৩৯. যে ব্যবসায় ঝুঁকি বেশি তাতে কী বিদ্যমান? (জ্ঞান)
ক কম ব্যয় খ বেশি ব্যয়
গ বেশি মুনাফা ঘ কম মুনাফা
৪০. কম ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে কোনটি সীমিত? (জ্ঞান)
ক লোকসান খ মুনাফা
গ ব্যয় ঘ মূলধন
৪১. আলমাস একটি মুদির দোকান দিল। তার ব্যবসায়ে লাভের পরিমাণ কীরূপ? (প্রয়োগ)
ক সীমিত খ বেশি
গ পর্যাপ্ত ঘ অত্যধিক
৪২. কাক্সিক্ষত মুনাফা থেকে অর্জিত মুনাফা কম হওয়াকে কী বলে? (জ্ঞান)
ক ঝুঁকি খ পণ্য ঝুঁকি
গ আর্থিক ঝুঁকি ঘ কোনো ঝুঁকি নয়
৪৩. হাসিব আলী তার কাপড়ের ব্যবসায় হতে ২০১২ সালে ১,০০,০০০ টাকা মুনাফা আশা করেছিল। কিন্তু বাস্তবে ৮০,০০০ টাকা মুনাফা হলো। এটি তার ব্যবসায়ের কোন ধরনের ঝুঁকি? (প্রয়োগ)
ক আর্থিক ঝুঁকি খ অনার্থিক ঝুঁকি
গ মূলধনের ঝুঁকি ঘ সম্পদের ঝুঁকি
৪৪. কী করলে ব্যবসায়ের ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়? (জ্ঞান)
ক ঝুঁকি নিরূপণ খ অধিকার
গ ম্যানেজার নিয়োগ ঘ অধিক বিনিয়োগ
৪৫. সবসময় কী পরিমাণ ঝুঁকি গ্রহণ করতে হয়? (জ্ঞান)
ক স্বল্প ঝুঁকি খ অধিক ঝুঁকি
গ পরিমিত ঝুঁকি ঘ অনির্ধারিত ঝুঁকি
৪৬. কোন কারণে উদ্যোক্তার যে কোনো পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে? (অনুধাবন)
ক মাত্রাতিরিক্ত ঝুঁকি খ আর্থিক ঝুঁকি
গ অনার্থিক ঝুঁকি ঘ সম্পদের ঝুঁকি
৪৭. নিচের কোনটি উদ্যোক্তাকে ব্যর্থতার মুখ দেখাতে পারে? (অনুধাবন)
ক সততা খ অতি আত্মবিশ্বাস
গ ধৈর্য ঘ ঝুঁকি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৮. একজন সফল উদ্যোক্তা সর্বদা- (অনুধাবন)
র. ঝুঁকি আগেই নিরূপণ করেন
রর. ঝুঁকি হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেন
ররর. পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৯. যেকোনো পরিকল্পনাকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে- (অনুধাবন)
র. মাত্রাতিরিক্ত ঝুঁকি
রর. অতি আত্মবিশ্বাস
ররর. অধিক পরামর্শ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
বাংলাদেশ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫০. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কোনটি? (অনুধাবন)
ক অত্যধিক প্রচার খ সুষ্ঠু পরিকল্পনার অভাব
গ চাকরির সহজলভ্যতা ঘ পর্যাপ্ত কারিগরি শিক্ষা
৫১. আমাদের দেশে ব্যাপকভাবে কোনটির অভাব রয়েছে? (জ্ঞান)
ক সুপরিকল্পনা গ্রহণের খ শ্রমিকের
গ কাঁচামালের ঘ অর্থের
৫২. বাংলাদেশের মানুষ কোনটির প্রতি সবচেয়ে বেশি নির্ভরশীল? (জ্ঞান)
ক শিল্প খ কৃষি গ ব্যবসায়বাণিজ্য ঘ সেবা
৫৩. ছাত্রছাত্রীদের ভবিষ্যতে ব্যবসায় উদ্যোগ গ্রহণের অভ্যাস আমাদের দেশে গড়ে না ওঠার কারণ কোনটি? (জ্ঞান)
ক বৃত্তিমূলক শিক্ষার অভাব খ প্রচার-প্রচারণার অভাব
গ উৎসাহ প্রদানের অভাব ঘ মূলধনের অভাব
৫৪. আমাদের শিক্ষাব্যবস্থা কীরূপ? (জ্ঞান)
ক কারিগরি খ বৃত্তিমূলক গ নিয়মতান্ত্রিক ঘ মুখস্থ নির্ভর
৫৫. আজম অষ্টম শ্রেণিতে পড়ে। সে ভবিষ্যতে উদ্যোক্তা হতে চায়। এক্ষেত্রে কোন ধরনের শিক্ষা তাকে সহায়তা করতে পারে?
ক সাধারণ শিক্ষা খ বৃত্তিমূলক শিক্ষা
গ মুখস্থনির্ভর শিক্ষা ঘ তাত্ত্বিক শিক্ষা
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি: বিভিন্ন স্কুলের নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> ফিন্যান্স ও ব্যাংকিং:এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC:ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল প্রশ্ন (উত্তরসহ)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিংMCQ দ্বিতীয় অধ্যায় (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF)
৫৬. উদ্যোক্তার যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে নিচের কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ? (উচ্চতর দক্ষতা)
ক ব্যক্তিত্ব খ পণ্যসেবা
গ প্রচার ও বিজ্ঞাপন ঘ সময়োপযোগী ধারণা
৫৭. দরিদ্র সুমনের মুদির দোকান প্রতিষ্ঠার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও সে তা চালু করতে পারছে না। এর প্রধান কারণ কোনটি? (প্রয়োগ)
ক রাজনৈতিক অস্থিরতা খ সুষ্ঠু পরিকল্পনার অভাব
গ অপর্যাপ্ত মূলধন ঘ শিক্ষার অভাব
৫৮. অর্থসংস্থানের অপর্যাপ্ততা কীভাবে সৃষ্টি হয়? (অনুধাবন)
ক প্রশিক্ষণ কর্মসূচির অভাবে খ বিনিয়োগ পরামর্শের অভাবে
গ বাস্তবভিত্তিক পরিকল্পনার অভাবে ঘ প্রয়োজনীয় মূলধনের অভাবে
৫৯. কোনটির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা কাক্সিক্ষত মাত্রা উৎপাদনে ব্যর্থ হয়? (অনুধাবন)
ক স্থায়ী মূলধন খ চলতি মূলধন
গ বিনিয়োগ মূলধন ঘ স্থায়ী স্থাপন
৬০. কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অন্যতম বাধা কোনটি? (জ্ঞান)
ক প্রশিক্ষণের অভাব খ আইনের অভাব
গ অশিক্ষিত জনগণ ঘ রাজনৈতিক অস্থিরতা
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।