SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর MCQ (PDF)
তৃতীয় অধ্যায়
আত্মকর্মসংস্থান
SELF-EMPLOYMENT
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
Fazle Hassan Abed (1936)
ফজলে হাসান আবেদ একজন বাংলাদেশী সমাজকর্মী এবং বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। দারিদ্র বিমোচন এবং দরিদ্রদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপে ব্রিটিশ সরকার তাকে নাইটহুডে ভূষিত হন।
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন-২০১০ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা হচ্ছে-
ক ৬ লক্ষ খ ১৬ লক্ষ
গ ২৬ লক্ষ ঘ ৩৬ লক্ষ
২. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়-
র. সঠিক পণ্য
রর. মুনাফার নিশ্চয়তা
ররর. পণ্যের চাহিদা
- উত্তর ডাউনলোড করুন> (Download PDF ফ্রি) পদার্থবিজ্ঞান: সৃজনশীল প্রশ্নের উত্তরসহ
- উত্তর ডাউনলোড করুন> (Download PDF ফ্রি) পদার্থবিজ্ঞান:MCQ উত্তরসহ
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:MCQ উত্তরসহ ( Download PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:অনুধাবনমূলক প্রশ্নের উত্তরসহ (PDF ফ্রি)
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
এসএসসি পাস শিখা কম্পিউটারে পারদর্শী। বাড়িতে সে কয়েকটি মেয়েকে কম্পিউটার শেখায়। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তার ইচ্ছা কম্পিউটারে আরও প্রশিক্ষণ গ্রহণ করা যাতে সে এ ক্ষেত্রটিকে কর্মসংস্থানের উপায় হিসেবে গ্রহণ করতে পারে।
৩. নিচের কোন সংস্থা থেকে শিখা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে?
ক বিআরডিবি খ বিআইএম গ বিআইবিএম ঘ নট্রামস
৪. উদ্দীপকে বর্ণিত কাজটিকে ভবিষ্যতে শিখার কর্মসংস্থানের উপায় হিসেবে গ্রহণ করার যৌক্তিক কারণ কোনটি?
ক সামাজিক অবস্থান ভালো খ বাজার চাহিদা ভালো
গ শিক্ষার্থীদের অনুরোধ ঘ কম্পিউটারে অধিক পারদর্শী হওয়া
ব্যবসায়ের সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?
ক প্রাথমিক মূলধন খ সঠিক পণ্য নির্বাচন
গ পণ্যের চাহিদা নির্ধারণ ঘ সঠিক কর্মী নির্বাচন
৫. আত্মকর্মসংস্থানের উৎসাহ সৃষ্টিতে করণীয় কী?
ক বড় কাজের মূল্যায়ন করে
খ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে
গ সকলকে ব্যাংকে ঋণের সুযোগ দিয়ে
ঘ সফল উদ্যোক্তাদেরকে এলাকায় আমন্ত্রণ জানিয়ে
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
সুমী গরিব পরিবারের মেয়ে। এইচ.এস.সি পাস করার পর কিছুদিন প্রশিক্ষণ গ্রহণ করে তার নিজ এলাকায় একটি বিউটি পার্লার স্থাপন করেন। বর্তমানে তাদের পরিবারটি সচ্ছলতা ফিরে এসেছে।
৬. সুমীর কাজটি কোন ধরনের?
ক কুটিরশিল্প খ আত্মকর্মসংস্থান গ শখের কাজ ঘ বিনোদন শিল্প
৭. সুমীর সফলতার কারণÑ
র. দুরদর্শিতা রর. দরিদ্রতা ররর. দক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ভূমিকা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮. বাংলাদেশ কোন ধরনের দেশ? (জ্ঞান)
ক উন্নত খ স্বল্প উন্নত
গ অনুন্নত ঘ উন্নয়নশীল
৯. আদমশুমারি ও গৃহ গণনা ২০১১-এর হিসাব মতে ২০১২ সালের ১৬ জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা কত? (জ্ঞান)
ক ১৪,৭২,৯৭,৩৬৪ জন খ ১৪,৯৭,৭২,৩৬৪ জন
গ ১৫,২৫,১৮,০১৫ জন ঘ ১৫,৭২,৯৭,৩৬৪ জন
১০. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কতভাগ লোক গ্রামে বাস করে? (জ্ঞান)
ক ৫০ খ ৬০ গ ৭০ ঘ ৮০
১১. অর্থনৈতিক রিভিউ ২০১১-এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান শতকরা কতভাগ? (জ্ঞান)
ক ১০ খ ২০ গ ৩০ ঘ ৪০
১২. বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীর জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক মজুরিভিত্তিক চাকরি খ বেতনভিত্তিক মজুরি
গ বিদেশ গমন ঘ আত্মকর্মসংস্থান
১৩. মি. মশিউল আলম একজন অর্থ উপদেষ্টা। দেশের বেকারত্ব রোধে কোন দিকটির প্রতি তার সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা উচিত? (জ্ঞান)
ক সরকারি চাকরি খ বেসরকারি চাকরি
গ আত্মকর্মসংস্থান ঘ বেকার ভাতা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪. বাংলাদেশের মোট জনসংখ্যার (অনুধাবন)
র. প্রায় ৬০ ভাগ মানুষ শহরে থাকে
রর. এক তৃতীয়াংশ হচ্ছে যুবক-যুবতী
ররর. একটা বিরাট অংশ কর্মহীন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫. বাংলাদেশের অর্থনীতিতেÑ (অনুধাবন)
র. কৃষিখাতের অবদান ২০%
রর. সেবাখাতের অবদান সবচেয়ে বেশি
ররর. শিল্পখাতের তুলনায় সেবাখাতের অবদান বেশি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
বাংলাদেশ নিম্ন মাথাপিছু আয়ের একটি উন্নয়নশীল দেশ।
দেশে যে হারে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার চেয়ে অনেক কম হারে চাকরির সুযোগ বাড়ছে। দেশের বৃহত্তর যুব সমাজ চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।
১৬. বিশাল বেকার জনগোষ্ঠীর বেকারত্ব দূর করার সঠিক উপায় কোনটি হতে পারে? (প্রয়োগ)
ক ব্যবসায় খ বেতনভিত্তিক চাকরি
গ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ঘ সরকারি পদক্ষেপ
১৭. দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অসম্ভব যদি বৃহত্তর যুব সমাজ- (উচ্চতর দক্ষতা)
র. চাকরির পিছনে ছোটে
রর. অধিক ভূমি ব্যবহার করে
ররর. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক র ও ররর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
আত্মকর্মসংস্থানের ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮. কৃষি অফিসারের পরামর্শে ফিরোজপুরের ভান্ডারিয়ায় হাফিজুর রহমান কিসের চাষ শুরু করেন? (জ্ঞান)
ক আলুর খ শিমের গ করলার ঘ কলার
১৯. হাফিজুর রহমান অর্ধেক জমিতে কোন প্রজাতির হাইব্রিড করলা চাষ করেছেন? (জ্ঞান)
ক ময়না খ টিয়া গ দোয়েল ঘ বুলবুলি
২০. হাফিজুর রহমান করলার পাশাপাশি নানা সবজি আবাদ করে বেকারত্ব ঘুচিয়ে এখন স্বাবলম্বী। তার সাফল্য দেখে কারা উদ্বুদ্ধ হবে বলে মনে করা হয়? (প্রয়োগ)
ক কৃষকরা খ ব্যবসায়ীরা গ বেকার যুবকরা ঘ ছাত্রছাত্রীরা
২১. পতিত জমি চাষের মাধ্যমে দেশের কোনটি বৃদ্ধি পায়? (উচ্চতর দক্ষতা)
ক পুঁজি খ শিল্প গ জমি ঘ উৎপাদন
২২. জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে কোনটি জনপ্রিয় পেশা? (অনুধাবন)
ক ব্যবসায় খ চাকরি
গ আত্মকর্মসংস্থান ঘ বিদেশ গমন
২৩. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত? (অনুধাবন)
ক চাকরি খ শিক্ষকতা গ ডাক্তারি ঘ এপিকালচার
২৪. কার সাথে আত্মকর্মস্থানের সম্পর্ক খুব নিবিড়? (জ্ঞান)
ক ব্যবসায়ের সাথে খ ব্যবসায় উদ্যোগের
গ চাকরির ঘ মজুরিভিত্তিক শ্রমের
২৫. কোনো ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা করেন এবং এ লক্ষ্যে প্রতিষ্ঠান গড়ে তোলেন তখন তাকে কী বলা হয়? (অনুধাবন)
ক চিন্তাবিদ খ অর্থনীতিবিদ
গ উদ্যোক্তা ঘ গবেষক
২৬. সমাজের লোকজনের কর্মসংস্থানের কথা চিন্তা করেন কে? (জ্ঞান)
ক আত্মকর্মসংস্থানকারী খ ব্যবসায়ী
গ বিনিয়োগকারী ঘ উদ্যোক্তা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৭. আত্ম প্রচেষ্টায় জীবিকা অর্জনে প্রয়োজনÑ (অনুধাবন)
র. নিজস্ব জ্ঞান ও দক্ষতা
রর. ঋণ করা পর্যাপ্ত সম্পদ
ররর. ন্যূনতম পুঁজি গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৮. আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত হলো (অনুধাবন)
র. টেলিভিশন মেরামত
রর. হাঁস-মুরগি পালন
ররর. বিভিন্ন খুচরা বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও :
মনির একজন বেকার যুবক।
তিনি সরকারি চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে ১,৫০,০০০ টাকা পুঁজি নিয়ে কম্পিউটার কম্পোজের দোকান দিলেন। প্রথম দিকে ব্যবসায়ে লোকসান ও নানা সমস্যা দেখা দিলেও পরবর্তীতে তার ব্যবসায় বেশ ভালোই চলতে লাগল।
২৯. মনির তার বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কীভাবে? (প্রয়োগ)
ক চাকরির মাধ্যমে খ শেয়ার ব্যবসা করে
গআত্মকর্মসংস্থানের মাধ্যমে ঘ সাহায্যের মাধ্যমে
৩০. মনির সন্তুষ্ট, কারণ- (উচ্চতর দক্ষতা)
র. তিনি স্বাধীনভাবে উপার্জন করতে পারছেন
রর. তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপার্জন করছেন
ররর. তিনি নিজের দক্ষতা ব্যবহারের সুযোগ পাচ্ছেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও :
চাকরি না পেয়ে শিক্ষিত যুবক আরিফ নিজেদের পুকুরে মৎস্য চাষ শুরু করেন। এখন ৫টি পুকুর লিজ নিয়ে মৎস্য চাষ করছেন। প্রচুর অর্থের মালিকও হয়েছেন।
৩১. আরিফের কর্মসংস্থানকে কী বলা হয়? (প্রয়োগ)
ক আত্মকর্মসংস্থান খ চাকরি
গ সেবা ঘ ব্যবসায়
৩২. আরিফ তার কাজের মাধ্যমে সমাজের জন্য কী উপকার করছেন?
(উচ্চতর দক্ষতা)
ক বেকার সমস্যা দূরীকরণ খ নিরক্ষরতা দূর
গ পুষ্টি যোগানো ঘ রাস্তা উন্নয়ন
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
মি. রহিমের পৈতৃক নিবাস টাঙ্গাইলের মির্জাপুরে।
তার গ্রামের প্রায় ঘরেই তাঁত আছে। তিনি স্বল্প পুঁজি নিয়ে সুতার ব্যবসায় শুরু করেন। নারায়ণগঞ্জের বিভিন্ন মহাজনের নিকট থেকে তিনি সুতা সংগ্রহ করেন। এ সময় স্থানীয় নিজে কাঁধে সুতা বহন করে বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করেন।
৩৩. মি. রহিমের কর্মসংস্থানের জন্য সহায়তা করেছে কোনটি? (প্রয়োগ)
ক অনেক পুঁজি খ কঠোর পরিশ্রম গ মহৎ উদ্দেশ্য ঘ উচ্চাকাক্সক্ষা
৩৪. মি. রহিমের চূড়ান্ত সাফল্য লাভের জন্য করণীয় হলো (উচ্চতর দক্ষতা)
র. তাঁতিদের ন্যায্যমূল্যে সুতা সরবরাহ করতে হবে
রর. সততার সাথে ব্যবসায় করতে হবে
ররর. অধিক মূলধন বিনিয়োগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৫. আতিক এম এ পাস করার পর চাকরি না পেয়ে হতাশায় ভোগার একপর্যায়ে তার বন্ধুর পরামর্শে মৎস্য চাষ করে আত্মনির্ভরশীলতা অর্জন করেছেন। এখানে কোনটির গুরুত্ব বোঝানো হয়েছে? (প্রয়োগ)
ক ব্যবসায়ের খ আত্মকর্মসংস্থানের
গ শিক্ষার ঘ চাকরির
৩৬. কর্মসংস্থানের প্রধান উৎস কয়টি? (জ্ঞান)
ক ২টি খ ৪টি গ ৬টি ঘ ৮টি
৩৭. রুহিন ও মুহিন দুই ভাই। রুহিন ব্যবসায় করে এবং মুহিন সরকারি চাকরি করে জীবিকা নির্বাহ করে। রুহিন ও মুহিনের পেশাকে একত্রে কী বলে? (প্রয়োগ)
ক আত্মকর্মসংস্থান খ কর্মসংস্থান
গ ব্যবসায় ঘ চাকরি
৩৮. কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে বৃদ্ধি পায় না কোনটি? (জ্ঞান)
ক জনসংখ্যা খ কর্মসংস্থান গ অর্থ ঘ শ্রম
৩৯. কোন পেশায় আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম? (অনুধাবন)
ক আত্মকর্মসংস্থানে খ চাকরির
গ ব্যবসায়ের ঘ অন্যান্য পেশায়
৪০. আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী? (জ্ঞান)
ক অর্থ খ যোগ্যতা
গ দক্ষতা ঘ আকর্ষণীয় ব্যক্তিত্ব
৪১. কোনটি স্বাধীন পেশা হিসেবে স্বীকৃত? (জ্ঞান)
ক সরকারি চাকরি খ বেসরকারি চাকরি
গ আত্মকর্মসংস্থান ঘ বহুজাতিক কোম্পানির চাকরি
৪২. জগদীশ চন্দ্র একজন সফল উদ্যোক্তা। তিনি সমাজ ও দেশের জন্য কোনটি করেন? (অনুধাবন)
ক বৈদেশিক মুদ্রা অর্জন খ অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত
গ রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন ঘ নগরায়নে ভূমিকা পালন
৪৩. বাংলাদেশের মৌসুমি বেকার সমস্যা সমাধানে কোনটি ভূমিকা রাখতে পারে? (জ্ঞান)
ক বেসরকারি চাকরি খ বহুজাতিক কোম্পানি
গ দেশীয় কোম্পানি ঘ আত্মকর্মসংস্থান
৪৪. মনোয়ার কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন। চাকরিতে বেতন কম হওয়ায় তিনি নিজেই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। জনাব মনোয়ারের বর্তমান পেশাটি কোন ধরনের? (প্রয়োগ)
ক চাকরি খ ব্যবসায় গ আত্মকর্মসংস্থান ঘ শিল্প
৪৫. বেকার সমস্যা কোন ধরনের সমস্যা? (জ্ঞান)
ক ব্যক্তিগত খ পারিবারিক গ প্রাতিষ্ঠানিক ঘ জাতীয়
৪৬. বাংলাদেশের বহুসংখ্যক যুবকের বেকার থাকার মূল কারণ কোনটি? (অনুধাবন)
ক তারা অলস, যেকোনো শারীরিক পরিশ্রমের কাজ করতে চায় না
খ তাদের পিতা-মাতা তাদেরকে কাজ করতে উৎসাহিত করেন না
গ অনেক সেক্টরেই যুবকদের কাজের সুযোগ অতি স্বল্প
ঘ তাদের বয়স উপযোগী বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ কম
৪৭. বেকার যুবসমাজের আগ্রহ সৃষ্টি এবং সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে কোনটি সম্ভব? (জ্ঞান)
ক চাকরির ক্ষেত্র বৃদ্ধি খ সামাজিক অপরাধ হ্রাস
গ বেকার সমস্যা সমাধান ঘ শিল্প উন্নয়ন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৮. কর্মসংস্থানের প্রকারভেদ- (অনুধাবন)
র. মজুরি বা বেতন ভিত্তিক চাকরি রর. আত্মকর্মসংস্থান
ররর. ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৯. কর্মসংস্থানের প্রধান উৎস- (অনুধাবন)
র. সরকারি প্রতিষ্ঠান রর. বেসরকারি প্রতিষ্ঠান
ররর. ব্যক্তিগত প্রতিষ্ঠান
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:তৃতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:তৃতীয় অধ্যায় কোষ বিভাজন সম্পর্কিত (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> SSC পদার্থবিজ্ঞান:সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্নের উত্তর (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> SSC পদার্থবিজ্ঞান:সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর (PDF ফ্রি)
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫০. জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোন শ্রেণির লোক বৃদ্ধি পায় (অনুধাবন)
র. ব্যবসায়ী রর. চাকরিজীবী
ররর. শ্রমজীবী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫১. আত্মকর্মসংস্থানে প্রথম দিকে আয়ের সম্ভাবনা থাকে- (অনুধাবন)
র. সীমিত রর. অধিক ররর. অনিশ্চিত
নিচের কোনটি সঠিক?
ক র ও ররর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫২. আত্মকর্মসংস্থানে নিয়োজিত তরুণ সমাজ যেসব কর্মকাণ্ডে লিপ্ত থাকে-
(অনুধাবন)
র. সমাজবিরোধী কাজে রর. সমাজ উন্নয়নে
ররর. দেশের উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৩. আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে- (অনুধাবন)
র. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
রর. স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে
ররর. সমাজবিরোধী কাজে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।