নবম-দশম শ্রেণি:দ্বিতীয় অধ্যায় MCQ (উত্তরসহ ফ্রি PDF)

নবম-দশম শ্রেণি:দ্বিতীয় অধ্যায় MCQ (উত্তরসহ ফ্রি PDF)

আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. আমাদের দেশের মোট জাতীয় উৎপাদনের কত ভাগ আসে সেবা খাত থেকে? (জ্ঞান)
ক ১০ খ ২০ গ ৩০ ঘ ৫০

২. জাতীয় উৎপাদনের কত ভাগ আসে কৃষি খাত থেকে? (জ্ঞান)
ক ১০ খ ২০ গ ৩০ ঘ ৫০

৩. আমাদের জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ভাগ? (জ্ঞান)
ক ১০ খ ২০ গ ৩০ ঘ ৫০

৪. যে কোনো দেশের উন্নয়নে কোনটি মুখ্য ভূমিকা পালন করে? (জ্ঞান)
ক সেবাখাত খ শিল্পখাত
গ কৃষিখাত ঘ বিনিয়োগখাত

৫. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতেরই উন্নয়ন সম্ভব? (জ্ঞান)
ক উদ্যোগ খ ব্যবসায় উদ্যোগ
গ শিল্পোদ্যোগ ঘ শিল্পোদ্যোক্তা

৬. আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে কোনটি? (জ্ঞান)
ক ব্যবসায় উদ্যোগ খ উদ্যোগ
গ শিল্পখাত ঘ ব্যবসায় পরিবেশ

৭. কোনটির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব? (জ্ঞান)
ক নতুন যন্ত্রপাতি ক্রয় খ নতুন উদ্যোক্তা সৃষ্টি
গ নতুন শিল্প স্থাপন ঘ ব্যাপক এলাকা বিদ্যুতায়ন

৮. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি বৃদ্ধি পায়? (জ্ঞান)
ক জাতীয় আয় খ সম্পদের সুষ্ঠু ব্যবহার
গ কর্মী ঘ ব্যয়

৯. জনাব আসলাম শহরে একটি ইস্পাত কারখানা স্থাপন করলে তার ব্যবসায়টি কোন ক্ষেত্রে অবদান রাখবে? (উচ্চতর দ্দক্ষতা)
ক জাতীয় আয় বৃদ্ধিতে খ বৈদেশিক সাহায্য আনতে
গ সম্পদ গঠনে ঘ ইস্পাতের চাহিদা বাড়াতে

১০. সরকারের জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করে কে? (অনুধাবন)
ক উদ্যোক্তা খ বৈদেশিক কূটনৈতিক
গ ভোক্তা ঘ বেকার যুবক

১১. রহিম যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মাছ চাষ শুরু করেন। ব্যবসায়ে লাভ হলে তিনি ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করেন। তিনি কীভাবে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখেন? (প্রয়োগ)

ক মুনাফা অর্জন খ সামাজিক দায়বদ্ধতা
গ জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি ঘ পারিবারিক সম্পদ বৃদ্ধি

১২. শিল্পকারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে দেশে কী সৃষ্টি হয়? (অনুধাবন)
ক সম্পদ খ কর্মসংস্থান গ মূলধন ঘ উন্নয়ন

১৩. মাকসুদ শিল্পকারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের ব্যবস্থা করেছেন। তিনি এর মাধ্যমে কোনটি দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন? (প্রয়োগ)
ক অশিক্ষা খ সন্ত্রাস গ বেকারত্ব ঘ কুশিক্ষা

১৪. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে কে ভূমিকা রাখে? (জ্ঞান)
ক ক্রেতা খ ভোক্তা
গ উদ্যোক্তা ঘ বৈদেশিক কূটনৈতিক

১৫. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি অনেকাংশে হ্রাস করা যায়? (জ্ঞান)
ক অশিক্ষা খ পরনির্ভরশীলতা
গ অভাব ঘ সন্ত্রাস

