SSC:দেনাপাওনা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (ফ্রি PDF)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
নিরুপমা তার কয়টি ভাইয়ের পর জন্মেছিল?
উত্তর : নিরুপমা তার পাঁচটি ভাইয়ের পর জন্মেছিল।
১. রায়বাহাদুর কী হাতে না পেলে বর সভাস্থ করা যাবে না বলে জানালেন?
উত্তর : রায়বাহাদুর টাকা হাতে না পেলে বর সভাস্থ করা যাবে না বলে জানালেন।
২. রায়বাহাদুর নিজের সন্তানের মাঝে কিসের বিষময় ফল প্রত্যক্ষ করলেন?
উত্তর : রায়বাহাদুর নিজের সন্তানের মাঝে বর্তমান শিক্ষার বিষময় ফল প্রত্যক্ষ করলেন।
৩. রামসুন্দর পণের টাকা জোগাড়ের জন্য কী বিক্রি করার চেষ্টা করতে লাগলেন?
উত্তর : রামসুন্দর পণের টাকা জোগাড়ের জন্য বসতবাড়ি বিক্রি করার চেষ্টা করতে লাগলেন।
- উত্তর ডাউনলোড করুন> SSC:দেনাপাওনা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:স্বাধীন বাংলাদেশের সৃজনশীল প্রশ্নের উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> (ফ্রি পিডিএফ) SSC:স্বাধীন বাংলাদেশের সৃজনশীল প্রশ্নের উত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC:স্বাধীন বাংলাদেশের সৃজনশীল প্রশ্নের উত্তর(ফ্রি পিডিএফ)
- উত্তর ডাউনলোড করুন> SSC:স্বাধীন বাংলাদেশের জ্ঞান ও অনুধাবনমূলক (ফ্রি পিডিএফ)
- উত্তর ডাউনলোড করুন> SSC:স্বাধীন বাংলাদেশ MCQ উত্তরসহ (ফ্রি পিডিএফ)
৪. কার বাড়িতে মস্ত চুরি হয়ে গিয়েছে বলে রামসুন্দর বেহাইকে খবর দিলেন?
উত্তর : হরেকৃষ্ণর বাড়িতে মস্ত চুরি হয়ে গিয়েছে বলে রামসুন্দর বেহাইকে খবর দিলেন।
৫. নবীনমাধব ও রাধামাধবের মাঝে তুলনা করার সময় রামসুন্দর কার নিন্দা করলেন?
উত্তর : নবীনমাধব ও রাধামাধবের মাঝে তুলনা করার সময় রামসুন্দর নবীনমাধবের নিন্দা করলেন।
৬. রামসুন্দরের নাতির বহুদিন হতে কিসে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে?
উত্তর : রামসুন্দরের নাতির বহুদিন হতে ঠেলাগাড়িতে হাওয়া খাওয়ার শখ হয়েছে।
৭. নিরুপমার স্বামী বিয়ের পর কী হয়ে দেশান্তরি হন?
উত্তর : নিরুপমার স্বামী বিয়ের পর ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরি হন।
৮. সংসর্গদোষে হীনতা শিক্ষা হওয়ার ওজরে কাদের সাথে নিরুপমার সাক্ষাৎকার নিষিদ্ধ করা হয়েছে?
উত্তর : সংসর্গদোষে হীনতা শিক্ষা হওয়ার ওজরে বাপের বাড়ির আত্মীয়দের সাথে নিরুপমার সাক্ষাৎকার নিষিদ্ধ করা হয়েছে।
৯. রায়বাহাদুরবাবু ছেলের দ্বিতীয় বিয়েতে কত টাকা আদায় করেন?
উত্তর : রায়বাহাদুরবাবু ছেলের দ্বিতীয় বিয়েতে বিশ হাজার টাকা আদায় করেন।
১০. ‘রায়বাহাদুর’ কোন আমলের সরকারি খেতাব?
উত্তর : ‘রায়বাহাদুর’ ব্রিটিশ আমলের সরকারি খেতাব।
১১. ‘শরশয্যা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘শরশয্যা’ শব্দের অর্থ মৃত্যুশয্যা।
১২. ‘দেনাপাওনা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর : ‘দেনাপাওনা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
১৩. কার আত্মবিসর্জনের মধ্য দিয়ে ‘দেনাপাওনা’ গল্পের কাহিনি শেষ হয়?
উত্তর : নিরুপমার আত্মবিসর্জনের মধ্য দিয়ে ‘দেনাপাওনা’ গল্পের কাহিনি শেষ হয়।
১৪. ‘দেনাপাওনা’ গল্পে কোন ঘৃণ্য সামাজিক ব্যাধির কথা বলা হয়েছে?
উত্তর : ‘দেনাপাওনা’ গল্পে সামাজিক ব্যাধি-যৌতুকের কথা বলা হয়েছে।
-
- উত্তর ডাউনলোড করুন> SSC:MCQ স্বাধীন বাংলাদেশ উত্তরসহ (ফ্রি পিডিএফ)
- উত্তর ডাউনলোড করুন> SSC:স্বাধীন বাংলাদেশ উত্তরসহ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ফ্রি পিডিএফ
- উত্তর ডাউনলোড করুন> SSC: স্বাধীন বাংলাদেশ উত্তরসহ MCQ ফ্রি পিডিএফ
- উত্তর ডাউনলোড করুন> SSC: স্বাধীন বাংলাদেশ সংক্ষিপ্ত ও বর্ণনামূলক উত্তরসহ ফ্রি পিডিএফ
- উত্তর ডাউনলোড করুন> স্বাধীন বাংলাদেশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখি
- উত্তর ডাউনলোড করুন> SSC জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর (ফ্রি PDF)
১৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
১৬. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়?
উত্তর : পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়।
১৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান।
১৮. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
১৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।