জেনে নিন বিয়ের কত দিন পর বাচ্চা নেওয়া উচিত । আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারতি জেনে নেওয়া যাক। বিয়ের পরে হুট করে বাচ্চা না নিয়ে পরিকল্পনা করে নেওয়া ভালো। ঠিক কত দিন ব্যবধান থাকা দরকার? আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে জানব।
- আরো পড়ুন: অন্তঃসত্ত্বা নারীর ত্বকের সমস্যায়
- আরো পড়ুন: গর্ভকালে নারীর বুকে ব্যথা হয় কেন, কী করবেন?
- আরো পড়ুন: প্রথম সন্তানের পর জন্মনিয়ন্ত্রণে কোন পদ্ধতি কার্যকর
বিয়ের কত দিন পর বাচ্চা নেওয়া উচিত
নারীর বিভিন্ন রোগ ও প্রতিকার সম্পর্কে বলেছেন ল্যাবএইড হসপিটালের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. বেগম হোসনে আরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
বিয়ের পরে কত দিন পর্যন্ত একটা স্বাভাবিক গ্যাপ থাকা উচিত। অনেকে যেটা করে, ৩ থেকে ৪ বছরের একটা লম্বা গ্যাপ রাখে। এ ক্ষেত্রে যে ফার্টিলিটির সমস্যা হয়ে থাকে, তাতে আপনার পরামর্শ কী। সঞ্চালকের এই প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. বেগম হোসনে আরা বলেন, নরমালি আমাদের কাছে যেসব কাপল আসে, বিয়ে হওয়ার পরপরই তারা আসে একটা প্রিকনসেপশনাল কাউন্সেলিংয়ের জন্য। তখন আমরা তার হিস্ট্রি নিই।
তার মাসিকের হিস্ট্রি নিই। তার মাসিকের অবস্থা কেমন, পেইনফুল মাসিক হয় কি না অথবা তার ফ্যামিলিতে বন্ধ্যত্ব রয়েছে কি না, মা বা বোনের এন্ডোমেট্রিওসিস রয়েছে কি না এ রকম যদি তার হিস্ট্রিতে থাকে, তাকে কিন্তু আমরা গ্যাপ দিতে বলি না। অথবা আমি তাকে একটা আলট্রাসনোগ্রাম করালাম। তাতে দেখা গেল এন্ডোমেট্রিওটিক স্পট রয়েছে। এটা খুব মাইনর ধরনের। তখন তাকে আমি গ্যাপ নিতে বলব না। তবে বিয়ে হওয়ার পরে যে বাচ্চা নেবে, এটা প্রত্যেক পেশেন্টের আলাদা আলাদা।
- আরো পড়ুন: পুরুষের যৌন শক্তি বৃদ্ধি, ঘরোয়া উপায় জেনে নিন
- আরো পড়ুন: নারীর যৌনাঙ্গে ইনফেকশন হলে যা করবেন
- আরো পড়ুন: যৌনমিলন কতটা নিরাপদ গর্ভাবস্থায়?
ডা. বেগম হোসনে আরা আরও বলেন, কারও হিস্ট্রিতে এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, কারও জরায়ুতে টিউমার থাকতে পারে, অপারেশন থাকতে পারে। ওর জন্য আলাদা। আবার আরেক জনের কিছুই নেই। সে নরমাল। সে ওয়েট করতে পারে। অথবা বয়স কম, বয়স ২০ থেকে ২২, তাকে আমি ওয়েট করাতে পারি। অথবা তার কোনো ডিজিজ নেই। কিন্তু যার হিস্ট্রি আছে, তার কিন্তু ২০ হোক, ২২ হোক, ২৫ হোক, তাকে আমরা ওয়েট করতে বলব না। তাকে অবশ্যই সচেতন হয়ে তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।