১৬. অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে কোনটি? (জ্ঞান)
ক উদ্যোগ খ ব্যবসায় উদ্যোগ
গ সামাজিক উদ্যোগ ঘ শিল্পোদ্যোগ

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭. বাংলাদেশ একটি  (অনুধাবন)

র. কৃষিনির্ভর দেশ
রর. উন্নত দেশ
ররর. উন্নয়নশীল দেশ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৮. ব্যবসায় উদ্যোগ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে- (অনুধাবন)
র. প্রাকৃতিক সম্পদের
রর. মানবসম্পদের
ররর. শিল্প সম্পদের

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৯. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে- (অনুধাবন)
র. মানবসম্পদ উন্নয়নে

রর. দেশের আয় বৃদ্ধিতে
ররর. বেকার সমস্যা সমাধানে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

২০. রফিক একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি অদক্ষ জনসংখ্যার জন্য করতে পারেন- (প্রয়োগ)
র. উৎপাদনশীল কাজে নিয়োজিতকরণ

রর. দক্ষ মানবসম্পদ রূপান্তর
ররর. ঋণদান

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

২১. কোনটি ব্যবসায় পরিচালনার আনুষঙ্গিক সুবিধা? (অনুধাবন)
ক অর্থ খ মূলধন গ বিদ্যুৎ ঘ সংগঠন

২২. অনুকূল ব্যবসায়িক পরিবেশের জন্য কোনটি থাকা উচিত? (জ্ঞান)
ক ব্যাংক ঋণ খ উদ্যোক্তা
গ সরকারি পৃষ্ঠপোষকতা ঘ বৈদেশিক সাহায্য

২৩. ব্যবসায়ীদের কর মওকুফ ও বিনা সুদে মূলধন সরবরাহে সহায়তা করে কে? (জ্ঞান)
ক বৈদেশিক কূটনীতি খ এনজিও
গ সরকার ঘ ভোক্তা

২৪. কোনটি ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করে? (অনুধাবন)
ক ক্রেতা বৃদ্ধি খ খনিজ সম্পদের আবিষ্কার
গ প্রযুক্তিগত উন্নয়ন ঘ রাজনৈতিক স্থিতিশীলতা

২৫. রাজন একজন মোবাইল রপ্তানিকারক। তার ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কোনটি ভূমিকা রাখবে? (প্রয়োগ)
ক সরকারি পৃষ্ঠপোষকতা খ শিক্ষাগত যোগ্যতা
গ প্রশিক্ষণের সুযোগ ঘ রাজনৈতিক স্থিতিশীলতা

২৬. কোনটি অনুকূল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সহজ হয়? (জ্ঞান)
ক মূলধন ব্যবস্থা খ জলবায়ু
গ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘ জনশক্তির যথার্থ প্রশিক্ষণ

২৭. ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি কোনটি? (জ্ঞান)
ক প্রতিকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি খ বিক্রয় হ্রাস
গ যাতায়াত সমস্যা ঘ বিমার অভাব

২৮. ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন কোনটি? (জ্ঞান)
ক শ্রমিক খ উদ্যোগ গ্রহণ গ মূলধন ঘ কলাকৌশল

২৯. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কোনটি অপরিহার্য? (জ্ঞান)
ক শ্রমিক খ মূলধন গ কাঁচামাল ঘ সংগঠন

৩০. দেশে কোনটির সম্প্রসারণ করলে নতুন উদ্যোক্তারা পুঁজির যোগান পাবে? (অনুধাবন)
ক মূলধন  ব্যাংকিং গ সমবায় ঘ শিল্প

৩১. কোনটির অভাবে সুযোগ থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নেয়া ব্যাহত হয়? (জ্ঞান)
ক প্রশিক্ষণ খ সম্পদ গ জনশক্তি ঘ মেধা

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩২. ব্যবসায় উদ্যোগ গড়ে তোলার অনুকূল পরিবেশ- (অনুধাবন)

র. উন্নত অবকাঠামো উপাদান
রর. আর্থসামাজিক স্থিতিশীল
ররর. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৩৩. বাংলাদেশে খুব বেশি ঘাটতি নেই- (অনুধাবন)

র. মেধার
রর. মননের
ররর. দক্ষতার

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩৪. বিশ্বের উন্নত দেশসমূহের অগ্রগতির প্রধান কারণ হলো (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার অনুকূল পরিবেশ

রর. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
ররর. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩৫. ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সরকারি সিন্ধান্ত হলো- (প্রয়োগ)
র. কর মওকুফ

রর. বিনাসুদে মূলধন সরবরাহ
ররর. স্বল্প সুদে মূলধন সরবরাহ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩৬. যে কোনো ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পুঁজি বা মূলধন। কারণ  (উচ্চতর দক্ষতা)
র. মূলধনের স্বল্পতার জন্য অধিকাংশ ব্যবসায় স্থাপন করা সম্ভব নয়

রর. ব্যবসায় পরিচালনা সম্ভব হয় না
ররর. ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে না

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৩৭. সফল উদ্যোক্তাকে আগেই কী বিবেচনা করতে হয়? (অনুধাবন)
ক মূলধন খ ব্যবসায়ের আকার
গ ব্যবসায়ের ঝুঁকি ঘ ব্যবসায়ের শ্রমিক

৩৮. ব্যবসায় উদ্যোগের সাথে কীসের সম্পর্ক সর্বদা বিদ্যমান? (জ্ঞান)
ক লাভ খ লোকসান
গ ঝুঁকি ঘ মূলধন

৩৯. যে ব্যবসায় ঝুঁকি বেশি তাতে কী বিদ্যমান? (জ্ঞান)
ক কম ব্যয় খ বেশি ব্যয়
গ বেশি মুনাফা ঘ কম মুনাফা

৪০. কম ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে কোনটি সীমিত? (জ্ঞান)
ক লোকসান খ মুনাফা
গ ব্যয় ঘ মূলধন

৪১. আলমাস একটি মুদির দোকান দিল। তার ব্যবসায়ে লাভের পরিমাণ কীরূপ? (প্রয়োগ)
ক সীমিত খ বেশি
গ পর্যাপ্ত ঘ অত্যধিক

৪২. কাক্সিক্ষত মুনাফা থেকে অর্জিত মুনাফা কম হওয়াকে কী বলে? (জ্ঞান)
ক ঝুঁকি খ পণ্য ঝুঁকি
গ আর্থিক ঝুঁকি ঘ কোনো ঝুঁকি নয়

৪৩. হাসিব আলী তার কাপড়ের ব্যবসায় হতে ২০১২ সালে ১,০০,০০০ টাকা মুনাফা আশা করেছিল। কিন্তু বাস্তবে ৮০,০০০ টাকা মুনাফা হলো। এটি তার ব্যবসায়ের কোন ধরনের ঝুঁকি? (প্রয়োগ)

ক আর্থিক ঝুঁকি খ অনার্থিক ঝুঁকি
গ মূলধনের ঝুঁকি ঘ সম্পদের ঝুঁকি

৪৪. কী করলে ব্যবসায়ের ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়? (জ্ঞান)
ক ঝুঁকি নিরূপণ খ অধিকার
গ ম্যানেজার নিয়োগ ঘ অধিক বিনিয়োগ

৪৫. সবসময় কী পরিমাণ ঝুঁকি গ্রহণ করতে হয়? (জ্ঞান)
ক স্বল্প ঝুঁকি খ অধিক ঝুঁকি
গ পরিমিত ঝুঁকি ঘ অনির্ধারিত ঝুঁকি

৪৬. কোন কারণে উদ্যোক্তার যে কোনো পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে? (অনুধাবন)
ক মাত্রাতিরিক্ত ঝুঁকি খ আর্থিক ঝুঁকি
গ অনার্থিক ঝুঁকি ঘ সম্পদের ঝুঁকি

৪৭. নিচের কোনটি উদ্যোক্তাকে ব্যর্থতার মুখ দেখাতে পারে? (অনুধাবন)
ক সততা খ অতি আত্মবিশ্বাস
গ ধৈর্য ঘ ঝুঁকি

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৮. একজন সফল উদ্যোক্তা সর্বদা- (অনুধাবন)

র. ঝুঁকি আগেই নিরূপণ করেন
রর. ঝুঁকি হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেন
ররর. পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৯. যেকোনো পরিকল্পনাকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে- (অনুধাবন)
র. মাত্রাতিরিক্ত ঝুঁকি

রর. অতি আত্মবিশ্বাস
ররর. অধিক পরামর্শ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

বাংলাদেশ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৫০. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কোনটি? (অনুধাবন)
ক অত্যধিক প্রচার খ সুষ্ঠু পরিকল্পনার অভাব
গ চাকরির সহজলভ্যতা ঘ পর্যাপ্ত কারিগরি শিক্ষা

৫১. আমাদের দেশে ব্যাপকভাবে কোনটির অভাব রয়েছে? (জ্ঞান)
ক সুপরিকল্পনা গ্রহণের খ শ্রমিকের
গ কাঁচামালের ঘ অর্থের

৫২. বাংলাদেশের মানুষ কোনটির প্রতি সবচেয়ে বেশি নির্ভরশীল? (জ্ঞান)
ক শিল্প খ কৃষি গ ব্যবসায়বাণিজ্য ঘ সেবা

৫৩. ছাত্রছাত্রীদের ভবিষ্যতে ব্যবসায় উদ্যোগ গ্রহণের অভ্যাস আমাদের দেশে গড়ে না ওঠার কারণ কোনটি? (জ্ঞান)
ক বৃত্তিমূলক শিক্ষার অভাব খ প্রচার-প্রচারণার অভাব
গ উৎসাহ প্রদানের অভাব ঘ মূলধনের অভাব

৫৪. আমাদের শিক্ষাব্যবস্থা কীরূপ? (জ্ঞান)
ক কারিগরি খ বৃত্তিমূলক গ নিয়মতান্ত্রিক ঘ মুখস্থ নির্ভর

৫৫. আজম অষ্টম শ্রেণিতে পড়ে। সে ভবিষ্যতে উদ্যোক্তা হতে চায়। এক্ষেত্রে কোন ধরনের শিক্ষা তাকে সহায়তা করতে পারে?
ক সাধারণ শিক্ষা খ বৃত্তিমূলক শিক্ষা
গ মুখস্থনির্ভর শিক্ষা ঘ তাত্ত্বিক শিক্ষা

৫৬. উদ্যোক্তার যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে নিচের কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ? (উচ্চতর দক্ষতা)
ক ব্যক্তিত্ব খ পণ্যসেবা
গ প্রচার ও বিজ্ঞাপন ঘ সময়োপযোগী ধারণা

৫৭. দরিদ্র সুমনের মুদির দোকান প্রতিষ্ঠার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও সে তা চালু করতে পারছে না। এর প্রধান কারণ কোনটি? (প্রয়োগ)
ক রাজনৈতিক অস্থিরতা খ সুষ্ঠু পরিকল্পনার অভাব
গ অপর্যাপ্ত মূলধন ঘ শিক্ষার অভাব

৫৮. অর্থসংস্থানের অপর্যাপ্ততা কীভাবে সৃষ্টি হয়? (অনুধাবন)
ক প্রশিক্ষণ কর্মসূচির অভাবে খ বিনিয়োগ পরামর্শের অভাবে
গ বাস্তবভিত্তিক পরিকল্পনার অভাবে ঘ প্রয়োজনীয় মূলধনের অভাবে

৫৯. কোনটির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা কাক্সিক্ষত মাত্রা উৎপাদনে ব্যর্থ হয়? (অনুধাবন)
ক স্থায়ী মূলধন খ চলতি মূলধন
গ বিনিয়োগ মূলধন ঘ স্থায়ী স্থাপন

৬০. কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অন্যতম বাধা কোনটি? (জ্ঞান)
ক প্রশিক্ষণের অভাব খ আইনের অভাব
গ অশিক্ষিত জনগণ ঘ রাজনৈতিক অস্থিরতা

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *