ফ্রি PDF এসএসসি‘র ব্যবসায় উদ্যোগ MCQ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য দাখিল করতে হয় (অনুধাবন)
র. ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র
রর. শেয়ার বিক্রয়ের ঘোষণাপত্র
ররর. বিজ্ঞাপনী ফলকের ছবি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২. নিবন্ধক উক্ত কোম্পানিটিকে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করবেন (অনুধাবন)
র. কাগজপত্র ঠিক থাকলে রর. সন্তুষ্ট থাকলে
ররর. জালিয়াতি করলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩. কোম্পানি গঠন করতে যে দলিল প্রস্তুত করতে হবে (প্রয়োগ)
র. স্মারকলিপি
রর. পরিমেল নিয়মাবলি
ররর. কাবিননামা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
সমবায় সমিতি ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪. সমবায়ের শাব্দিক অর্থ কী? (জ্ঞান)
ক উদ্যোগ খ সম্মিলিত প্রচেষ্টা
গ স্বেচ্ছাসায় ঘ স্বেচ্ছাসেবী
৫. সমবায়ের উৎপত্তি ঘটে কোন ধরনের অনুপ্রেরণা থেকে? (অনুধাবন)
ক একক প্রচেষ্টা খ সম্মিলিত প্রচেষ্টা
গ রাজনৈতিক প্রচেষ্টা ঘ জবরদখল
৬. সমাজে অর্থনৈতিক বৈষম্য দেখা দেয় কিসের প্রভাবে? (উচ্চতর দক্ষতা)
ক পুঁজিবাদী ব্যবস্থা খ গণতান্ত্রিক ব্যবস্থা
গ সমাজতান্ত্রিক ব্যবস্থা ঘ সাম্যতা
- উত্তর ডাউনলোড করুন> MCQ ফ্রি PDF যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি
- উত্তর ডাউনলোড করুন> SSC অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের প্রশ্নোত্তর MCQ ফ্রি PDF
- উত্তর ডাউনলোড করুন>ফ্রি PDF অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের প্রশ্নোত্তর MCQ
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF MCQ একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ
৭. পুঁজিবাদি সমাজের বৈষম্য দূরীভূত হয় কিসের মাধ্যমে? (অনুধাবন)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ সমবায় সমিতি ঘ রাষ্ট্রীয় ব্যবসায়
৮. বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি রচডেল সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? (জ্ঞান)
ক ১৮৩৪ খ ১৮৪৪ গ ১৯৩৪ ঘ ১৯৪৪
৯. সমবায় সমিতি প্রথমে প্রতিষ্ঠিত হয় কোথায়? (জ্ঞান)
ক রচডেল, ইংল্যান্ড খ টোকিও, জাপান
গ দিল্লি, ভারত ঘ ঢাকা, বাংলাদেশ
১০. ইংল্যান্ডের রচডেল সমিতি কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? (জ্ঞান)
ক অংশীদারি খ সমবায় গ রাষ্ট্রীয় ঘ যৌথ মূলধনী
১১. রচডেল সমবায় সমিতি কতজন তাঁতি গড়ে তুলেছিলেন? (জ্ঞান)
ক ২০ জন খ ২৫ জন গ ৩০ জন ঘ ২৮ জন
১২. রচডেল সমবায় সমিতির প্রাথমিক পুঁজি কত ছিল? (জ্ঞান)
ক ২৮ ডলার খ ২৮ স্টার্লিং পাউন্ড
গ ২৮ রুপি ঘ ২৮ টাকা
১৩. উপমহাদেশে সর্বপ্রথম কত সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ করা হয়? (জ্ঞান)
ক ১৮০৪ খ ১৮৮৪ গ ১৯০৪ ঘ ১৯৮৪
১৪. কলকাতায় বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? (জ্ঞান)
ক ১৯০৪ খ ১৯১২ গ ১৯১৮ ঘ ১৯২০
১৫. ইঅজউ কত সালে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
ক ১৯১৮ খ ১৯৫৯ গ ১৯৭২ ঘ ২০০৯
১৬. কুমিল্লার ইঅজউ-এর প্রতিষ্ঠাতা কে? (জ্ঞান)
ক ড. আক্তার হামিদ খান খ অ্যাডভোকেট আ. হামিদ
গ মওলানা আ. হামিদ খান ঘ হামিদুর রহমান আজাদ
১৭. বাংলাদেশে সমবায় আন্দোলনের পথিকৃৎ কে? (জ্ঞান)
ক বঙ্গবন্ধু খ জিয়াউর রহমান
গ ড. আখতার হামিদ খান ঘ দেবব্রত সিংহ
১৮. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (ইঅজউ) কোথায় প্রতিষ্ঠিত? (জ্ঞান)
ক ঢাকা খ যশোর গ কুমিল্লা ঘ খুলনা
১৯. নিচের কোনটি সমবায় সমিতির অন্তর্ভুক্ত? (জ্ঞান)
ক ইঅজউ খ বাটা সু লিমিটেড
গ ইউনিলিভার ঘ স্বর্ণকারের দোকান
২০. ইঅজউ অর্থ কী? (জ্ঞান)
ক Bangladesh Army Road Development
খ Bangladesh Air Road Driver
গ Bangladesh Academy for Rural Developmen
ঘ Birds Avairy Reside Dove
২১. মিল্কভিটা কী? (জ্ঞান)
ক দুগ্ধ উৎপাদন সময় সংগঠন
খ বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.
গ বাংলাদেশ জাতীয় মহিলা সমবায় সমিতি লি.
ঘ বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতি লি.
২২. ২০০৯ সালের হিসাব মতে, বাংলাদেশে কতটি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে? (জ্ঞান)
ক ১,৬৩,৪০৮টি খ ১,৫৩,৪০৮টি
গ ১,৬৫,৪০৮টি ঘ ১,৫৫,৪০৮টি
২৩. বর্তমানে বাংলাদেশের সকল সমবায় সমিতি কত সালের আইন অনুযায়ী পরিচালিত? (জ্ঞান)
ক ১৯৭২ খ ২০০১ গ ২০০৪ ঘ ২০০৯
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৪. সমবায় পরিচালনায় নীতি হিসেবে গৃহীত হয় (অনুধাবন)
র. গণতন্ত্র
রর. সততা
ররর. আস্থা ও বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৫. আর্থিক বৈষম্যের শিকার হয় (অনুধাবন)
র. স্বল্পবিত্তরা
রর. মধ্যবিত্তরা
ররর. পেশাজীবী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬. সমবায় আন্দোলনের সূচনা হয় (অনুধাবন)
র. পশ্চিম ইউরোপে
রর. উত্তর আমেরিকায়
ররর. জাপানে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১৩ ও ৩১৪ নং প্রশ্নের উত্তর দাও :
আন্দুলিয়া গ্রামের দুগ্ধ উৎপাদনকারীরা মিলে একটি সমবায় সমিতি গঠন করলেন। সমিতির সদস্যরা একত্রিত হওয়াতে যেমন দুধের ন্যায্যমূল্য নিশ্চিত হলো তেমনি তারা অধিকার আদায়ে সচেতন হলেন।
২৭. আন্দুলিয়া গ্রামের সমবায় সমিতিটির মূল লক্ষ্য কোনটি? (প্রয়োগ)
ক মুনাফা অর্জন খ দুধ উৎপাদন
গ সদস্যদের কল্যাণ সাধন ঘ কর প্রদান
২৮. আন্দুলিয়া গ্রামের সমিতিটির সাথে বাংলাদেশের কোন সমিতির মিল রয়েছে? (উচ্চতর দক্ষতা)
ক মিল্ক ভিটা খ মিডফোর্ড
গ রচডেল ঘ ডেসটিনি
সমবায় সংগঠনের বৈশিষ্ট্য
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৯. সমবায় সংগঠনের মূলধন বিনিয়োজিত হয় কীভাবে? (অনুধাবন)
ক চুক্তি অনুসারে খ সমতার ভিত্তিতে
গ অসমভাবে ঘ ইচ্ছামতো
৩০. সমবায় সংগঠনের ঝুঁকি ও সুযোগ-সুবিধা কীভাবে ভাগ হয়? (অনুধাবন)
ক ন্যায়সঙ্গতভাবে খ স্বৈরতান্ত্রিকভাবে
গ এককভাবে ঘ পিতৃতান্ত্রিকভাবে
৩১. মধ্যস্থকারীদের শোষণ থেকে রক্ষা পেতে কোন ব্যবসায় উপযোগী? (জ্ঞান)
ক একনায়কতন্ত্র খ সমবায়
গ অংশীদারি ঘ কোম্পানি
৩২. সমবায়ের প্রধান উদ্দেশ্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক মুনাফা অর্জন খ স্বেচ্ছাচারিতা
গ সম্পদ বৃদ্ধি ঘ আত্মনির্ভরশীলতা অর্জন
৩৩. ২০০১ সমবায় আইনে কয় ধরনের সমবায় সমিতির উল্লেখ আছে? (জ্ঞান)
ক তিন খ চার
গ পাঁচ ঘ ছয়
৩৪. সমবায় গঠন করতে সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে হবে? (প্রয়োগ)
ক ২০ জন খ ৩০ জন
গ ৪০ জন ঘ সর্বাধিকের সীমা নেই
৩৫. জাতীয় সমবায় সমিতি কয়টি কেন্দ্রীয় সমবায় মিলে গঠিত হয়? (জ্ঞান)
ক ৫টি খ ১০টি গ ২০টি ঘ ৩০টি
৩৬. কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য নিচের কোনটি হতে পারবে? (অনুধাবন)
ক ১০ জন ব্যক্তি খ ১০টি প্রাথমিক সমবায় সমিতি
গ ২ জন ব্যক্তি ঘ ২০ জন ব্যক্তি
৩৭. সমবায় সমিতির প্রত্যেকটি সদস্যকে কমপক্ষে কয়টি শেয়ার ক্রয় করতে হবে? (জ্ঞান)
ক ১টি খ ২টি গ ৩টি ঘ ৪টি
৩৮. সমবায় সমিতির একজন ব্যক্তির সর্বোচ্চ শেয়ার ক্রয়ের সীমা কত? (জ্ঞান)
ক ৫,০০০ টাকা খ ৬,০০০ টাকা
গ মোট মূলধনের ১৫% ঘ মোট মূলধনের ২৫%
৩৯. মাগুরা জেলার কতিপয় বেগুন ব্যবসায়ী একটি সমবায় সমিতি গঠন করেন। একজন বেগুন ব্যবসায়ী কত ভাগ শেয়ার ক্রয় করতে পারবেন? (প্রয়োগ)
ক ১২ ভাগ খ ১৩ ভাগ গ ১৪ ভাগ ঘ ১৫ ভাগ
৪০. দৌলতপুর গ্রামের মধ্যবিত্তরা মিলে ভোক্তা সমবায় সমিতি গঠন করলেন। সমিতির কোনো সদস্য সর্বোচ্চ কতগুলো শেয়ার ক্রয় করতে পারবেন? (প্রয়োগ)
ক মূলধনের এক-পঞ্চমাংশ খ সব শেয়ার
গ দশ হাজার শেয়ার ঘ একটি শেয়ার
৪১. মারুফ একটি সমবায় সমিতির সদস্য। সমিতিতে তার দায় কিরূপ? (প্রয়োগ)
ক সম্পদ দ্বারা সীমাবদ্ধ খ অসীম
গ শেয়ার দ্বারা সীমাবদ্ধ ঘ মূলধন দ্বারা সীমাবদ্ধ
৪২. সমবায় সমিতির ব্যবস্থাপনার কার্যাবলি কাদের ওপর ন্যস্ত থাকে? (জ্ঞান)
ক সদস্যদের ওপর খ ব্যবস্থাপনা পর্ষদের ওপর
গ উদ্যোক্তাদের ওপর ঘ অভিজ্ঞ সদস্যদের ওপর
৪৩. নিবন্ধন ছাড়া কোন শব্দটি ব্যবহার করা নিষিদ্ধ? (জ্ঞান)
ক সমিতি খ সমবায় গ আলো ঘ সম্মিলিত
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৪. ২০০১ সালের সমবায় আইনে যেসব সমবায় সমিতির উল্লেখ আছে সেগুলো হলো (অনুধাবন)
র. প্রাথমিক সমবায় সমিতি রর. কেন্দ্রীয় সমবায় সমিতি
ররর. জাতীয় সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৫. সমবায় সমিতির ক্ষেত্রে সঠিক তথ্য হলো (অনুধাবন)
র. সমবায় সমিতি একটি স্বেচ্ছাপ্রণোদিত প্রতিষ্ঠান
রর. সমবায় সমিতির নিবন্ধন বাধ্যতামূলক নয়
ররর. সমবায় সমিতি পৃথক ও স্বাধীন সত্তার অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
- উত্তর ডাউনলোড করুন> একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহর MCQ ফ্রি PDF
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহর MCQ
- উত্তর ডাউনলোড করুন> PDF SSC চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় MCQ
- উত্তর ডাউনলোড করুন> SSC চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>SSC আত্মকর্মসংস্থানের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (ফ্রি পিডিএফ)
৪৬. সমবায় সংগঠন গড়ে তোলেন যে ধরনের সমমনা ব্যক্তিরা- (অনুধাবন)
র. নিম্নবিত্ত রর. মধ্যবিত্ত ররর. ধনী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৭. সমবায় সমিতির উদ্দেশ্য হলো- (অনুধাবন)
র. মুনাফা অর্জন রর. সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়ন
ররর. অবৈধ উপার্জন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৮. সমবায় সমিতির সদস্যদের দায় হলো (অনুধাবন)
র. সীমিত রর. শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ
ররর. অসীম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।