SSC ২য় অধ্যায় পৌরনীতি:সেরা স্কুলের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

SSC ২য় অধ্যায় পৌরনীতি:সেরা স্কুলের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
বোর্ড ও সেরা স্কুলের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন- ১  অনুমোদন সূত্রে নাগরিকতা ও সুনাগরিকের গুণ

ইমতিয়াজ উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গমন করেন। শিক্ষা শেষ করে তিনি সে দেশের এক নাগরিককে বিবাহ করেন। তিনি যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু করেন এবং নিয়মিত ও সময়মত কর প্রদান করেন। [স. বো. ’১৫]

সৃজনশীল প্রশ্ন-১

ক. নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?
খ. দ্বৈত নাগরিকতা বলতে কী বোঝায়?
গ. ইমতিয়াজ কোন সূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. “ইমতিয়াজের সময়মতো কর প্রদান সুনাগরিকের একটি বিশেষ গুণকে নির্দেশ করে”-উক্তিটি মূল্যায়ন কর। ৪

সৃজনশীল উত্তর-১

ক নাগরিকতা অর্জনের দুইটি পদ্ধতি রয়েছে।
খ একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে। তবে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে।

যেমন : বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জন্মনীতি ও জন্মস্থান উভয়নীতি অনুসরণ করে। কাজেই বাংলাদেশের পিতামাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সন্তান জন্মস্থান নীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। আবার জন্মনীতি অনুসারে সে বাংলাদেশের নাগরিকতা অর্জন করবে। এক্ষেত্রে দ্বৈত নাগরিকতার সৃষ্টি হবে।

গ ইমতিয়াজ অনুমোদন সূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছে। আমরা জানি, কতকগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদন সূত্রে নাগরিক বলা হয়। সাধারণত অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যেসব শর্ত পালন করতে হয় সেগুলো হলো : ১. সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা। ২. সরকারি চাকরি করা। ৩. সততার পরিচয় দেওয়া ৪. সে দেশের ভাষা জানা।

৫. সম্পত্তি ক্রয় করা। ৬. দীর্ঘদিন যাবৎ বসবাস করা। ৭. সেনাবাহিনীতে যোগদান করা প্রভৃতি। উদ্দীপকের ইমতিয়াজের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গমন করে এবং শিক্ষা শেষ করে সেখানকার এক নাগরিককে বিবাহ করে।

অর্থাৎ বিবাহসূত্রে ইমতিয়াজ সেখানে বসবাসের সুযোগ পায় এবং সেখানকার নাগরিকতা অর্জন করে। সুতরাং আমরা বলতে পারি, ইমতিয়াজ নাগরিকত্ব লাভ করেছে অনুমোদনসূত্রে।

ঘ ইমতিয়াজের সময়মতো কর প্রদান সুনাগরিকের একটি বিশেষ গুণকে নির্দেশ করে। রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মধ্যে যে বুদ্ধিমান, যে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে সে ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পারে এবং অসৎ কাজ থেকে বিরত থাকে, আর যে আত্মসংযমী সে বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে।

এসব গুণসম্পন্ন নাগরিকদের বলা হয় সুনাগরিক। সুনাগরিকের প্রধানত তিনটি গুণ রয়েছে। যথা : ১. বুদ্ধি, ২. বিবেক ও ৩. আত্মসংযম। রাষ্ট্রের নাগরিকদের হতে হবে বিবেকবোধসম্পন্ন। এ গুণের মাধ্যমে নাগরিক ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, ভালো-মন্দ অনুধাবন করতে পারে।

বিবেকবান নাগরিক একদিকে যেমন রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে, ঠিক তেমনি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং ন্যায়ের পক্ষে থাকে। যেমন : বিবেকসম্পন্ন নাগরিক রাষ্ট্রের প্রতি অনুগত থাকে, আইন মান্য করে, যথাসময়ে কর প্রদান করে, নির্বাচনে যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট দেয়।

উদ্দীপকে দেখা যায়, ইমতিয়াজ অনুমোদনসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করে সেখানে ব্যবসা শুরু করে এবং নিয়মিত ও সময়মতো কর প্রদান করে। তার সময়মতো কর প্রদানের দিকটি সুনাগরিকের একটি বিশেষ গুণ যা বিবেকবোধের একটি বিশেষ দিককেই নির্দেশ করে।

সুতরাং, উদ্দীপকে উল্লিখিত ইমতিয়াজের কাজ এবং সুনাগরিকের গুণের ওপর ভিত্তি করে একথা নিঃসন্দেহে বলা যায়, ইমতিয়াজের সময়মতো কর প্রদান সুনাগরিকের একটি বিশেষ গুণকে নির্দেশ করে।

সৃজনশীল প্রশ্ন-২

অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন

শামীম পাঁচ বছর আগে স্কলারশিপ নিয়ে ব্রিটেনে গমন করে। পড়ালেখা করতে করতে সে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং নাগরিকতা লাভ করে। কিছুদিন আগে সে দেশে এসেছে। সে জানায় সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাংলাদেশে এসেছে। [বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]

ক. অর্থনৈতিক অধিকার কী?
খ. নাগরিক বলতে কাদের বোঝানো হয়?

গ. ব্রিটেনে শামীমের নাগরিকতা লাভের কারণ কী ব্যাখ্যা কর।
ঘ. শামীম ব্রিটেনের নাগরিক হওয়ার পরও বাংলাদেশে ভোট দিতে এসেছে। এর যথাযথ কারণ বিশ্লেষণ কর।

সৃজনশীল উত্তর-২

ক জীবনধারণ, জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপ্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে।
খ যারা কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাদের ঐ রাষ্ট্রের নাগরিক বলা হয়। অর্থাৎ নাগরিক হলো ব্যক্তির পরিচয়। যেমন আমাদের পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।

গ ব্রিটেনে শামীমের নাগরিকতা লাভের কারণ হলো নাগরিকতা অর্জনের অনুমোদন সূত্র। কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদন সূত্রে নাগরিক বলা হয়।

সাধারণত অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যেসব শর্ত পালন করতে হয় সেগুলো হলো : ১. সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, ২. সরকারি চাকরি করা, ৩. সততার পরিচয় দেওয়া, ৪. সেদেশের ভাষা জানা, ৫. সম্পত্তি ক্রয় করা, ৬. দীর্ঘদিন বসবাস করা, ৭. সেনাবাহিনীতে যোগদান করা।

উদ্দীপকে শামীমের ক্ষেত্রে আমরা দেখতে পাই, পাঁচ বছর আগে স্কলারশিপ নিয়ে ব্রিটেনে গমন করে। পড়ালেখা করতে করতে সে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং নাগরিকতা লাভ করে।

অর্থাৎ দীর্ঘদিন ধরে বসবাস করার জন্য শামীম ব্রিটেনে নাগরিকতা লাভ করেছে। সুতরাং আমরা বলতে পারি শামীমের নাগরিকতা লাভের ক্ষেত্রে অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

ঘ শামীম ব্রিটেনের নাগরিক হওয়ার পরও বাংলাদেশে ভোট দিতে এসেছে। কারণ, জš§সূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে।

যেমন : বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে জš§নীতি অনুসরণ করে। এ নীতি অনুযায়ী শিশু যে দেশে বা যেখানেই জš§গ্রহণ করুক না কেন, পিতামাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। উদ্দীপকের শামীম এদিক থেকে বাংলাদেশের নাগরিক।

তাই বাংলাদেশের সাধারণ নির্বাচনে ভোট দেয়ার অধিকার রয়েছে তার এবং সেজন্যই সে দেশে এসেছে। তার এ ভোট প্রদানের মধ্য দিয়ে রাজনৈতিক অধিকার ভোগের দিকটি প্রকাশিত হয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় পরোক্ষ অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আর অনুমোদন সূত্রে সে ব্রিটেনের নাগরিকতা লাভ করেছে।

সৃজনশীল প্রশ্ন-৩

সুনাগরিক

উমেসিং, মিলিপ্রু ও তাদের দুই বান্ধবী বিদ্যালয়ে আসার রাস্তার মাঝখানে একটি গর্ত দেখে। উমেসিং তা নিজেদের উদ্যোগে মেরামত করার কথা বললে, মিলিপ্রু বলে এটা আমাদের কাজ নয়। সুতরাং এ নিয়ে আমাদের মাথা না ঘামানোই ভালো।
[বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

ক. কোথায় প্রথম নাগরিকতার ধারণার উদ্ভব হয়?
খ. রাষ্ট্রের নাগরিকদের হতে হবে আত্মসংযমী-ব্যাখ্যা কর।

গ. উমেসিং ও মিলিপ্রুর মধ্যে কার মনোভাব সুনাগরিকতার পক্ষে? ব্যাখ্যা কর।
ঘ. রাস্তা মেরামতের পক্ষে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও উমেসিংয়ের মতো উদ্যোগ দরকার-বিশ্লেষণ কর।

সৃজনশীল উত্তর-৩

ক আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে প্রাচীন গ্রিসে প্রথম নাগরিকতার ধারণার উদ্ভব হয়।
খ আত্মসংযমী নাগরিকগণ সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারেন বলে প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। একজন সুনাগরিকের অপরিহার্য একটি গুণ আত্মসংযম।

একজন আত্মসংযমী নাগরিক নিজেকে সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে থাকেন। তিনি দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থাকতে সক্ষম হন। ফলে জাগ্রত হয় গণতান্ত্রিক মূল্যবোধ যা সমাজ ও রাষ্ট্রের জন্য আবশ্যক। তাই রাষ্ট্রের সকল নাগরিকদের আত্মসংযমী হতে হবে।

গ উদ্দীপকে বর্ণিত উমেসিং ও মিলিপ্রুর মধ্যে উমেসিং-এর মনোভাব সুনাগরিকতার পক্ষে। রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মধ্যে যে বুদ্ধিমান, যে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে সে ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পারে এবং অসৎকাজ থেকে বিরত থাকে, আর যে আত্মসংযমী সে দেশের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে। এসব গুণসম্পন্ন নাগরিকদের বলা হয় সুনাগরিক।

উদ্দীপকে দেখা যায় যে, বিদ্যালয়ে আসার সময় রাস্তার মাঝখানে একটি গর্ত উমেসিং ও মিলিপ্রু নামক দুই বান্ধবীর দৃষ্টিগোচর হয়। উমেসিং সেটি নিজ উদ্যোগে মেরামতের কথা বললে মিলিপ্রু তাতে অস্বীকৃতি জানায়।

এক্ষেত্রে স্বউদ্যোগে উমেসিংয়ের রাস্তার গর্ত মেরামতের মনোভাবকে সুনাগরিকের বৈশিষ্ট্য হিসেবে অভিহিত করা যায়। কেননা, একজন সুনাগরিক সচেতন ও নিঃস্বার্থভাবে রাষ্ট্র বা সমাজের যেকোনো সমস্যা সমাধানের চেষ্টা করে থাকে। তাই, উমেসিং-এর মনোভাবই সুনাগরিকতার পক্ষে বলে প্রমাণিত হয়।

ঘ রাস্তা মেরামতের পক্ষে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও উমেসিংয়ের মতো উদ্যোগ দরকার। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে জনকল্যাণ সাধনে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকটি নাগরিকের এগিয়ে আসা উচিত।

কারণ, সরকারের পক্ষে সর্বদা জনকল্যাণমূলক কাজ করা সম্ভব নয়। তাই নাগরিকদের উচিত স্বেচ্ছাপ্রণোদিত হয়ে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা। উদ্দীপকে উল্লিখিত উমেসিংয়ের মধ্যে স্বউদ্যোগে জনকল্যাণ সাধনের মনোভাব লক্ষ করা যায়, যা সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর।

কেননা, অনেক সময় রাস্তার গর্ত মেরামতের মতো ছোট-খাটো কাজগুলো সরকার বা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় না। ফলে তা সমাধান করতে পারে না কেননা, সরকারকে জনকল্যাণের জন্য আরও বিভিন্ন কাজ করতে হয়। তাই, এসব ক্ষেত্রে উমেসিংয়ের মতো সচেতন নাগরিকগণ যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এগিয়ে আসে তাহলে খুব সহজেই তা সমাধান করা সম্ভব হয়।

তাহলেই সমাজ এবং রাষ্ট্রীয় জীবন হয়ে উঠতে পারে সুখী ও শৃঙ্খলাপূর্ণ। পরিশেষে বলা যায় যে, উমেসিংয়ের স্বউদ্যোগে রাস্তার গর্ত মেরামতের মতো ইতিবাচক মনোভাব সমাজজীবনের জন্য একান্ত আবশ্যক। তাই দেশ, জাতি ও সমাজের বৃহত্তর স্বার্থে আমাদেরকেও উমেসিংয়ের ন্যায় স্বেচ্ছাপ্রণোদিত হয়ে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে।

সৃজনশীল প্রশ্ন-৪

নাগরিকের গুণাবলি ও অধিকার

রফিক ও সাজ্জাদ দুই বন্ধু। রফিক যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সকল দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করে। কিন্তু সাজ্জাদ এর বিপরীত। সে সবসময় নিজের স্বার্থকেই বড় করে দেখে। [ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, মোমেনশাহী]

ক. কবে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়?
খ. নাগরিকের নৈতিক অধিকার বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে রফিক ও সাজ্জাদের চরিত্রে কোন বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য রফিক রাষ্ট্র থেকে যেসব অধিকার ভোগ করে তার একটি তালিকা প্রস্তুত কর। ৪

সৃজনশীল প্রশ্ন-৪

ক ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়।
খ নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে।

যেমন : দুর্বলের সাহায্য লাভের অধিকার নৈতিক অধিকার। এটি রাষ্ট্র প্রণয়ন করে না। যার ফলে এর কোনো আইনগত ভিত্তি নেই। তাছাড়া এ অধিকার ভঙ্গকারীকে শাস্তি দেওয়া হয় না।

গ উদ্দীপকে রফিকের চরিত্রে সুনাগরিকের গুণাবলি এবং সাজ্জাদের চরিত্রে নাগরিকের গুণাবলি ফুঠে উঠেছে। যে ব্যক্তি একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে এবং রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে তাকে নাগরিক বলে।

আর রাষ্ট্রের যে সকল নাগরিক বুদ্ধিমান, সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে, ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পারে এবং অসৎ কাজ থেকে বিরত থাকে, আর যে আত্মসংযমী, বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে তাদেরকে সুনাগরিক বলা হয়।

উদ্দীপকে উল্লিখিত রফিক যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। সকল দায়িত্ব সঠিকভাবে পালন করে। তাই তাকে সুনাগরিক বলা যায়। কিন্তু তার বন্ধু সাজ্জাদ সম্পূর্ণ তার বিপরীত। সে সবসময় নিজের স্বার্থকেই বড় করে দেখে। তাই তাকে সুনাগরিক না বলে শুধু নাগরিক বলা যায়।

ঘ দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালনের জন্য রফিক রাষ্ট্রপ্রদত্ত বিভিন্ন অধিকার ভোগ করে থাকে। কেননা অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকারের মূল লক্ষ্য ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন।

উদ্দীপকে উল্লিখিত রফিক সকল দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে থাকে। এর ফলে সে যেসব অধিকার ভোগ করে সেগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো :

১. রফিক সমাজে সুখ-শান্তিতে বসবাস করার জন্য বিভিন্ন ধরনের সামাজিক অধিকার ভোগ করে থাকে। যেমন : জীবনরক্ষার, স্বাধীনভাবে চলাফেরা ও মত প্রকাশের, পরিবার গঠনের, শিক্ষার, আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের, সম্পত্তি ও ধর্মচর্চার অধিকার ইত্যাদি।

২. এছাড়া সে রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায় যা তার রাজনৈতিক অধিকারকে নিশ্চিত করে। এক্ষেত্রে সে নির্বাচনে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং সকল প্রকার অভাব অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার লাভ করে থাকে।

৩. জীবনধারণ, জীবনকে উন্নত ও অগ্রসর করার জন্য রফিক রাষ্ট্রপ্রদত্ত বিভিন্ন অর্থনৈতিক অধিকার ভোগ করে থাকে। আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালনের জন্য রফিক বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে থাকে। যা তার জীবনকে স্বাচ্ছন্দ্যময় ও সুখী করে তোলে।

মাস্টার ট্রেইনার প্রণীত সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সৃজনশীল প্রশ্ন-৫

সুনাগরিকের গুণাবলি

একজন জিন প্রকৌশলী পাট ও পাটের ছত্রাকের জীবনরহস্য উšে§াচন করেন। এর আগে তিনি রাবার ও পেঁপের জীবনরহস্য উšে§াচন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। বর্তমানে তিনি ও তার গবেষক দল রাষ্ট্রের প্রতি অনুগত থেকে দক্ষতা আর নিষ্ঠার সাথে গবেষণা করে দেশপ্রেমের স্বাক্ষর রেখে চলেছেন। অসাধারণ এ গবেষণার সাফল্য সম্পর্কে সুমি বলল, তাদের মতো বুদ্ধিমান নাগরিকগণ রাষ্ট্রের সম্পদ।

ক. কারা রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ?
খ. সামাজিক অধিকার বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত গবেষণা কাজের মধ্য দিয়ে সুনাগরিকের কোন গুণটি অধিক গুরুত্ব পেয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, জিন প্রকৌশলীর মধ্যে সুনাগরিকের অন্যান্য গুণাবলিও বিদ্যমান আছে? উত্তরের পক্ষে যুক্তি দাও।

সৃজনশীল উত্তর-৫

ক বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ।
খ যেসব অধিকার নাগরিকের সভ্য জীবনযাপনের জন্য অপরিহার্য তাকেই সামাজিক অধিকার বলে। জীবনধারণের অধিকার, জনস্বাস্থ্য ও শিক্ষার অধিকার,

মতামত প্রকাশের অধিকার, ধর্মচর্চার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, পরিবার গঠনের অধিকার, স্বাধীনভাবে চলাফেলার অধিকার, আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের অধিকার ইত্যাদি সামাজিক অধিকারের পর্যায়ভুক্ত। সমাজে সুখে-শান্তিতে বসবাস করার জন্য আমরা সামাজিক অধিকারগুলো ভোগ করে থাকি।

গ উদ্দীপকে উল্লিখিত গবেষণা কাজের মধ্যদিয়ে সুনাগরিকের যে গুণটি অধিক গুরুত্ব পেয়েছে তা হলো বুদ্ধি। রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মধ্যে যে বুদ্ধিমান, যে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে, ন্যায়-অন্যায় বুঝে কাজ করে, অসৎ কাজ থেকে বিরত থাকে,

যে আত্মসংযমী এবং যে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের বৃহৎ স্বার্থের জন্য কাজ করে সে-ই হচ্ছে সুনাগরিক। উদ্দীপকে জিন প্রকৌশলীর পাট ও পাটের ছত্রাকের জীবনরহস্য উšে§াচন দ্বারা তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। বুদ্ধি সুনাগরিকের অন্যতম গুণ।

বুদ্ধিমান নাগরিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের বহুমুখী সমস্যা চি‎িহ্নত করে এবং সমাধানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সুনাগরিকের বুদ্ধির ওপর নির্ভর করে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা। তাই বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং আমরা বলতে পারি, জিন প্রকৌশলীর গবেষণা কাজে সুনাগরিকের বুদ্ধিমত্তা গুণটি অধিক গুরুত্ব পেয়েছে।

ঘ হ্যাঁ আমি মনে করি, জিন প্রকৌশলীর মধ্যে সুনাগরিকের অন্যতম গুণ বুদ্ধি অধিকভাবে ফুটে উঠলেও সুনাগরিকতার অন্যান্য গুণাবলি যথা বিবেক ও আত্মসংযমও বিদ্যমান। আমরা জানি, বিবেকবান নাগরিক একদিকে যেমন রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে, ঠিক তেমনি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে।

সুনাগরিক রাষ্ট্রের প্রতি অনুগতও থাকে। উদ্দীপকে উল্লিখিত জিন প্রকৌশলীর ক্ষেত্রেও আমরা দেখতে পাই তিনি একদিকে যেমন রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করেন, ঠিক তেমনি রাষ্ট্রের উন্নয়নে পাট ও ছত্রাকের জীবনরহস্য উšে§াচনে যথাযথ দায়িত্ব পালন করেছেন।

আবার আত্মসংযম সম্পন্ন নাগরিক সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে। উদ্দীপকের জিন প্রকৌশলীর ক্ষেত্রেও আমরা দেখতে পাই তিনি তার মেধা ও নিষ্ঠার সাথে দেশের জন্য গবেষণা করে দেশপ্রেমের স্বাক্ষর রেখেছেন। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, উক্ত গুণাবলি উদ্দীপকের উল্লিখিত জিন প্রকৌশলীর মধ্যেও পরিলক্ষিত হয়েছে।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *