SSC: স্বাধীন বাংলাদেশ উত্তরসহ MCQ ফ্রি পিডিএফ

SSC: স্বাধীন বাংলাদেশ উত্তরসহ MCQ ফ্রি পিডিএফ
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. মুক্তিযুদ্ধের সরকারের উপদেষ্টা পরিষদে কতজন সদস্য ছিলেন?
ক ৫ খ ৬ গ ১০ ঘ ১২

২. বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য কী ছিল?
ক এককেন্দ্রিক সরকার প্রতিষ্ঠা খ এক দলীয় শাসন কায়েম
গ শোষণমুক্ত রাষ্ট্র গঠন ঘ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন

৩. ১৯৭১ সালের ১১ এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে?
ক তাজউদ্দিন আহমদ খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ এম মনসুর আলী

৪. ১৯৭১ সালে কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ শেরে বাংলা এ. কে. ফজলুল হক
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ তাজউদ্দীন আহমেদ

৫. ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে?
ক ৭০ নং খ ৭৩ নং গ ৭৭ নং ঘ ৮৭ নং

৬. মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে?
ক জেনারেল জিয়াউর রহমান খ শেখ মুজিবুর রহমান
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ তাজউদ্দীন আহমেদ

৭. বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
ক ১৯৯২ সালে খ ১৯৯৬ সালে
গ ১৯৯৮ সালে ঘ ২০০৯ সালে

৮. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন?
ক খন্দকার মোশতাক আহমেদ খ সৈয়দ নজরুল ইসলাম
গ তাজউদ্দিন আহমদ ঘ এম মনসুর আলী

৯. রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক সৈয়দ নজরুল ইসলাম খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ তাজউদ্দীন আহমেদ ঘ এম মনসুর আলী

১০. কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
ক ১৯৭১ সালের ১৫ এপ্রিল খ ১৯৭১ সালের ১৬ এপ্রিল
গ ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঘ ১৯৭১ সালের ১৮ এপ্রিল

১১. ১৯৭২ সালের সংবিধান-
ক বাংলাদেশকে এককেন্দ্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করে
খ অলিখিত ও সুপরিবর্তনীয়

গ সরকারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে
ঘ ২০ বার সংশোধিত হয়েছে

১২. কখন মুজিব নগর সরকার গঠিত হয়েছিল?
ক ১০ই এপ্রিল, ১৯৭১ খ ১৭ই এপ্রিল, ১৯৭১
গ ৯ই এপ্রিল, ১৯৭১ ঘ ৭ই এপ্রিল, ১৯৭১

১৩. কখন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়?
ক ৪ নভেম্বর ১৯৭২ খ ১৩ নভেম্বর, ১৯৭২
গ ১৪ নভেম্বর, ১৯৭২ ঘ ১২ নভেম্বর, ১৯৭২

১৪. কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আইন?
ক আইনসভা কর্তৃক প্রণীত আইন খ নৈতিক আইন
গ সামাজিক আইন ঘ সংবিধান

১৫. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
ক রমনা পার্ক খ শিশু পার্ক
গ সোহরাওয়ার্দী উদ্যান ঘ শাহবাগ উদ্যান

১৬. ২৫ মার্চের পৈশাচিক গণহত্যার নাম কী ছিল?
ক অপারেশন জ্যাকপট খ অপারেশন ফ্রিডম
গ কিলিং ঘ অপারেশন সার্চ লাইট

১৭. “বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, কারও প্রতি বৈরী আচরণ সমর্থন করবে না”Ñ উক্তিটি কার?
ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ তাজউদ্দিন আহমদ
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ এ.এইচ.এম কামারুজ্জামান

১৮. মুক্তিযুদ্ধের পক্ষে কে বিশ্ব নেতৃত্ব ও জনমত আদায়ের বিশেষ দূত নিযুক্ত হন?
ক কমরেড মনিসিং খ শ্রী মনোরঞ্জন ধর
গ আব্দুল হামিদ খান ভাসানী ঘ বিচারপতি আবু সাইদ চৌধুরী

১৯. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
ক ১৯৭১ সালের ১০ এপ্রিল খ ১৯৭১ সালের ২১ এপ্রিল
গ ১৯৭১ সালের ১৫ এপ্রিল ঘ ১৯৭১ সালের ১৭ এপ্রিল

২০. ১৯৭৪ সালে বাংলাদেশের মাথাপিছু জমির পরিমাণ কত ছিল?
ক দ্ধ২২ একক খ দ্ধ২৫ একর
গ দ্ধ২৬ একর ঘ দ্ধ২৮ একর

২১. বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী খাদ্যসংকট, দুর্নীতি এবং ষড়যন্ত্ররোধে বঙ্গবন্ধু সরকার কোন কর্মসূচি গ্রহণ করেছিলেন?
ক রিলিফ প্রদান খ শিক্ষার জাতীয়করণ
গ সংবিধান প্রণয়ন ঘ বাকশাল গঠন

২২. মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটিতে সদস্য ছিলেনÑ
ক কমরেড মনিসিং খ সৈয়দ নজরুল ইসলাম
গ এম মনসুর আলী ঘ এএইচএম কামারুজ্জামান

২৩. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন কে?
ক তাজউদ্দিন আহমদ খ সৈয়দ নজরুল ইসলাম
গ এম. মনসুর আলী ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৪. বাংলাদেশ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রধান রাজনৈতিক দল কোনটি?
ক মুসলিম লীগ খ পিডিপি
গ আওয়ামী লীগ ঘ ন্যাপ

২৫. কত হাজার পাকসেনা নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে?
ক ৯২ খ ৯৩ গ ৯৪ ঘ ৯৫

২৬. বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক জাতিসংঘ খ খাদ্য ও কৃষি সংস্থা
গ বিশ্বস্বাস্থ্য সংস্থা ঘ ব্রিটিশ কমনওয়েলথ

২৭. ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
ক ৬ ডিসেম্বর ১৯৭১ খ ৭ ডিসেম্বর ১৯৭১
গ ৮ ডিসেম্বর ১৯৭১ ঘ ৯ ডিসেম্বর ১৯৭১

২৮. মুক্তিযুদ্ধ পরিচালনা উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন?
ক ডঃ আনোয়ার পাশা খ তাজউদ্দিন আহমদ
গ সৈয়দ নজরুল ইসলাম ঘ এম আকতার মুকুল

২৯. অষ্টম জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়?
ক ২০০১ সালের ১ সেপ্টেম্বর খ ২০০১ সালের ১ অক্টোবর
গ ২০০১ সালের ২৫ নভেম্বর ঘ ২০০১ সালের ২৫ ডিসেম্বর

৩০. ‘মুজিবনগর’ সরকার কত তারিখে গঠন করা হয়?
ক ৭ এপ্রিল খ ৮ এপ্রিল গ ৯ এপ্রিল ঘ ১০ এপ্রিল

৩১. কখন অপারেশন সার্চ লাইট এর পরিকল্পনা করা হয়?
ক ১৫ মার্চ খ ১৭ মার্চ গ ২১ মার্চ ঘ ২৮ মার্চ

৩২. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনটি সবচেয়ে বড় অবদান রাখে?
ক রাজনৈতিক সংগঠন খ প্রবাসী বাঙালি
গ বুদ্ধিজীবী ঘ গণমাধ্যম

৩৩. অপারেশন সার্চলাইট-এর পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ছিলেন-
ক টিক্কা খান খ জুলফিকার আলী ভুট্টো
গ জেনারেল নিয়াজি ঘ ইয়াহিয়া খান

৩৪. বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে?
ক ১৯৭২ খ ১৯৭৩ গ ১৯৭৪ ঘ ১৯৭৬

৩৫. বঙ্গবন্ধু কর্তৃক গৃহীত দ্বিতীয় বিপ্লব কর্মসূচির উদ্দেশ্য ছিল-
ক খাদ্য সংকট মোকাবিলা খ নতুন নির্বাচনের ব্যবস্থা
গ রিলিফ কার্যক্রম জোরদারকরণ ঘ পররাষ্ট্রনীতি নির্ধারণ

৩৬. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রি কে ছিলেন?
ক এম.মনসুর আলী খ এ.এইচ.এম কামারুজ্জামান
গ খন্দকার মোশতাক আহমেদ ঘ তাজউদ্দিন আহমেদ

৩৭. কোন সালে ‘তত্ত্বাবধায়ক সরকার’ আইন পাশ হয়েছিল?
ক ১৯৯৩ খ ১৯৯৪ গ ১৯৯৫ ঘ ১৯৯৬
৩৮. নিচে একটি জনসভার চিত্র রয়েছে। এটি আমাদের কোন ঘটনা মনে করিয়ে দেয়?
ক ভাষা আন্দোলন খ যুক্তফ্রন্ট নির্বাচন
গ ৬ দফা আন্দোলন ঘ ৭ মার্চের ভাষণ

৩৯. মাকছুদের দাদু বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার বার্তাটি শুনতে পান। বেতার কেন্দ্রটির নাম কী ছিল?
ক কালুরঘাট সম্প্রচার কেন্দ্র খ আকাশ বাণী সম্প্রচার কেন্দ্র
গ ঢাকা সম্প্রচার কেন্দ্র ঘ খুলনা সম্প্রচার কেন্দ্র

৪০. কোথায় অস্থায়ী সরকার শপথ নেয়?
ক মেহেরপুর খ নেত্রকোনা গ ঢাকা ঘ রাজশাহী

৪১. বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সরকার মিশন স্থাপন করে কেন?
ক প্রচারণা ও সমর্থন লাভের জন্য খ রাষ্ট্রসীমা বৃদ্ধির জন্য
গ নিরাপত্তার জন্য ঘ বিপদে আশ্রয় পাওয়ার জন্য

৪২. ১৫ আগস্ট ধানমন্ডির ‘অ’ নামক সড়কে নিজ বাসভবনে বঙ্গবন্ধু নিহত হন। ‘অ’ কোনটিকে নির্দেশ করছে?
ক ৩৪ নম্বর খ ৩২ নম্বর গ ২৭ নম্বর ঘ ১ নম্বর

৪৩. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে কাজ করেছে কারা?
ক ছাত্ররা খ শ্রমিকরা গ কৃষকরা ঘ প্রবাসী বাঙালিরা

৪৪. কোনটি বঙ্গবন্ধুর শাসনকাল?
ক ১৯৭২-১৯৭৪ খ ১৯৭৩-১৯৭৫
গ ১৯৭৪-১৯৭৬ ঘ ১৯৭২-১৯৭৫

৪৫. সংবিধান কমিটির সদস্য ছিল কয়জন?
ক ৩৩ খ ৩৪ গ ৩৫ ঘ ৩৬

৪৬. গণপরিষদের একমাত্র কাজ ছিল কোনটি?
ক নির্বাচন পরিচালনা খ সরকার গঠন
গ পাঁচশালা পরিকল্পনা প্রণয়ন ঘ সংবিধান প্রণয়ন

৪৭. বাংলাদেশ সরকার ১৯৭২ সালের ২৩ মার্চ গণপরিষদ আদেশ জারি করে কেন?
ক সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে খ গণতন্ত্র পুনর্বহালের উদ্দেশ্যে
গ সংসদ কার্যকর করার উদ্দেশ্যে ঘ শাসনতান্ত্রিক বৈধতার উদ্দেশ্যে

৪৮. কার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করা হয়?
ক বঙ্গবন্ধুর খ ড. কুদরত-ই-খুদার
গ বিচারপতি সাঈদের ঘ বিচারপতি সায়েমের

৪৯. জিয়াউর রহমান কাদের হাতে নিহত হন?
ক সেনা সদস্য খ পুলিশ বাহিনী
গ রাজনৈতিক কর্মী ঘ সাধারণ আমলা

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫০. মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব-
র. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন

রর. গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন
ররর. বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর

৫১. মুজিবনগর সরকার মিশন স্থাপন করে-
র. কলকাতায়
রর. ওয়াশিংটনে
ররর. স্টকহোম

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫২. মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন-
র. বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

রর. স্কুলের ছাত্ররা
ররর. কলেজের ছাত্ররা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৩. পররাষ্ট্রনীতির মূলকথা হলো-
র. শান্তিপূর্ণ সহাবস্থান

রর. সবার সঙ্গে বন্ধুত্ব
ররর. কারও সঙ্গে আন্তরিক সম্পর্ক নয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৪. উক্ত দিনটি
র. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত
রর. বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য উৎসর্গীকৃত
ররর. বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায়ে স্মরণীয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৫. বাংলাদেশের ইতিহাসে ১৯৯০ সাল তাৎপর্যপূর্ণ। কারণÑ
র. হুসেইন মুহম্মদ এরশাদের পতন ঘটে

রর. সামরিক শাসনের অবসান ঘটে
ররর. গণতন্ত্রের পুনঃযাত্রা শুরু হয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৬. ‘অপারেশন সার্চ লাইট”-এর নীলনক্সাকারীরা হলোÑ
র. টিক্কা খান
রর. রাও ফরমান আলী
ররর. আইয়ুব খান

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৭. মুজিবনগর সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
র. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন বাহিনী গঠন
রর. বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা
ররর. রাজনৈতিক নেতৃত্ব ও দল গঠন করা

নিচের কোনটি সঠিক? [য. বো. ’১৫]
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৮. বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মূল কারণ ছিলÑ
র. অর্থনৈতিক মুক্তি

রর. বাঙালি জাতীয়তাবোধ
ররর. পাক-প্রশাসনের প্রতি ঘৃণা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৯. মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব-
র. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন

রর. গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন
ররর. বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও :
কামাল সাহেব দেশাত্মবোধক গান গাইতেন এবং সুন্দর ছবি আঁকতেন। এ কাজে তাঁর খ্যাতি ছিল প্রচুর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়ে তিনি এবং তাঁর আইনজীবী বন্ধু জাভেদ সাহেব যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেন।

৬০. মুক্তিযুদ্ধে কামাল সাহেব ও জাভেদ সাহেব কাদের প্রতিনিধিত্ব করেছেন?
ক দিনমজুরের খ প্রবাসী বাঙালিদের
গ পেশাজীবীদের ঘ শিক্ষকদের

৬১. কামাল সাহেব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন-
র. প্রত্যক্ষভাবে রর. পরোক্ষভাবে
ররর. সক্রিয়ভাবে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের কার্যক্রম শুরু হয়। এই পুনর্গঠনের পদক্ষেপ হিসেবে বঙ্গবন্ধুর সরকার ১৯৭২ সাল পর্যন্ত বকেয়া সুদসহ কৃষিজমির খাজনা মওকুফ করে দেন। পরবর্তী সময়ে তিনি ‘দ্বিতীয় বিপ্লব’ ব্যবস্থা প্রবর্তন করেন।

৬২. অনুচ্ছেদের আলোকে বঙ্গবন্ধুর গৃহীত প্রাথমিক পদক্ষপটি তাঁর কোন উদ্যোগের আওতাভুক্ত?
ক নতুন সংবিধান প্রণয়ন খ রিলিফ প্রদান ও রেশনিং ব্যবস্থা
গ ‘দ্বিতীয় বিপ্লব’ কর্মসূচি গ্রহণ ঘ নতুন অর্থনৈতিক পাঁচসালা পরিকল্পনা

৬৩. অনুচ্ছেদে বর্ণিত বঙ্গবন্ধুর গৃহীত পরবর্তী পদক্ষেপটি কী উদ্দেশ্যে গ্রহণ করেন?
ক কৃষিক্ষেত্রে উন্নয়ন

খ ভৌত অবকাঠামোর উন্নয়ন সাধন
গ প্রযুক্তিক্ষেত্রে উন্নয়ন সাধন

আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রের উন্নয়ন
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
জামির পিতা একজন সরকারি কর্মচারী। তারা ধানমন্ডির বাসিন্দা।

জামির পিতা জামিকে একদিন একটি বাড়ি দেখিয়ে বললেন যে, এটি সেই বাড়ি যেখানে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটায় এবং সপরিবারে হত্যাযজ্ঞ চালায়।

৬৪. অনুচ্ছেদের হত্যাকাণ্ডটি কার হত্যাকাণ্ডের ইঙ্গিত বহন করে?
ক জিয়াউর রহমানের খ শেখ মুজিবুর রহমানের
গ তাজউদ্দিন আহমদের ঘ এ.কে. ফজলুল হকের

৬৫. হত্যাকাণ্ড থেকে পরিবারের সদস্যদের মধ্যে রক্ষা পেয়েছিলেন
র. শেখ হাসিনা

রর. শেখ রাসেল
ররর. শেখ রেহানা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও :
তাহমিনার দাদা কালুরঘাট বেতারকেন্দ্রের একজন প্রাক্তন কর্মচারী। তিনি বলেন, বাংলার এক শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গেলে এ বেতারকেন্দ্র থেকে এম এ হান্নান তা প্রচার করেন।

৬৬. তাহমিনা কোন শ্রেষ্ঠ সন্তানের নাম জানতে পারেন?
ক হোসেন শহিদ সোহরাওয়ার্দী খ মওলানা ভাসানী
গ শেখ মুজিবুর রহমান ঘ এ. কে. ফজলুল হক

৬৭. অনুচ্ছেদে উল্লিখিত ঘোষণাটির প্রতি সমর্থন ও অংশগ্রহণ ছিল বাঙালি-
র. সামরিক বাহিনীর

রর. আধাসামরিক বাহিনীর
ররর. বেসামরিক বাহিনীর

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৮ ও ৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আহমেদের পিতা একজন মুক্তিযোদ্ধা। একদিন তিনি আহমেদকে বললেন, “আমরা যুদ্ধ করেছি একটি সংগঠনের পরিচালনায়, যে সংগঠনটি ১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ নিয়েছিল।”

৬৮. অনুচ্ছেদের সংগে কোন সংগঠনটির সাদৃশ্য আছে?
ক মুজিবনগর সরকার খ উপদেষ্টা পরিষদ
গ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ঘ জাতিসংঘ

৬৯. উক্ত সংগঠনটির প্রধান উদ্দেশ্য ছিলÑ
ক মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন খ মুক্তিযুদ্ধ পরিচালনা করা
গ বিদ্রোহ প্রশমন ঘ শান্তি স্থাপন

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দাও :
অর্পা ৬ষ্ঠ শ্রেণির একজন ছাত্রী। তার বাবা একজন স্কুল শিক্ষক।

একদিন সকালে তার বাবা বলল, “অর্পা, চলো স্কুলে যাই।” অর্পা তার বাবার সাথে স্কুলে রওনা হলো, পথে দেখল রাস্তার দু’ধার বর্ষার পানিতে পূর্ণ। স্কুলে যেয়ে দেখল অন্যদিনের মতো জাতীয় পতাকা উত্তোলিত হয়নি। আজ সেটা অর্ধনমিত।

৭০. অনুচ্ছেদের বিষয়টি কোন ঘটনার সাথে সম্পর্কযুক্ত?
ক ১৪ ডিসেম্বরের মর্মান্তিক ঘটনা
খ ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড

গ জেলখানায় পৈশাচিক হত্যাকাণ্ড
ঘ ২৫ মার্চের কালরাত্রির ঘটনা

৭১. উল্লিখিত ঘটনার ফল ছিল
র. পাকিস্তানি সাম্প্রদায়িক ভাবাদর্শ প্রতিষ্ঠা পায়

রর. বাংলাদেশ গভীর রাজনৈতিক সংকটে পড়ে
ররর. বাংলাদেশ তার স্বাধীনতা হারায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭২ ও ৭৩ নং প্রশ্নের উত্তর দাও :
বিএমএ নেতা ডাঃ সামসুল আলম মিলন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর আন্দোলনটি চরমরূপ ধারণ করে অবশেষে সরকার পদত্যাগের কথা ঘোষণা দেন।

৭২. অনুচ্ছেদে উল্লিখিত আন্দোলনটির নাম কী?
ক নির্বাচনি আন্দোলন খ ’৯০ এর গণঅভ্যুত্থান
গ ’৫২ এর ভাষা আন্দোলন ঘ সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন

৭৩. উক্ত আন্দোলনে অংশ নেয়-
র. ছাত্রজনতা

রর. রাজনৈতিক নেতা
ররর. শিক্ষকবৃন্দ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের তালিকাটি পড়ে ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও :
রাষ্ট্রপতি রাষ্ট্রপতি
বিচারপতি এ.এম.সায়েম বিচারপতি আহসান উদ্দিন
প্রধান সামরিক আইন প্রশাসক ‘ক’ প্রধান সামরিক আইন প্রশাসক ‘খ’

৭৪. প্রধান সামরিক আইন প্রশাসক ‘ক’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক বিচারপতি আব্দুস সাত্তার খ খন্দকার মোশতাক
গ জেনারেল জিয়াউর রহমান ঘ জেনারেল এরশাদ

৭৫. তালিকায় উল্লিখিত শাসক ‘ক’ এবং ‘খ’ এর মধ্যেকার বৈসাদৃশ্য হলো-
র. সংবিধান সংশোধন

রর. ইনডেমনিটি অধ্যাদেশ জারি
ররর. সার্ক গঠনের উদ্যোগ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
জ্জ অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ন্ধ ভূমিকা

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৬. কত সালের নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে? (জ্ঞান)
ক ১৯৪৫ খ ১৯৫৪ গ ১৯৭০ ঘ ১৯৭২

৭৭. জনগণ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয় কেন? (অনুধাবন)
ক বঙ্গবন্ধুকে অনেক শ্রদ্ধার জন্য
খ পাকিস্তানিদের শোষণ থেকে মুক্তির জন্য

গ স্বাধিকার লাভের আশায়
ঘ আওয়ামী লীগের পক্ষ থেকে লোভনীয় প্রস্তাব দেয়া হয়েছিল

৭৮. ২ মার্চ জনাব ‘ক’ এদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে কার? (প্রয়োগ)
ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ ইয়াহিয়া খান
গ আইয়ুব খান ঘ টিক্কা খান

৭৯. ১৯৭১ সালের ২ মার্চ কে অসহযোগ আন্দোলনের ডাক দেন? (জ্ঞান)
ক শেখ মুজিবুর রহমান খ ইয়াহিয়া খান
গ জুলফিকার আলী ভুট্টো ঘ সৈয়দ নজরুল ইসলাম

৮০. বঙ্গবন্ধু কত তারিখে ঐতিহাসিক ভাষণ দেন? (জ্ঞান)
ক ৫ মার্চ খ ৭ মার্চ গ ৯ মার্চ ঘ ১১ মার্চ

৮১. বঙ্গবন্ধু কোথায় ঐতিহাসিক ভাষণ দেন? (জ্ঞান)
ক রেসকোর্স ময়দান খ কার্জন হল
গ রমনা বটমূল ঘ মলচত্বর

৮২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কত তারিখে? (জ্ঞান)
ক ২৪ মার্চ খ ২৫ মার্চ গ ২৬ মার্চ ঘ ২৭ মে

৮৩. ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম কী ছিল? (জ্ঞান)
ক মুজিবনগর সরকার খ মেহেরপুর সরকার
গ তাজউদ্দিন সরকার ঘ ভবেরপাড়া সরকার

৮৪. ১৯৭১ সালের কত তারিখে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়? (জ্ঞান)
ক ২৬ মার্চ খ ১০ এপ্রিল
গ ৬ ডিসেম্বর ঘ ১৬ ডিসেম্বর

৮৫. পাক বাহিনীর কত হাজার সদস্যের আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়? (জ্ঞান)
ক ৯০ খ ৯৩ গ ৯৫ ঘ ৯৭

৮৬. কত সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়? (জ্ঞান)
ক ১৯৭৪ খ ১৯৭৫ গ ১৯৭৬ ঘ ১৯৭৮

৮৭. বাংলাদেশে গণতন্ত্রের পুনঃযাত্রা শুরু হয় কত সালে? (জ্ঞান)
ক ১৯৭৫ খ ১৯৭৮ গ ১৯৮২ ঘ ১৯৯০

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৮. বাংলাদেশে সামরিক শাসনের সূত্রপাত ঘটে (অনুধাবন)

র. বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে
রর. রাজনৈতিক পট পরিবর্তনে
ররর. সামাজিক পরিবর্তনে

নিচের কোনটি সঠিক?
কর ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৮৯. ১৯৭০ সালের নির্বাচনেÑ (উচ্চতর দক্ষতা)
র. আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে
রর. জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয়
ররর. বাঙালিরা ক্ষমতা লাভ করে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯০. ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের পরিণতিতে (প্রয়োগ)
র. পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে

রর. ‘বাংলাদেশ’ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে
ররর. পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত হয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *